পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ন'বছর আগে নির্বাক দেখে হেসেছিলেন, টিটকিরি দিয়েছিলেন'- কার কাছে হার স্বীকার সৃজিতের ? - Manikbabur Megh - MANIKBABUR MEGH

Srijit Mukherji on Manik babur Megh: বৌদ্ধায়ন মুখোপাধ্যায় প্রযোজিত 'মানিক বাবুর মেঘ' বন্দিত দর্শক দরবারে ৷ প্রথম ছবির হাত ধরেই পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায় সিনেমার জাত চেনালেন ৷ আর অপূর্ব অভিনেতা হিসাবে দর্শক নতুনরূপে আবিষ্কার করলেন চন্দন সেনকে ৷ সিনেমায় প্রশংসায় পঞ্চমুখ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও ৷

Srijit Mukherji on Manikbabur Megh
'মানিক বাবুর মেঘ' ছবির প্রশংসা সৃজিত মুখোপাধ্যায়ের (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Jul 29, 2024, 11:01 AM IST

হায়দরাবাদ, 29 জুলাই: প্রথম ছবিতেই আলোড়ন ফেলেছেন নবাগত পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায় ৷ সিনেমার 'শিল্প'কে তিনি যেভাবে বড়পর্দায় মেলে ধরেছেন তা দেখে সাধু সাধু করেছেন দর্শকরা ৷ চন্দন সেন অভিনীত 'মানিক বাবুর মেঘ' (THE CLOUD AND THE MAN) সিনেমার পরিভাষায় বদল এনেছে ৷ এহেন ছবি দেখে মুগ্ধ সিনেপ্রেমী-পরিচালকদের তালিকায় নাম লেখালেন সৃজিত মুখোপাধ্যায়ও ৷ রবিবার সামাজিক মাধ্যমে পোস্ট করে জানালেন, অভিনন্দনের কাছে হেরে গিয়েছেন তিনি ৷

এদিন পরিচালক সৃজিত লেখেন, "যাঁরা ন'বছর আগে নির্বাক দেখে হেসেছিলেন, টিটকিরি দিয়েছিলেন, তাঁরা আজ মানিকবাবুর মেঘ দেখে কাঁদছেন, হল ভরছেন। ভাল লাগছে। খুব ভাল লাগছে। এভাবেই জিতে যাক প্রতিবিম্বের নরম স্পর্শ, গাছের শ্বেতশুভ্র উত্তেজনা, সারমেয়ের সারাংশ, মৃতদেহের ঠান্ডা অভিমান। এভাবেই জিতে যাক মেঘের তীক্ষ্ণ বর্ষার মত চুম্বন, জলের ফোঁটায় বোনা ছায়ার আদর, ঝোড়ো সঙ্গমে তড়িৎস্পৃস্ট, মোক্ষম মোক্ষলাভ। অভিনন্দন, বৌদ্ধায়ন। আমি হেরে গিয়েছিলাম, কিন্তু তোমরা জিতে গিয়েছ !"

সৃজিতের এই মন্তব্যে পাশে দাঁড়িয়েছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কমেন্টে লেখেন, "ন'বছর আগে নির্বাক দেখার পর প্রথম আলিঙ্গন ও প্রথম লেখা আমারই ছিল। গরিব গীতিকার ব'লে ধর্তব্যের মধ্যেই আনোনি।" শ্রীজাতর পাশাপাশি অনেক অনুরাগীও পাশে দাঁড়িয়েছেন পরিচালক সৃজিতের ৷

উল্লেখ্য, সৃজিত পরিচালিত 'নির্বাক' মুক্তি পায় 2015 সালে ৷ মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল সুস্মিতা সেন, অঞ্জন দত্ত, যীশু সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী ও অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেককে ৷ মোট পাঁচটা প্লটে পরিচালক ভিন্ন ভিন্ন গল্প বলেন ৷ যা একে অপরের সঙ্গে যুক্ত ৷ সিনেমাটি বক্সঅফিসে সাড়া ফেলতে পারেনি ৷ পরীক্ষামূলক এই ছবিতে সৃজিতের গল্প বলার ধরনে জায়গা করে নেয় একজন পুরুষ, একটি গাছ, একটি নেড়ি কুকুর ও একটি লাশ ৷ প্রেমের এই গল্পে একটা করে চরিত্র ছিল, যিনি কথা বলতে পারেন না ৷

2024 সালে দাঁড়িয়ে তেমনই এক গল্প বলার সাহস দেখিয়েছেন পরিচালক অভিনন্দন ৷ যে গল্পে সংলাপ অতিরিক্ত শব্দদূষণের জায়গা করে নেয়নি ৷ নিম্নমধ্যবিত্ত বাঙালি মানিকবাবুও তো বন্ধুত্ব করেন মেঘের সঙ্গে ৷ নিঃসঙ্গতাকে কাটিয়ে সেই মেঘকেই প্রেমিকা রূপে আপন করে নেন ৷ আসলে, পর্দায় পরিচালক সৃজিত যে সাহস দেখিয়েছিলেন তা হয়তো সেই সময় নিতে প্রস্তুত ছিলেন না সিনেপ্রেমীরা ৷ হয়তো সময় বদলানোর সঙ্গে ভাবনাচিন্তাতেও বদল এসেছে ৷ হয়তো চারপাশে এমন মানিকবাবু অনেক ছড়িয়ে রয়েছেন যাঁরা নিঃসঙ্গতা দূর করতে কোনও 'মেঘ'কে খুঁজছেন !

ABOUT THE AUTHOR

...view details