হায়দরাবাদ, 15 নভেম্বর:খুব শীঘ্রই শুটিং শুরু হতে চলেছে 'ডন 3' ছবির ৷ লিড রোলে দেখা যাবেরণবীর সিং এবং কিয়ারা আদবানিকে ৷ দীর্ঘদিন ধরেই এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে ৷ তবে এই ছবি খবরের শিরোনামে এসেছে যখনই শোনা গিয়েছে খলনায়ক কে হবেন, তার কথা ৷ শোনা যাচ্ছে, 'টুয়েলভথ ফেল' খ্যাত তারকা বিক্রান্ত ম্যাসি ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির 'ডন 3'-তে এন্ট্রি নিচ্ছেন ৷
সাদামাটা, মিষ্টি অভিনেতাকে 'ডন 3' ছবিতে কোন চরিত্রে দেখা যাবে, তাও প্রকাশ্যে এসেছে ৷ আর তা নিমেষে ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ উল্লেখ্য, আজ অর্থাৎ 15 নভেম্বর মুক্তি পেয়েছে বিক্রান্ত ম্যাসির ছবি 'দ্য সবরমতি রিপোর্টস'। ছবিতে বিক্রান্তের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেনে ঋদ্ধি ডোগরা এবং রাশি খান্না।
ডন 3 ছবিতে বিক্রান্তের চরিত্র কি?
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, 'ডন 3'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বিক্রান্ত ম্যাসি। রিপোর্টের কথা সত্যি হলে, এই ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করতে পারেন বিক্রান্ত। রণবীর সিংয়ের বিপরীতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে বিক্রান্তকে। তবে নির্মাতারা এখনও পর্যন্ত এই খবরে সিলমোহর দেননি ৷ সামনে আসেনি আদৌ অভিনেতা বিক্রান্ত এই ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কি না, সেই খবরও ৷
1978 সালে পর্দায় মুক্তি পায় চন্দ্রা ব্যারোট পরিচালিত ক্রাইম-অ্যাকশন ছবি 'ডন' ৷ নাম ভূমিকায় নজর কাড়েন অমিতাভ বচ্চন ৷ পরবর্তী সময়ে শাহেনশার সেই জুতোয় পা গলান শাহরুখ খান ৷ নেপথ্যে পরিচালক ফারহান আখতর ৷ এবার সেই তালিকায় নাম জুড়েছে রণবীর সিংয়ের ৷ তবে যাঁরা শাহরুখ খানের অনুরাগী, রণবীর সিংয়ের ডনের ভূমিকা নিয়ে খুশি নন ৷ বেশ কিছু সময় সোশাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে ট্রোলিংও হয় ৷
প্রসঙ্গত, রণবীর সিংকে দেখা গিয়েছে, করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ও রোহিত শেঠ্ঠীর 'সিংঘম এগেইন' ছবিতে ৷ কেজোর ছবিতে রণবীরের বিপরীতে দেখা গিয়েছিল আলিয়া ভাটকে ৷ এবার কিয়ার আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রণবীর সিং ৷