কলকাতা, 25 জানুয়ারি: হঠাতই একে অপরকে সহ্য করতে পারছেন না ইন্ডাস্ট্রির দুজন নাম করা অভিনেতা-অভিনেত্রী। কিঞ্জল নন্দ এবং প্রিয়াঙ্কা সরকার একে অপরকে সাফ জানিয়ে দিয়েছেন 'ডু নট ডিস্টার্ব'।
আসলে আসছে নতুন বাংলা ছবি 'ডু নট ডিস্টার্ব'। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পেতে চলেছে এক নতুন জুটিকে। যে জুটির নাম কিঞ্জল নন্দ এবং প্রিয়াঙ্কা সরকার। প্রযোজক আদৃতা দে বলেন, "চলচ্চিত্র হল দর্শকের কাছে পৌঁছানোর জন্য একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। একজন প্রযোজক হিসেবে আমি সমাজের বেশ কিছু সমস্যাকে 'ডোন্ট ডিস্টার্ব'-এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কমেডির মাধ্যমে। সেই সমস্যাগুলির মধ্যে একটি হল বয়স্কদের একাকীত্ব, ভেঙে পড়া। তুচ্ছ অহংকার এবং মানসিক চাপের কারণে এই সবের সমাধান হয়তো আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমরা দেখতে পাই না। এই সব নিয়েই এই ছবি।"
ছবির গল্প
কুমার চৌধুরী পরিচালিত এই ছবির গল্পের দিকে তাকালে দেখা যায়, কৃষাণু (কিঞ্জল নন্দ) এবং ঝর্ণা (প্রিয়াঙ্কা সরকার) তাদের 10 বছরের বিবাহিত জীবন উদযাপন করতে গিয়েছে রাজ্যের বাইরের একটা রিসর্টে। সেখানে সবাই ওদের ভাবতে শুরু করে হ্যাপি কাপল, রোম্যান্টিক কাপল। কিন্তু পরে জানা যায় ওদের মধ্যে অসম্ভব কলহ। এমনকী ডিভোর্সের পথে হাঁটতে চলেছে দুজনেই।
শুধুমাত্র কোর্ট-এর বিচারকের পরামর্শে এবং ওদের মেয়ের দিকে তাকিয়ে সম্পর্কটাকে একটা শেষ সুযোগ দিতেই তাদের এই রিসর্টে আগমন। তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ায় ওরা কোথাও ঘুরতে যেতেও পারে না। একটা ঘরে দুজন দুজনের জন্য অসহ্য হয়ে ওঠে। ঠিক ওই সময় সমীরণ গুপ্ত (চন্দন সেন) পাশের ঘর থেকে এসে বলে এই ঝামেলা থামাতে কারণ তার সুইসাইড করতে অসুবিধা হচ্ছে।
এরপর কী করবে ওই দম্পতি? জানতে হলে দেখতে হবে ইতি তোমার সিনেমাওয়ালা নিবেদিত অন্য ধাঁচের বাংলা সিনেমা 'ডু নট ডিস্টার্ব'। খুব শীঘ্রই এই ছবি মুক্তি পাবে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। প্রিয়াঙ্কা সরকার, কিঞ্জল নন্দ ছাড়াও এই ছবিতে অভিনয়ে রয়েছেন চন্দন সেন, দেবপ্রতীম দাশগুপ্ত, দুলাল সরকার, স্বাতী মুখোপাধ্যায়, লগ্নজিতা দাস প্রমুখ। কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সুপ্রিয় ভৌমিক। গান গেয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়, দুর্নিবার সাহা।