ETV Bharat / entertainment

EXCLUSIVE: 'মহিলাকেন্দ্রিক ছবি বললে আমরা শুধু কান্নাকাটির চরিত্রই করেছি'- শর্মিলা ঠাকুর - SHARMILA TAGORE INTERVIEW

'একজন মা, দিদা ও বৌদির মতো চরিত্র করার কোনও মানে হয় না' ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আর কি বললেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৷

Etv Bharat
এক্সক্লুসিভ অভিনেত্রী শর্মিলা ঠাকুর (PR Handout)
author img

By Seema Sinha

Published : Dec 20, 2024, 3:08 PM IST

মুম্বই, 20 ডিসেম্বর: বনবাস কাটিয়ে রূপোলি পর্দায় ফিরেছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৷ সিনেমার দুনিয়ায় ফিরেই সতর্ক হয়েছেন নিজের চরিত্র নিয়ে ৷ ইটিভি ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কেবল বৌদি, মা বা দিদা চরিত্র তার জন্য নয় ৷ তিনি এমন কোনও চরিত্রে অভিনয় করতে যান যা আর পাঁচটার থেকে আলাদা ৷

2022 সালে মনোজ বাজপেয়ীর বিপরীত গুলমোহর ছবি দিয়ে ফের শুরু করেন অভিনয় ৷ বেস্ট হিন্দি সিনেমা হিসাবে সেই ছবি জিতে নেয় 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷ এবার অভিনেত্রীকে দেখা যাবে 'আউটহাউস' ছবিতে ৷ শর্মিলার বিপরীতে মোহন আগাশে ৷ ছবির গল্প তৈরি হয়েছে নানা (অভিনয়ে মোহন আগাশে), আদিমা (শর্মিলা ঠাকুর) ও তাঁর নাতি নীল (জীহান হোদার)কে কেন্দ্র রেখে, যারা তাদের হারিয়ে যাওয়া কুকুর পাবলোর খোঁজে বেরোয় ৷ অভিনেত্রী জানান, আইটহাউস (20 ডিসেম্বর মুক্তি) ছবির গল্প খুব সাধারণ, ড্রামাটিক নয় ৷

2010 সালে শর্মিলা ঠাকুরের শেষ ছবি ব্রেক কে বাদ মুক্তি পায় ৷ ছবিতে ছিলেন দীপিকা পাড়ুকোন ও ইমরান খান ৷ তারপর দীর্ঘ বিরতি ৷ এতদিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর ছবি ৷ কেমন লাগছে? শর্মিলা বলেন, "অবশ্যই ভালো লাগছে ৷ ছোট পর্দার থেকে বড় পর্দায় কোনও সিনেম মুক্তি পেলে তার আলাদা নিশ্চই থাকে ৷ ওটিটি-র অবশ্যই একটা অ্যাডভান্টেজ রয়েছে ৷ কারণ আমরা বাড়িতে বসে সিনেমা দেখার সুযোগ পাই ৷ রিল্যাক্স হয়ে ছবি দেখা যায় ৷ ছবি পজ করা যায় ৷ খাবার খাওয়া যায় ৷ কিন্তু একই সঙ্গে বড় একটা প্রেক্ষাগৃহের সামনে অনেক দর্শকদের সঙ্গে ছবি দেখার অভিজ্ঞতা অন্যরকম ৷"

Sharmila Tagore Interview
শর্মিলার সঙ্গে খুদে তারকা (PR Handout)

1959 সালে মাত্র 13 বছর বয়সে সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে কাজের মধ্য দিয়ে সিনেপর্দায় হাতেখড়ি শর্মিলার ৷ এরপর তিনি একাধিক নারীকেন্দ্রিক ছবি যেমন অনুপমা, আরাধনা, দেবী, অমর প্রেম, মৌসম ছবিতে অনবদ্য অভিনয়ের ছাপ রেখেছেন ৷ অভিনেত্রী বলেন, "রূপোলি পর্দায় মহিলা চরিত্রের উপস্থাপন আগের থেকে অনেক ভালো হয়েছে ৷ আমরা শুধু কান্নাকাটির চরিত্রই করেছি ৷ সিনেমা জুড়ে কেঁদে গিয়েছি ৷ পিকুর মতো ছবি আমাদের সময়ে তৈরি হতে পারত না ৷ কারণ কেউ ভাবতেই পারত না একজন মেয়ে তাঁর বাবার খেয়ার রাখতে পারেন ৷ এমনকী, ছবিতে কর্মরতা মহিলা দেখালেও অনেকে ভ্রুকুটি দেখাতেন ৷ একজন কর্মরতা মহিলার টাকাকে স্বাগত জানালেও, সেই মহিলাকে কেউ স্বাগত জানাবে না ৷"

Sharmila Tagore Interview
একই ফ্রেমে দুই তারকা (PR Handout)

শর্মিলা এরপর বলেন, "মৃণাল সেনের মেঘে ঢাকা তারা-র মতো অনেক ছবিকে এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে ৷ কিন্তু সেই চিত্র এখন বদলে গিয়েছে ৷ ক্রিউ-র মতো সিনেমা এখন দেখলে কী ভালো লাগে ৷ তিন মহিলা প্লেন নামাচ্ছে, ডাকাতি বন্ধ করছে... এইসব চরিত্র আমাদের জন্য কল্পনাই করা যেত না ৷ এখনকার দর্শক আগের থেকে সিনেমা অনেক বেশি বুঝতে শিখেছেন, গ্রহণ করতে শিখেছেন ৷"

Sharmila Tagore Interview
শুটিংয়ের দৃশ্য (PR Handout)

শুরু থেকেই সিনেমা নির্বাচনের বিষয়ে খুঁতখুঁতে ছিলেন শর্মিলা ৷ তিনি এমন চরিত্রই বাছতেন যা তাঁকে মানাবে বলে মনে করতেন ৷ অভিনেত্রী বলেন, "এই বয়সে এসেও আমি মনে করি, তেমন চরিত্রই করা উচিত যা আমাকে মানাবে ৷ পাশাপাশি, এমন চরিত্র, যা আগে আমি কখনও করিনি ৷ একজন মা, দিদা বা বৌদির চরিত্রে অভিনয় করার কোনও মানে থাকে না ৷ আমি যদি কোনও চরিত্রে অভিনয় করি সবার আগে সেই চরিত্র নিয়ে আমার আগ্রহ থাকতে হবে ৷ আমি সম্প্রতি একটা বাংলা সিনেম করেছি পুরাতণ ৷ সেই ছবির গল্পও আলাদা ৷ সেখানে একজন ডিমেনশিয়া রোগে আক্রান্ত চরিত্র ৷ তাতে একজনের জীবন কীভাবে বদলে যায়... মা-মেয়ের গল্প তুলে ধরেছে এই ছবি ৷"

Sharmila Tagore Interview
ছবির দৃশ্য বোঝাচ্ছেন পরিচালক (PR Handout)

সময়ের সঙ্গে সঙ্গে ছবির ধারা যেমন বদলেছে তেমনই বদলেছে পরিবেশ ৷ শর্মিলা এই বিষয়ে বলেন, "সময়েক উপযোগী হয়ে চলা খুব গুরুত্বপূর্ণ ৷ অবশ্যই তোমার ইয়ং বন্ধু-বান্ধব থাকা উচিত ৷ তারা কী বুঝছে, কীভাবে বুঝছে সেই সম্পর্কে ধারণা থাকা উচিত ৷ পাশাপাশি, সিনেমা, বই, নিত্য নতুন মানুষদের থেকে শেখা উচিত ৷ আমি আমার থেকে কমবয়সীদের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করি ৷ আমার সন্তান থেকে নাতি-নাতনিদের সঙ্গে কমিউনিকেশন করতে ভালোবাসি ৷ সময়ের সঙ্গে নিজের মধ্যেও পরিবর্তন আনা উচিত ৷ এক সময়ে অমিতাভ বচ্চন হিরো ছিলেন এখন তিনি নিজের ইমেজ পরিবর্তন করেছেন ৷ কেবিসি (কৌন বনেগা ক্রোড়পতি) তাঁর মধ্যে সেই পরিবর্তন আনতে সাহায্য করেছে ৷ তিনি ছোট থেকে বড় সকল বয়সী মানুষের মনে আলাদা জায়গা করে নিতে পেরেছেন ৷"

Sharmila Tagore Interview
শুটিং ফাঁকে অভিনেত্রী (PR Handout)

প্রসঙ্গত, আউটহাউস প্রযোজনা করেছেন ডক্টর মোহন আকাশে ৷ পরিচালনা করেছেন সুনীল সুকথানকর ৷ অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোনালী কুলকার্নি, নীরজ কবি, সুনীল অভয়াঙ্কর ৷

মুম্বই, 20 ডিসেম্বর: বনবাস কাটিয়ে রূপোলি পর্দায় ফিরেছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৷ সিনেমার দুনিয়ায় ফিরেই সতর্ক হয়েছেন নিজের চরিত্র নিয়ে ৷ ইটিভি ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কেবল বৌদি, মা বা দিদা চরিত্র তার জন্য নয় ৷ তিনি এমন কোনও চরিত্রে অভিনয় করতে যান যা আর পাঁচটার থেকে আলাদা ৷

2022 সালে মনোজ বাজপেয়ীর বিপরীত গুলমোহর ছবি দিয়ে ফের শুরু করেন অভিনয় ৷ বেস্ট হিন্দি সিনেমা হিসাবে সেই ছবি জিতে নেয় 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷ এবার অভিনেত্রীকে দেখা যাবে 'আউটহাউস' ছবিতে ৷ শর্মিলার বিপরীতে মোহন আগাশে ৷ ছবির গল্প তৈরি হয়েছে নানা (অভিনয়ে মোহন আগাশে), আদিমা (শর্মিলা ঠাকুর) ও তাঁর নাতি নীল (জীহান হোদার)কে কেন্দ্র রেখে, যারা তাদের হারিয়ে যাওয়া কুকুর পাবলোর খোঁজে বেরোয় ৷ অভিনেত্রী জানান, আইটহাউস (20 ডিসেম্বর মুক্তি) ছবির গল্প খুব সাধারণ, ড্রামাটিক নয় ৷

2010 সালে শর্মিলা ঠাকুরের শেষ ছবি ব্রেক কে বাদ মুক্তি পায় ৷ ছবিতে ছিলেন দীপিকা পাড়ুকোন ও ইমরান খান ৷ তারপর দীর্ঘ বিরতি ৷ এতদিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর ছবি ৷ কেমন লাগছে? শর্মিলা বলেন, "অবশ্যই ভালো লাগছে ৷ ছোট পর্দার থেকে বড় পর্দায় কোনও সিনেম মুক্তি পেলে তার আলাদা নিশ্চই থাকে ৷ ওটিটি-র অবশ্যই একটা অ্যাডভান্টেজ রয়েছে ৷ কারণ আমরা বাড়িতে বসে সিনেমা দেখার সুযোগ পাই ৷ রিল্যাক্স হয়ে ছবি দেখা যায় ৷ ছবি পজ করা যায় ৷ খাবার খাওয়া যায় ৷ কিন্তু একই সঙ্গে বড় একটা প্রেক্ষাগৃহের সামনে অনেক দর্শকদের সঙ্গে ছবি দেখার অভিজ্ঞতা অন্যরকম ৷"

Sharmila Tagore Interview
শর্মিলার সঙ্গে খুদে তারকা (PR Handout)

1959 সালে মাত্র 13 বছর বয়সে সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে কাজের মধ্য দিয়ে সিনেপর্দায় হাতেখড়ি শর্মিলার ৷ এরপর তিনি একাধিক নারীকেন্দ্রিক ছবি যেমন অনুপমা, আরাধনা, দেবী, অমর প্রেম, মৌসম ছবিতে অনবদ্য অভিনয়ের ছাপ রেখেছেন ৷ অভিনেত্রী বলেন, "রূপোলি পর্দায় মহিলা চরিত্রের উপস্থাপন আগের থেকে অনেক ভালো হয়েছে ৷ আমরা শুধু কান্নাকাটির চরিত্রই করেছি ৷ সিনেমা জুড়ে কেঁদে গিয়েছি ৷ পিকুর মতো ছবি আমাদের সময়ে তৈরি হতে পারত না ৷ কারণ কেউ ভাবতেই পারত না একজন মেয়ে তাঁর বাবার খেয়ার রাখতে পারেন ৷ এমনকী, ছবিতে কর্মরতা মহিলা দেখালেও অনেকে ভ্রুকুটি দেখাতেন ৷ একজন কর্মরতা মহিলার টাকাকে স্বাগত জানালেও, সেই মহিলাকে কেউ স্বাগত জানাবে না ৷"

Sharmila Tagore Interview
একই ফ্রেমে দুই তারকা (PR Handout)

শর্মিলা এরপর বলেন, "মৃণাল সেনের মেঘে ঢাকা তারা-র মতো অনেক ছবিকে এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে ৷ কিন্তু সেই চিত্র এখন বদলে গিয়েছে ৷ ক্রিউ-র মতো সিনেমা এখন দেখলে কী ভালো লাগে ৷ তিন মহিলা প্লেন নামাচ্ছে, ডাকাতি বন্ধ করছে... এইসব চরিত্র আমাদের জন্য কল্পনাই করা যেত না ৷ এখনকার দর্শক আগের থেকে সিনেমা অনেক বেশি বুঝতে শিখেছেন, গ্রহণ করতে শিখেছেন ৷"

Sharmila Tagore Interview
শুটিংয়ের দৃশ্য (PR Handout)

শুরু থেকেই সিনেমা নির্বাচনের বিষয়ে খুঁতখুঁতে ছিলেন শর্মিলা ৷ তিনি এমন চরিত্রই বাছতেন যা তাঁকে মানাবে বলে মনে করতেন ৷ অভিনেত্রী বলেন, "এই বয়সে এসেও আমি মনে করি, তেমন চরিত্রই করা উচিত যা আমাকে মানাবে ৷ পাশাপাশি, এমন চরিত্র, যা আগে আমি কখনও করিনি ৷ একজন মা, দিদা বা বৌদির চরিত্রে অভিনয় করার কোনও মানে থাকে না ৷ আমি যদি কোনও চরিত্রে অভিনয় করি সবার আগে সেই চরিত্র নিয়ে আমার আগ্রহ থাকতে হবে ৷ আমি সম্প্রতি একটা বাংলা সিনেম করেছি পুরাতণ ৷ সেই ছবির গল্পও আলাদা ৷ সেখানে একজন ডিমেনশিয়া রোগে আক্রান্ত চরিত্র ৷ তাতে একজনের জীবন কীভাবে বদলে যায়... মা-মেয়ের গল্প তুলে ধরেছে এই ছবি ৷"

Sharmila Tagore Interview
ছবির দৃশ্য বোঝাচ্ছেন পরিচালক (PR Handout)

সময়ের সঙ্গে সঙ্গে ছবির ধারা যেমন বদলেছে তেমনই বদলেছে পরিবেশ ৷ শর্মিলা এই বিষয়ে বলেন, "সময়েক উপযোগী হয়ে চলা খুব গুরুত্বপূর্ণ ৷ অবশ্যই তোমার ইয়ং বন্ধু-বান্ধব থাকা উচিত ৷ তারা কী বুঝছে, কীভাবে বুঝছে সেই সম্পর্কে ধারণা থাকা উচিত ৷ পাশাপাশি, সিনেমা, বই, নিত্য নতুন মানুষদের থেকে শেখা উচিত ৷ আমি আমার থেকে কমবয়সীদের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করি ৷ আমার সন্তান থেকে নাতি-নাতনিদের সঙ্গে কমিউনিকেশন করতে ভালোবাসি ৷ সময়ের সঙ্গে নিজের মধ্যেও পরিবর্তন আনা উচিত ৷ এক সময়ে অমিতাভ বচ্চন হিরো ছিলেন এখন তিনি নিজের ইমেজ পরিবর্তন করেছেন ৷ কেবিসি (কৌন বনেগা ক্রোড়পতি) তাঁর মধ্যে সেই পরিবর্তন আনতে সাহায্য করেছে ৷ তিনি ছোট থেকে বড় সকল বয়সী মানুষের মনে আলাদা জায়গা করে নিতে পেরেছেন ৷"

Sharmila Tagore Interview
শুটিং ফাঁকে অভিনেত্রী (PR Handout)

প্রসঙ্গত, আউটহাউস প্রযোজনা করেছেন ডক্টর মোহন আকাশে ৷ পরিচালনা করেছেন সুনীল সুকথানকর ৷ অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোনালী কুলকার্নি, নীরজ কবি, সুনীল অভয়াঙ্কর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.