হাবড়া, 19 ফেব্রুয়ারি: বাংলাদেশ থেকে পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে যাতায়াত দীর্ঘদিনের । সেই সুবাদে অবৈধভাবে বানিয়ে ফেলেছিলেন একাধিক ভারতীয় গুরুত্বপূর্ণ নথি । এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে পার পেলেও এবার পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি বৃদ্ধ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ধীরেন হালদার । তিনি বাংলাদেশের যশোর জেলার বেনাপোল পাটবাড়ি এলাকার বাসিন্দা ।
গতকাল তাকে হাবড়া স্টেশন মোর এলাকা থেকে গ্রেফতার করে উত্তর 24 পরগনার হাবড়া থানার পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি পাসপোর্ট, ভিসা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ভারতীয় নথি । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে বাংলাদেশ থেকে পাসপোর্ট-ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে ধীরেন । উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পূণ্যস্নান করতে যাওয়ার পরিকল্পনা ছিল তার । গতকাল হাবড়া স্টেশন মোর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে । তাতেই পুলিশ জানতে পারে, ধীরেন বাংলাদেশের বাসিন্দা । পাসপোর্ট-ভিসায় বাংলাদেশ থেকে ভারতের প্রবেশ করলেও তার কাছে রয়েছে ভারতীয় আধার কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি । বাংলাদেশি নাগরিকের কাছে ভারতীয় নথি দেখে তাকে গ্রেফতার করে পুলিশ ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধীরেন বাংলাদেশ থেকে পাসপোর্টের মাধ্যমে ভারতে আসা-যাওয়া করত । ভারতে এসে অবৈধভাবে তার এবং পরিবারের সদস্যদের একাধিক গুরুত্বপূর্ণ ভারতীয় নথি বানিয়েছে সে । হাবড়ার একাধিক জায়গায় জমি কিনেছে । ভারতীয় ব্যাঙ্কে রয়েছে তার অ্যাকাউন্টও । ধৃতকে আজ সাতদিনের পুলিশ হেফাজতে চেয়ে বারাসত আদালতে পাঠিয়েছে হাবরা থানার পুলিশ ।
বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বলেন, ‘‘ঘটনাটির তদন্ত শুরু হয়েছে । ধৃত ব্যাক্তি এদেশে এসে কীভাবে জাল পরিচয়পত্র বানালেন, তা খতিয়ে দেখা হচ্ছে । তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা সম্ভব নয় ।’’