পশ্চিমবঙ্গ

west bengal

মেজাজ হারিয়ে 'স্লিপ অফ টাং' কাঞ্চনের, ক্ষমা চেয়ে কী লিখলেন স্ত্রী শ্রীময়ী - Kanchan Sreemoyee

By ETV Bharat Entertainment Team

Published : Sep 3, 2024, 1:25 PM IST

Sreemoyee on Kanchan: স্বামীর ভুলের জন্য ক্ষমা চাইলেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক ৷ কাঞ্চনের মেজাজ ঠিক ছিল না, তাই ভুল মন্তব্য, সাফাই শ্রীময়ীর ৷ ক্ষমা চাওয়াতেও রাজনীতি? প্রশ্ন তুললেন দেবলীনা ৷

Sreemoyee on Kanchan
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ মল্লিক (সোশাল মিডিয়া)

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডে সরকারি কর্মীদের উদ্দেশ্যে বেফাঁস মন্তব্য করে ফেলেন তৃণমূল নেতা-অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ সারাদিন কটাক্ষের শিকার হওয়ার পর ভিডিয়ো বার্তায় এসে ক্ষমাও চান কাঞ্চন ৷ এবার স্বামীর ভুলের ক্ষমা চাইলেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজও ৷ কেন বেফাঁস মন্তব্য কাঞ্চনের, উত্তর দিলেন শ্রীময়ী ৷

তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "অনেকে ফোন করে কাঞ্চনের বক্তব্য নিয়ে, মন্তব্য নিয়ে আমাকে প্রশ্ন করেছেন ৷ কাঞ্চন ডাক্তারদেরকে নিয়ে যে কথাটা বলেছে যে সরকারি বেতন বা বোনাসের কথা উল্লেখ করে সেটাতে আমি একদমই সহমত পোষণ করছি না ৷ এটা বলা হয়তো ওর ভুল হয়েছে ৷ এটা অন্যায় হয়েছে,তবে একটা কথা বলে রাখা উচিত প্রত্যেকটা মানুষের প্রত্যেকদিন হয়তো মেজাজ ঠিক থাকে না ৷"

এরপরও শ্রীময়ীও কাঞ্চনের বন্ধুর গল্পটা সকলের সঙ্গে শেয়ার করেন ৷ জানান, কীভাবে আইএমইউ-এ বনধের কারণে তাঁর বন্ধুর মা বিনা চিকিৎসায় মারা যান ৷ শ্রীময়ী লেখেন, "কাঞ্চনকে অনেকেই এই কদিনে সকালবেলা ও রাত্রিবেলাতেও ফোন করে হসপিটালে অ্যাডমিশনের জন্য বলেছে বিভিন্ন জেলা থেকে, হয়তো পরিস্থিতিটাই এরকম নিজের মাথা ঠিক রাখতে পারেনি এবং ভুলবশত হিট অফ দ্য মোমেন্ট বলে দিয়েছে ৷ কিন্তু এটা কোন কাউকে ছোট করার জন্য বা কাউকে সাপোর্ট করার জন্য, বা যাঁরা প্রতিবাদ করছেন, যাঁরা রাস্তায় নেমেছেন প্রতিবাদের জন্য তাঁদেরকে ছোট করার জন্য বা তাঁদেরকে ক্রিটিসাইজ করার জন্য বা কোন অন্যায়কে সাপোর্ট করার জন্য কথাগুলো বলেনি ৷"

তিনি আরও লেখেন, "কোনও চিকিৎসককে ছোট বা অপমান করার উদ্দেশ্যে কথাগুলো বলা হয়নি ৷ আমাদের সঙ্গে অনেক ডাক্তারের সুসম্পর্ক ৷ তাঁরাও এই ঘটনার জন্য আমাদেরকে ফোন করেছেন ৷ তাঁদেরও খারাপ লেগেছে ৷ এটাই স্বাভাবিক ৷ তাঁরা ভালবাসেন বলে হয়তো ফোন করে খবর নিয়েছেন ৷ এটাই বলব কয়েকদিন যাবত যে ঘটনার সম্মুখীন হতে হচ্ছে ব্যক্তিগত কাঞ্চনকে, যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটার পরিপ্রেক্ষিতেই হয়তো একটা ভাবনা-চিন্তা থেকে একটা দুঃখ, ক্ষোভ বেরিয়ে গিয়েছে ৷ ওর কথাগুলো ভেবে বলা উচিত ছিল ৷ স্লিপ অফ টাং (slip of tongue) হয়েছে তার জন্য ক্ষমাপ্রার্থী এবং কাঞ্চনের হয়ে আমিও ক্ষমা চাইছি। আবারও বলছি কেউ ভুল বুঝবেন না ৷

সোমবার রাতে কাঞ্চনও ঠিক একই কথা বলে ভিডিয়ো বার্তায় ক্ষমা চেয়েছেন ৷ তবে এই ক্ষমার মধ্যে রাজনীতির গন্ধ পেয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত ৷ তিনি মঙ্গলবার সোশাল মিডিয়ায় লেখেন, "ক্ষমা চাওয়ার মধ্যেও রাজনীতি !! একেবারে অচেনা হয়ে গেলি !"

ABOUT THE AUTHOR

...view details