পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

নয় বছর পর সৃজিতের গোয়েন্দা সিরিজে সুস্মিতা, জানেন কীভাবে? - Sushmita Sen - SUSHMITA SEN

Sushmita Sen in Detective Web Series Shekhar Home: জিও সিনেমায় মুক্তি পাওয়া 'শেখর হোম' সিরিজ দর্শক মনে জায়গা করে নিয়েছে ৷ সিরিজে ক্যামিও চরিত্রে সুস্মিতা সেনকে কীভাবে রাজি করালেন, জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷

Sushmita Sen in Shekhar Home
সৃজিতের গোয়েন্দা সিরিজে সুস্মিতা সেন (ইটিভি ভারত)

By PTI

Published : Sep 6, 2024, 6:08 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: অনেকেই জানেন না, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'শেখর হোম'-এ ক্যামিও করেছেন অভিনেত্রী সুস্মিতা সেন ৷ যাঁরা ইতিমধ্যেই সিরিজটি দেখে ফেলেছেন, নিশ্চই ভ্রু কুঁচকে ভাবছেন কখন-কোথায়? উত্তর দিলে নিমেষে মনে পড়ে যাবে আপনারও ৷ পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কেকে মেনন অভিনীত সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে উত্তর দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷

আসলে ছটি পর্বের এই সিরিজে সাদা-কালো ছবিতে অতিথি শিল্পী হিসাবে সামনে এসেছেন প্রাক্তন মিস ইউনিভার্স ৷ তাহলে দৃশ্যটা একবার মনে করে দেখুন ৷ একটা তদন্ত করতে গিয়ে শেখর দেওয়ালে টাঙানো একটি ছবির দিকে নজর দেন ৷ সেই ছবি দেখে তিনি বলেন, "আরে এর তো মিস ইউনিভার্স হওয়া উচিত ৷" কিন্তু নিজের সিরিজে সুস্মিতাকে না নিয়ে তাঁর ছবি কেন ব্যবহার করলেন পরিচালক? কারণ এর আগে 2015 সালে 'নির্বাক' ছবিতে সুস্মিতার সঙ্গে কাজ করেছেন তিনি ৷ প্রশ্নের উত্তরে সৃজিত বলেন, "আমরা খুব ভালো বন্ধু ৷ আমাকে এর জন্য সুসকে ফোন করে অনুমতি নিতে হয়েছে ৷ আমি যখন তাঁকে ফোন করলাম, সে বলে-তুমি আমায় কাস্টিংয়ের বদলে আমার ছবিকে কাস্ট করছ! ৷"

তবে শুধু সুস্মিতা নন, ভারতীয় ক্রিকেটার আর অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকেও জিও সিনেমার এই সিরিজে তুলে এনেছেন পরিচালক সৃজিত ও রোহন সিপ্পি ৷ সিরিজে সংলাপ লিখেছেন বৈভব বিশাল ৷ চিত্রনাট্য লিখেছেন, অনিরুদ্ধ গুহ ও নীহারিকা পুরি ৷ সিরিজে কেকে মেননের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রণবীর শোরে, রশিকা দুগলস কীর্তি কুলহারি, কৌশিক সেন, রুদ্রনীল ঘোষ ও শেরনাজ পাটেলকে ৷

সৃজিত এর আগে কেকে-র সঙ্গে কাজ করেছেন নেটফ্লিক্সের 'রে' অ্যান্থোলজিতে ৷ পরিচালক জানান, আসলে তিনি কেকে-র অভিনয়ের বড়ই ভক্ত ৷ তিনি বলেন, "আমার কাছে যখন হিন্দিতে ফেলুদা সিনেমা করার প্রস্তাব এসেছিল তখনই মাথায় নাম এসেছিল কেকে মেননের ৷ প্রায় 8 বছর আগে এই নিয়ে কথাও হয়েছিল ৷ পরিচালক সত্যজিৎ রায় যেভাবে ফেলুদাকে এঁকেছিলেন তার সঙ্গে কেকে-র দারুণ মিল রয়েছে ৷" প্রসঙ্গত, সৃজিতের পরবর্তী ছবি 'টেক্কা' পুজোতে মুক্তির অপেক্ষায় ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে রুক্মিনী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায় ও দেবকে ৷ অন্যদিকে, হইচইতে আসবে সিরিজ ভূস্বর্গ ভয়ঙ্কর ৷ টোটা রায়চৌধুরীকে নিয়ে ফেলুদা সিরিজের গল্প নিয়ে তৈরি 'ভূস্বর্গ ভয়ঙ্কর' ৷

ABOUT THE AUTHOR

...view details