পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প বলতে আসছে 'রাস'

হারিয়ে যাওয়া যৌথ বাঙালি পরিবার, তাঁদের আভ্যন্তরীন ভালোবাসা, সম্পর্ক আর মূল্যবোধের দলিল পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় ৷

Etv Bharat
আসছে 'রাস' (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : 5 hours ago

কলকাতা, 18 নভেম্বর: রাস যাত্রায় 'রাস' ছবির খবর নিয়ে হাজির হন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্য খুঁজে পাওয়ার কাহিনি 'রাস'। হারিয়ে যাওয়া যৌথ বাঙালি পরিবার, তাঁদের আভ্যন্তরীন ভালোবাসা, সম্পর্ক আর মূল্যবোধের দলিল এই 'রাস', দাবি পরিচালকের ৷

সোশাল মিডিয়ায় রাস-এর নানা মুহূর্ত শেয়ার করেছেন তথাগত ৷ ক্যাপশনে লিখেছেন, "রাস পূর্নিমার দিন এই আমাদের "রাস" পরিবারের ছবি। 32 জন সদস্যের এই পরিবারের কেউ কেউ এই স্থির চিত্রে নেই,আসলে কিন্তু আছেন। কারণ, এদের একজনকে ছাড়াও "রাস" অসম্পূর্ণ।"

ছবির পোস্টার ডিজাইন করেছেন স্বর্নাভ বেরা। গ্রাফিক্স করেছেন শুভায়ণ চন্দ্র। সঙ্গীত পরিচালক সাত্যকি বন্দোপাধ্যায়।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অনূসয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রনজয় বিষ্ণু, অর্ণ মুখোপাধ্যায়,পারিজাত চৌধুরী, শংকর দেবনাথ, সুদীপ মুখোপাধ্যায়, দেবাশিস রায়, অপ্রতীম চট্টোপাধ্যায়, সুরাইয়া পারভিন, বিমল গিরি, দেবপ্রসাদ হালদার প্রমুখ।

তথাগতর কথায়, "কিছুই কি হারিয়ে যায়? আসলে তো সবই থেকে যায়, সবাই থেকে যায়। শুধু ভেতর থেকে ডাক আসে "একলা নিতাই" হওয়ার...।" ছবির গল্প কিছুটা এই রকম ৷ মাণিকপুরের গোটা চক্রবর্তী বাড়ি জুড়ে আজ সাজো রব ৷ বাড়িতে রাস উৎসবের প্রস্তুতি আর ঝুলনের আয়োজনে মেতে সকলে। তবে বহু বছর পর ছেলে বাড়ি ফিরলে উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে যায় ৷ বাড়ির ছেলে সোমনাথের বাবা চাকরি সূত্রে দিল্লিতে।

মা আর সোমনাথের জীবন কাটছিল রূপকথার মতো। গ্রামের স্কুল, পুকুর, আমগাছ, বৃষ্টিতে ফুটবল, দিদার আচার, কোলে শুয়ে দেশ বিদেশের গল্প শোনা, সে যেন এক চব্বিশ ঘণ্টার উৎসব। যেখানে শুধুই আনন্দধারা বহমান প্রতিনিয়ত।যৌথপরিবারের সবার ভালোবাসায় বেড়ে ওঠা সোমনাথের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল দিদামা। সময়ের চেয়ে ঢের গুণ এগিয়ে থাকা, স্পষ্টবক্তা, বাড়ির কর্ত্রী অলকনন্দা দেবী সোমনাথের সবচেয়ে প্রিয় বন্ধু।

ভালোবাসার আলপথ ধরে হাঁটতে প্রস্তুত রুক্মিণী, রাখতে চান আদরে-যত্নে

এছাড়াও সোমনাথের আর একজন প্রিয় বন্ধু রাই। পাড়ার মেয়ে রাই দিনের অধিকাংশটাই চক্রবর্তী বাড়িতে কাটায়। ওর আর সোমনাথের বন্ধুত্ব দেখে বড়রা মনে করেন ওদের নাকি রাজযোটক মিল। বিয়েটা শুধু সময়ের অপেক্ষা। গল্পের মোড় ঘোরে সোমনাথের মায়ের আকস্মিক মৃত্যুতে ৷ তারপর কী হয়, তারজন্য দর্শকদের অপেক্ষ করতে হবে ছবির মুক্তি পর্যন্ত ৷

ABOUT THE AUTHOR

...view details