ETV Bharat / state

পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার 20 লক্ষ টাকার ভেজাল ঘি ! - NADIA ADULTERATED GHEE CONTROVERSY

পুলিশি অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে 2 হাজার 500 কেজি ভেজাল ঘি ৷ বাজেয়াপ্ত করা হয়েছে ঘি তৈরির সরঞ্জামও।

ADULTERATED GHEE
20 লক্ষ টাকার ভেজাল ঘি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2025, 5:44 PM IST

শান্তিপুর, 26 জানুয়ারি: ভেজাল ঘি তৈরির বিরুদ্ধে বিশেষ অভিযান পুলিশের ৷ আর সেই অভিয়ানেই উদ্ধার হয়েছে 20 লক্ষ টাকার ভেজাল ঘি ৷ ঘটনায় গ্রেফতার তিন ব্যবসায়ী ৷

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল নদিয়া পুলিশ জেলা। বিশেষ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে 2 হাজার 500 কেজি ভেজাল ঘি ৷ একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ঘি তৈরির সরঞ্জামও। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বুইচা ঘোষ পাড়ার ঘটনা। বাজার-সহ বিভিন্ন জায়গায় ভেজাল ঘি ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে পুলিশ প্রশাসনের। সূত্রের খবর, শনিবার রাতে একটি বিশেষ টিম গঠন করে ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকার তিনজন ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ ৷ এরপর প্রত্যেক কারখানায় গিয়ে ভেজাল ঘিয়ের বহর দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের।

20 লক্ষ টাকার ভেজাল ঘি (ইটিভি ভারত)

সঙ্গে সঙ্গেই কড়া ব্যবস্থা নিতে দেখা গেল পুলিশকে। ঘি কারখানায় হানা দিয়ে 2500 কেজি ভেজাল ঘি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর ৷ এছাড়াও 500 কেজি ঘি তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, ইতিমধ্যে তিনজন ঘি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অরবিন্দ ঘোষ, বিশ্বনাথ ঘোষ ও গণেশ ঘোষ নামে তিন ব্যক্তির নাম উঠে আসে।

রবিবার ভেজাল ঘি প্রসঙ্গে শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠকও করে জেলা পুলিশ। আর সেখানেই মানুষকে সচেতন করেন নদীয়ার রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার। তাঁর দাবি, যেভাবে ভেজাল ঘি বাজার-সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তা খুবই উদ্বেগের। পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিলেও সচেতন হচ্ছেন না ব্যবসায়ীরা। তবে আগামিদিনে ব্যবসায়ীরা যদি সতর্ক না হন তাহলে এই অভিযান লাগাতার চলতে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শান্তিপুর, 26 জানুয়ারি: ভেজাল ঘি তৈরির বিরুদ্ধে বিশেষ অভিযান পুলিশের ৷ আর সেই অভিয়ানেই উদ্ধার হয়েছে 20 লক্ষ টাকার ভেজাল ঘি ৷ ঘটনায় গ্রেফতার তিন ব্যবসায়ী ৷

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল নদিয়া পুলিশ জেলা। বিশেষ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে 2 হাজার 500 কেজি ভেজাল ঘি ৷ একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ঘি তৈরির সরঞ্জামও। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বুইচা ঘোষ পাড়ার ঘটনা। বাজার-সহ বিভিন্ন জায়গায় ভেজাল ঘি ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে পুলিশ প্রশাসনের। সূত্রের খবর, শনিবার রাতে একটি বিশেষ টিম গঠন করে ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকার তিনজন ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ ৷ এরপর প্রত্যেক কারখানায় গিয়ে ভেজাল ঘিয়ের বহর দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের।

20 লক্ষ টাকার ভেজাল ঘি (ইটিভি ভারত)

সঙ্গে সঙ্গেই কড়া ব্যবস্থা নিতে দেখা গেল পুলিশকে। ঘি কারখানায় হানা দিয়ে 2500 কেজি ভেজাল ঘি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর ৷ এছাড়াও 500 কেজি ঘি তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, ইতিমধ্যে তিনজন ঘি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অরবিন্দ ঘোষ, বিশ্বনাথ ঘোষ ও গণেশ ঘোষ নামে তিন ব্যক্তির নাম উঠে আসে।

রবিবার ভেজাল ঘি প্রসঙ্গে শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠকও করে জেলা পুলিশ। আর সেখানেই মানুষকে সচেতন করেন নদীয়ার রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার। তাঁর দাবি, যেভাবে ভেজাল ঘি বাজার-সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তা খুবই উদ্বেগের। পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিলেও সচেতন হচ্ছেন না ব্যবসায়ীরা। তবে আগামিদিনে ব্যবসায়ীরা যদি সতর্ক না হন তাহলে এই অভিযান লাগাতার চলতে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.