কলকাতা, 15 ফেব্রুয়ারি: কলকাতার বুকে শুরু হতে চলেছে দ্বিতীয় বার্ষিক 'ফরাসি চলচ্চিত্র উৎসব'। 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব । সব মিলিয়ে 80টি ছবি দেখানো হবে 'ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা'য় । যার মধ্যে রয়েছে একগুচ্ছ বাংলা সিনেমাও ।
কান ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, এমন কয়েকটি ভারতীয় ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে ৷ 'ইন্ডিয়া অ্যাট কানস' বিভাগে থাকছে ওই ছবি । এই বিভাগেই বাংলা ছবির মধ্যে রয়েছে পরিচালক মৃণাল সেনের 'খারিজ', সত্যজিৎ রায়ের 'ঘরে বাইরে', গৌতম ঘোষের 'আবার অরণ্যে' । এ ছাড়াও এই বিভাগে দেখানো হবে কনস্ট্যান্টিন বোজানভ পরিচালিত 'দ্য শেমলেস', গৌতম ঘোষের 'রাহাগির', শ্যাম বেনেগালের 'মন্থন', সুধীর মিশ্রর 'হাজারো খোয়ায়িশ অ্যায়সি' ছবিগুলি ।
ফরাসি চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা পর্বে হাজির ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ফরাসি চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা প্রীতিময় চক্রবর্তী, অ্যালিয়েন্স ফ্রান্সেইস ডু বেঙ্গলির ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো-সহ বহু বিশিষ্টজন । ফরাসি ছবির তালিকায় রয়েছে 'ওয়াইল্ডারনেস থেরাপি', 'হোমকামিং', 'সুগার অ্যান্ড স্টারস', 'উইন্টার বয়', 'গ্রিন টাইড'-এর মতো একগুচ্ছ জনপ্রিয় সিনেমা ।
ফরাসি চলচ্চিত্র উৎসব নিয়ে পরিচালক গৌতম ঘোষ বলেন, "প্রথমবার সাফল্যের পর এবারেও এই ফেস্টিভ্যাল সাফল্য পাবে আশা রাখি । বাংলা সিনেমা, হিন্দি সিনেমাও রয়েছে । আমার দুটো ছবি 'রাহাগির' এবং 'আবার অরণ্যে' দেখানো হবে ।"
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর কথায়, "ফরাসি চলচ্চিত্র উৎসবের সঙ্গে বাংলার একটা মেলবন্ধন ঘটতে চলেছে । সেটা ক্রমশ প্রকাশ্য । কলকাতার বুকে এটা দ্বিতীয় বার্ষিক ফরাসি চলচ্চিত্র উৎসব । প্রথমবার খুব সফল হয়েছে এই ফেস্টিভ্যাল । দ্বিতীয়বারেও অন্যথা হবে না বলে আশা রাখি ।"
![French film festival Kolkata](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/frenchfilmfestivalkolkata_14022025211434_1402f_1739547874_258.jpg)
অ্যালিয়েন্স ফ্রান্সেইস ডু বেঙ্গলির ডিরেক্টর তথা 'ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা'র ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো বলেন, "এবার ফরাসি চলচ্চিত্র উৎসবে 80টি ছবি দেখাবো । কোনও প্রতিযোগিতার বিভাগ নেই এবার । সবটাই উপহারস্বরূপ বলা যেতে পারে । বিভাগগুলির মধ্যে রয়েছে 'ফ্রেঞ্চ কন্টেম্পোরারি সিনেমা', 'রেট্রোস্পেকটিভ', 'ফ্রেঞ্চ ক্লাসিকস', 'ইন্ডিয়া অ্যাট কানস', 'ইয়ং অডিয়েন্স', 'কলিং অফ দ্য মাউন্টেনস' (ফোকাস ভুটান) । এবার ফরাসি চলচ্চিত্র উৎসবে স্পেশাল স্ক্রিনিং হবে অরণ্য সহায় পরিচালিত 'হিউম্যান ইন দ্য লুপ' ।"
কলকাতার দর্শকদের প্রশংসায় পঞ্চমুখ তিনি ৷ নিকোলাস ফ্যাসিনো বলেন, "কলকাতায় এই নিয়ে দ্বিতীয়বার এই ফেস্টিভ্যাল করতে চলেছে । এখানকার দর্শক ভীষণ ভালো । যাঁরা ছবি বানান এবং যাঁরা ছবি দেখেন উভয়কেই আমরা সম্মান জানাতে চাই । ফ্রান্স এবং ইন্ডিয়ার মধ্যে একটা মেলবন্ধন হতে চলেছে এবার ।"
আগামী 22 ফেব্রুয়ারি নন্দন 1-এ ফরাসি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে হাজির থাকবেন নাসিরুদ্দিন শাহ, গৌতম ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুক্মিণী মৈত্র, নাসিরুদ্দিন শাহ, অনসূয়া সেনগুপ্ত, প্রীতিময় চক্রবর্তী, ফেস্টিভ্যালের ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো, ডিডিয়ার তালপেইন (কনসুল জেনারেল অফ ফ্রান্স ইন কলকাতা', শান্তনু বসু (আইএএস তথা প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল) ।
![French film festival Kolkata](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/frenchfilmfestivalkolkata_14022025211434_1402f_1739547874_510.jpg)
সিনেমা বিষয়ক আলোচনাচক্র থাকবে ফরাসি চলচ্চিত্র উৎসবে । 23 ফেব্রুয়ারি শ্যাম বেনেগাল পরিচালিত 'মন্থন' দেখানো হবে । প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানাতে হাজির থাকবেন নাসিরুদ্দিন শাহ । 28 ফেব্রুয়ারি পালন করা হবে 'দ্য শর্ট ফিল্ম নাইট' । যেখানে 35টি স্বল্প সময়ের ফরাসি ছবি দেখানো হবে । রাত 9টা থেকে পরদিন সন্ধে সাড়ে 6টা পর্যন্ত চলবে এই 'দ্য শর্ট ফিল্ম নাইট' । 1 মার্চ শেষদিনের পর্বে হাজির থাকবেন নন্দিতা দাস, সুধীর মিশ্র, হুমা কুরেসি, ডেভিড ফোয়েনকিওন্স, ঋতুপর্ণা সেনগুপ্ত, মুকেশ ছাবড়া, অঞ্জন দত্ত, রিচা শর্মা, প্রীতিময় চক্রবর্তী-সহ আরও অনেকে ।