ETV Bharat / entertainment

মুক্তি পেল 'ধ্রুবর আশ্চর্য জীবন'-এর ট্রেলার ও গান - DHRUBOR ASCHORJO JIBON

'ধ্রুবর আশ্চর্য জীবন'-এর ট্রেলার ও গান মুক্তি পেল ৷ এই ছবিতে জুটিতে দেখা যাবে ঋষভ বসু ও ঋত্বিকা পালকে ৷

ETV BHARAT
মুক্তি পেল 'ধ্রুবর আশ্চর্য জীবন'-এর ট্রেলার ও গান (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 19, 2025, 7:55 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: 28 ফেব্রুয়ারি ছবির শুভমুক্তি । তার আগে ট্রেলার এবং ছবির গান হাজির । 'ধ্রুবর আশ্চর্য জীবন' ছবিতে ঋষভ বসু বরাবরের মতো একেবারে অন্যরকম । এই ছবিতে তাঁর সঙ্গে জুটিতে ঋত্বিকা পাল । অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার, আনন্দরূপা চক্রবর্তী, কোরক সামন্ত, বাদশা মৈত্র প্রমুখ । ছবির সঙ্গীত পরিচালক প্রলয় । গান গেয়েছেন তিমির বিশ্বাস, অনির্বাণ দাশগুপ্ত (ঋজু), আনিস, প্রলয় এবং গোবিন্দ মৌলিক ।

30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরমা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে সম্মানিত হয়েছে 'ধ্রুবর আশ্চর্য জীবন' ৷ দেশে বিদেশে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালেও এই ছবি মনোনীত এবং পুরস্কৃত হয়েছে । যেমন 'আটলান্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ শ্রেষ্ঠ পরিচালক, 'এনএবিসি ফিল্ম ফেস্টিভ্যাল'-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পেয়েছে এই ছবি ।

মুক্তি পেল 'ধ্রুবর আশ্চর্য জীবন'-এর ট্রেলার ও গান (নিজস্ব ভিডিয়ো)

ক্রাইম ড্রামা এবং সায়েন্স ফিকশন এই ফিল্মে গল্পের কেন্দ্রীয় চরিত্র ধ্রুব নিজের প্রেমিকা রিমির পরিবারকে রক্ষা করতে গিয়ে এক জটিল মুহূর্তের সম্মুখীন হয় । ধ্রুব বুঝতে পারে, রিমিদের জন্য টাকা জোগাড় করতে গেলে তাঁকে একটা অপরাধ করতে হবে । কিন্তু রিমি চায় না ধ্রুব কোনও খারাপ কাজ করুক । ধ্রুবকে দুটো রাস্তার মধ্যে যে কোনও একটা বেছে নিতে হবে ।

ETV BHARAT
'ধ্রুবর আশ্চর্য জীবন'-এর ট্রেলার লঞ্চ (নিজস্ব চিত্র)

ছবি নিয়ে আশাবাদী ঋষভ, ঋত্বিকা, আনন্দরূপা, পরিচালক অভিজিৎ চৌধুরী-সহ বাকিরাও । ঋষভ বলেন, "আমি যখনই যে ছবিতে কাজ করেছি সেটা সৎভাবে করেছি । ফলে কাজ যখন সম্মান পায়, সমাদৃত হয়, ভালো তো লাগেই । এই ছবি একেবারে অন্যরকম । প্রত্যেকটা চরিত্র আলাদাভাবে গুরুত্বপূর্ণ ।"

পরিচালক অভিজিৎ চৌধুরী বলেন, "চিত্রকরদের আঁকার ধরন আজও কীভাবে প্রাসঙ্গিক, তা এই ছবির গল্পের মাধ্যমে উঠে এসেছে ।" সঙ্গীত পরিচালক প্রলয়ও এই ছবির গান বেঁধে দারুণ খুশি ।

কলকাতা, 19 ফেব্রুয়ারি: 28 ফেব্রুয়ারি ছবির শুভমুক্তি । তার আগে ট্রেলার এবং ছবির গান হাজির । 'ধ্রুবর আশ্চর্য জীবন' ছবিতে ঋষভ বসু বরাবরের মতো একেবারে অন্যরকম । এই ছবিতে তাঁর সঙ্গে জুটিতে ঋত্বিকা পাল । অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার, আনন্দরূপা চক্রবর্তী, কোরক সামন্ত, বাদশা মৈত্র প্রমুখ । ছবির সঙ্গীত পরিচালক প্রলয় । গান গেয়েছেন তিমির বিশ্বাস, অনির্বাণ দাশগুপ্ত (ঋজু), আনিস, প্রলয় এবং গোবিন্দ মৌলিক ।

30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরমা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে সম্মানিত হয়েছে 'ধ্রুবর আশ্চর্য জীবন' ৷ দেশে বিদেশে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালেও এই ছবি মনোনীত এবং পুরস্কৃত হয়েছে । যেমন 'আটলান্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ শ্রেষ্ঠ পরিচালক, 'এনএবিসি ফিল্ম ফেস্টিভ্যাল'-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পেয়েছে এই ছবি ।

মুক্তি পেল 'ধ্রুবর আশ্চর্য জীবন'-এর ট্রেলার ও গান (নিজস্ব ভিডিয়ো)

ক্রাইম ড্রামা এবং সায়েন্স ফিকশন এই ফিল্মে গল্পের কেন্দ্রীয় চরিত্র ধ্রুব নিজের প্রেমিকা রিমির পরিবারকে রক্ষা করতে গিয়ে এক জটিল মুহূর্তের সম্মুখীন হয় । ধ্রুব বুঝতে পারে, রিমিদের জন্য টাকা জোগাড় করতে গেলে তাঁকে একটা অপরাধ করতে হবে । কিন্তু রিমি চায় না ধ্রুব কোনও খারাপ কাজ করুক । ধ্রুবকে দুটো রাস্তার মধ্যে যে কোনও একটা বেছে নিতে হবে ।

ETV BHARAT
'ধ্রুবর আশ্চর্য জীবন'-এর ট্রেলার লঞ্চ (নিজস্ব চিত্র)

ছবি নিয়ে আশাবাদী ঋষভ, ঋত্বিকা, আনন্দরূপা, পরিচালক অভিজিৎ চৌধুরী-সহ বাকিরাও । ঋষভ বলেন, "আমি যখনই যে ছবিতে কাজ করেছি সেটা সৎভাবে করেছি । ফলে কাজ যখন সম্মান পায়, সমাদৃত হয়, ভালো তো লাগেই । এই ছবি একেবারে অন্যরকম । প্রত্যেকটা চরিত্র আলাদাভাবে গুরুত্বপূর্ণ ।"

পরিচালক অভিজিৎ চৌধুরী বলেন, "চিত্রকরদের আঁকার ধরন আজও কীভাবে প্রাসঙ্গিক, তা এই ছবির গল্পের মাধ্যমে উঠে এসেছে ।" সঙ্গীত পরিচালক প্রলয়ও এই ছবির গান বেঁধে দারুণ খুশি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.