নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: শনিবার রাত 10টা নাগাদ নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 18 জনের, আহত অন্তত 12 জন ৷ এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে ভারতীয় রেল ৷ দুর্ঘটনায় মৃত, গুরুতর আহত এবং সামান্য আহতদের পরিবারপিছু পৃথক পৃথক অঙ্কের আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে ৷
ভারতীয় রেল তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও, গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা এবং অপ্রাপ্তবয়স্ক, সামান্য আহতদের এক লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। লোক নায়ক হাসপাতাল কর্তৃপক্ষ নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় 10 জন মহিলা এবং 3 শিশু-সহ 18 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য রেলের তরফে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গড়েছে রেল।
শনিবার রাত 10টা নাগাদ নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে যখন হাজার হাজার ভক্ত 2025 সালের মহাকুম্ভ উৎসবের জন্য প্রয়াগরাজ যাচ্ছিলেন, যার ফলে স্টেশনে প্রচুর ভিড় হয়েছিল। রেলওয়ের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) কেপিএস মালহোত্রা জানান, প্রয়াগরাজ এক্সপ্রেস যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানে যখন বিপুল সংখ্যক যাত্রী জড়ো হয় ৷ তখনই মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে এই ঘটনা ঘটে। এছাড়াও, স্বাধীন সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসের দেরি হওয়ার কারণে 12, 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে যথেষ্ট ভিড় জমে গিয়েছিল। সব মিলিয়ে প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার ঘোষণার পরই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ প্রচণ্ড ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু হয় ৷
Deeply anguished to know about the loss of lives in a stampede at New Delhi Railway station. I extend my heartfelt condolences to the bereaved families and pray for speedy recovery of those injured.
— President of India (@rashtrapatibhvn) February 16, 2025
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাষ্ট্রপতি টুইটারে পোস্ট করেছেন: "নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির খবর শুনে গভীরভাবে দুঃখিত। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।"
Deeply saddened by the unfortunate stampede that occurred at New Delhi Railway Station. My prayers are with all those who have lost their loved ones. The entire team is working to assist all those who have been affected by this tragic incident.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 15, 2025
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর শোকবার্তায় লিখেছেন, "নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির দুর্ভাগ্যজনক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সকলের জন্য আমার প্রার্থনা। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা করার জন্য পুরো দল কাজ করছে।"