ETV Bharat / state

আদালতে আত্মসমর্পণ, বিহারীনাথ গণধর্ষণকাণ্ডে জেল হেফাজত 4 অভিযুক্তের - BIHARINATH GANG RAPE CASE

পুলিশ গ্রেফতার করতে পারেনি ৷ আদালতে এসে নিজেদের দোষ স্বীকার করল চারজন অভিযুক্ত ৷ এরপর তদন্ত কোন দিকে গড়ায়, সেটাই দেখার ৷

Asansol Court
আসানসোল আদালত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2025, 9:16 PM IST

আসানসোল, 19 ফেব্রুয়ারি: বিহারীনাথ পাহাড়ে যুবতীকে গণধর্ষণের ঘটনায় চার অভিযুক্তের আত্মসমর্পণ ৷ বুধবার দুপুরে নিজেরা আসানসোল সিজিএম আদালতে এসে আত্মসমর্পণ করে তারা । এরপর পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয় । কিন্তু সেই প্রক্রিয়ায় ত্রুটি থাকায় বিচারক অভিযুক্তদের জেল হেফাজতে পাঠান । পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন নিয়ে পরবর্তীকালে শুনানি হবে বলে জানান অভিযুক্তদের আইনজীবী ।

গত 14 ফেব্রুয়ারি বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে একটি রিসর্টে এক যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে চার যুবকের বিরুদ্ধে । ওই যুবতী দুর্গাপুরের আমড়াই এলাকার বাসিন্দা । মামারবাড়িতে থেকে আসানসোল গার্লস কলেজে পড়াশোনা করত ওই যুবতী । তৃতীয় বর্ষের ছাত্রী ওই যুবতীর সঙ্গে ইনস্টাগ্রামে এক যুবকের আলাপ হয় । অভিযোগ, সেই যুবক ফুঁসলিয়ে যুবতীকে বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে বেড়াতে নিয়ে যায় । যুবতীর সঙ্গে তার মামাতো বোনেরা ছিল এবং যুবকের সঙ্গে তার আরও তিন বন্ধু ছিল । অভিযোগ, বিহারীনাথ পাহাড়ের একটি রিসর্টে মাদক খাইয়ে যুবতীকে গণধর্ষণ করা হয় । বাড়ি ফিরে যুবতী অসুস্থ হয়ে পড়লে জানাজানি হয় ঘটনাটি । নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয় । এই ঘটনার পরে রাজনৈতিক রং লাগে ।

অভিযুক্তদের আইনজীবীর বক্তব্য (ইটিভি ভারত)

আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দফতরের সামনে পথ অবরোধে বসেন । দীর্ঘক্ষণ ধরে অবরোধের পর পুলিশের কাছে তিনি দাবি করেন 18 ফেব্রুয়ারির মধ্যে যদি অভিযুক্তদের গ্রেফতার না করা হয়, তাহলে তিনি বৃহত্তর আন্দোলনে যাবেন । কিন্তু 18 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি ৷ 19 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার অভিযুক্তরা নিজেরাই এসে আসানসোল কোর্টে আত্মসমর্পণ করে ।

অভিযুক্তদের আইনজীবী অভিজিৎ রায় বলেন, "চার অভিযুক্ত আজ আসানসোল আদালতে আত্মসমর্পণ করেছে । পুলিশ অভিযুক্তদের 10 দিনের পুলিশ হেফাজতে নিতে আবেদন করেছিল । কিন্তু, সেই প্রক্রিয়ায় ত্রুটি থাকায় বিচারক অভিযুক্তদের 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছেন । পুলিশ হেফাজতের জন্য শুনানি পরবর্তীকালে হবে । অন্যদিকে, ম্যাজিস্ট্রেটের কাছে যুবতীর বয়ান রেকর্ড করা হয়েছে ।" তবে ঘটনার প্রায় পাঁচদিন পর অভিযুক্তরা আত্মসমর্পণ এবং জেল হেফাজতে যাওয়ায় স্বস্তি মিলেছে ওই যুবতীর পরিবারে ।

আসানসোল, 19 ফেব্রুয়ারি: বিহারীনাথ পাহাড়ে যুবতীকে গণধর্ষণের ঘটনায় চার অভিযুক্তের আত্মসমর্পণ ৷ বুধবার দুপুরে নিজেরা আসানসোল সিজিএম আদালতে এসে আত্মসমর্পণ করে তারা । এরপর পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয় । কিন্তু সেই প্রক্রিয়ায় ত্রুটি থাকায় বিচারক অভিযুক্তদের জেল হেফাজতে পাঠান । পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন নিয়ে পরবর্তীকালে শুনানি হবে বলে জানান অভিযুক্তদের আইনজীবী ।

গত 14 ফেব্রুয়ারি বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে একটি রিসর্টে এক যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে চার যুবকের বিরুদ্ধে । ওই যুবতী দুর্গাপুরের আমড়াই এলাকার বাসিন্দা । মামারবাড়িতে থেকে আসানসোল গার্লস কলেজে পড়াশোনা করত ওই যুবতী । তৃতীয় বর্ষের ছাত্রী ওই যুবতীর সঙ্গে ইনস্টাগ্রামে এক যুবকের আলাপ হয় । অভিযোগ, সেই যুবক ফুঁসলিয়ে যুবতীকে বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে বেড়াতে নিয়ে যায় । যুবতীর সঙ্গে তার মামাতো বোনেরা ছিল এবং যুবকের সঙ্গে তার আরও তিন বন্ধু ছিল । অভিযোগ, বিহারীনাথ পাহাড়ের একটি রিসর্টে মাদক খাইয়ে যুবতীকে গণধর্ষণ করা হয় । বাড়ি ফিরে যুবতী অসুস্থ হয়ে পড়লে জানাজানি হয় ঘটনাটি । নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয় । এই ঘটনার পরে রাজনৈতিক রং লাগে ।

অভিযুক্তদের আইনজীবীর বক্তব্য (ইটিভি ভারত)

আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দফতরের সামনে পথ অবরোধে বসেন । দীর্ঘক্ষণ ধরে অবরোধের পর পুলিশের কাছে তিনি দাবি করেন 18 ফেব্রুয়ারির মধ্যে যদি অভিযুক্তদের গ্রেফতার না করা হয়, তাহলে তিনি বৃহত্তর আন্দোলনে যাবেন । কিন্তু 18 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি ৷ 19 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার অভিযুক্তরা নিজেরাই এসে আসানসোল কোর্টে আত্মসমর্পণ করে ।

অভিযুক্তদের আইনজীবী অভিজিৎ রায় বলেন, "চার অভিযুক্ত আজ আসানসোল আদালতে আত্মসমর্পণ করেছে । পুলিশ অভিযুক্তদের 10 দিনের পুলিশ হেফাজতে নিতে আবেদন করেছিল । কিন্তু, সেই প্রক্রিয়ায় ত্রুটি থাকায় বিচারক অভিযুক্তদের 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছেন । পুলিশ হেফাজতের জন্য শুনানি পরবর্তীকালে হবে । অন্যদিকে, ম্যাজিস্ট্রেটের কাছে যুবতীর বয়ান রেকর্ড করা হয়েছে ।" তবে ঘটনার প্রায় পাঁচদিন পর অভিযুক্তরা আত্মসমর্পণ এবং জেল হেফাজতে যাওয়ায় স্বস্তি মিলেছে ওই যুবতীর পরিবারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.