ETV Bharat / state

শিয়ালদা-হাসনাবাদ শাখায় লোকাল ট্রেনে আগুনের আতঙ্ক, যাত্রীদের মধ্যে হুলস্থুল - FIRE IN LOCAL TRAIN

বেলিয়াঘাটা স্টেশন ছাড়তেই দুই বগির মাঝে আগুনের ফুলকি দেখা যায় ৷ সণ্ডালিয়া স্টেশনের ট্রেন থামতেই যাত্রীরা হুড়মুড়িয়ে নেমে পড়েন ৷

FIRE IN LOCAL TRAIN
সপ্তাহের প্রথম দিনে শিয়ালদা-হাসনাবাদ শাখায় ডাউন মাঝেরহাট লোকালে আগুন আতঙ্ক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2025, 12:48 PM IST

Updated : Jan 27, 2025, 1:56 PM IST

বারাসত, 27 জানুয়ারি: সপ্তাহের প্রথম দিনেই লোকাল ট্রেনে বিপত্তি ৷ হাসনাবাদ থেকে মাঝেরহাটগামী ট্রেনে আগুন আতঙ্ক ৷ জানা গিয়েছে, ট্রেন বেলিয়াঘাটা স্টেশন ছাড়তেই দুই বগির মাঝে আগুনের ফুলকি দেখা যায় ৷ কিছুক্ষণের মধ্যেই দু’টি বগিতে ধোঁয়ায় ভরে যায় ৷ ট্রেন সণ্ডালিয়া স্টেশনে পৌঁছতেই যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে যান ৷ এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হয় শিয়ালদা-হাসনাবাদ শাখা ৷

রেল সূত্রে খবর, প্রথম বগি ও তারপরে মহিলা কামরার মাঝখানে এই আগুন দেখা যায় ৷ যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ ট্রেনটি সণ্ডালিয়া স্টেশনে পৌঁছতেই হুড়মুড়িয়ে লোকজন ট্রেন থেকে নেমে যান ৷ মহিলা কামরায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ তবে, কেউ আহত হননি বলেই জানা গিয়েছে ৷

শিয়ালদা-হাসনাবাদ শাখায় লোকাল ট্রেনে আগুনের আতঙ্ক ৷ (ইটিভি ভারত)

এই ঘটনার জেরে আধঘণ্টারও বেশি সময় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল ৷ রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে কী সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখেন ৷ তারপর ট্রেনটি আবারও গন্তব্যের দিকে রওনা দেয় ৷ হাসনাবাদ-মাঝেরহাট লোকালের চালকের বক্তব্য, প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনও যান্ত্রিক গোলযোগের কারণেই দু’টি বগির মাঝে আগুনের ফুলকি দেখা যায় ৷ তার জেরেই ধোঁয়া বের হয়েছে ৷ তবে, অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা ৷

মহিলা কামরায় সফরকারী আরিফা বিবি বলেন, "হঠাৎ করে দেখি চারদিকে ধোঁয়া ভরে গিয়েছে ৷ দরজা দিয়ে উঁকি দিতে দেখি দু’টো বগির মাঝখান থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে ৷ সবাই ভয়ে পেয়ে গিয়েছিলাম ৷ তারপর স্টেশনে ট্রেন থামতেই সাবই তাড়াতাড়ি করে নেমে পড়ি ৷ আমরা আর ওই ট্রেনে যাইনি ৷ আধঘণ্টারও বেশি সময় ট্রেন দাঁড়িয়ে ছিল ৷"

আরেক যাত্রী অমল দাস বলেন, "ট্রেনে আগুন লেগেছে শুনে নেমে পড়ি ৷ লেডিজ বগিতে আমার পরিবার ছিল ৷ তাঁদের খুঁজে পাচ্ছিলাম না ৷ তারপর খুঁজে পেয়েছি ৷ অনেকেই ওই ট্রেনে ওঠেনি ৷ পরের ট্রেনের জন্য অপেক্ষা করছি ৷" তবে, ঠিক কী কারণে ট্রেনে দুই বগির মাঝে আগুনের ফুলকি বেরোচ্ছিল, তা নির্দিষ্টভাবে রেলের তরফে কিছু বলা হয়নি ৷ তবে পূর্ব রেলের তরফে আধিকারিকরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷

বারাসত, 27 জানুয়ারি: সপ্তাহের প্রথম দিনেই লোকাল ট্রেনে বিপত্তি ৷ হাসনাবাদ থেকে মাঝেরহাটগামী ট্রেনে আগুন আতঙ্ক ৷ জানা গিয়েছে, ট্রেন বেলিয়াঘাটা স্টেশন ছাড়তেই দুই বগির মাঝে আগুনের ফুলকি দেখা যায় ৷ কিছুক্ষণের মধ্যেই দু’টি বগিতে ধোঁয়ায় ভরে যায় ৷ ট্রেন সণ্ডালিয়া স্টেশনে পৌঁছতেই যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে যান ৷ এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হয় শিয়ালদা-হাসনাবাদ শাখা ৷

রেল সূত্রে খবর, প্রথম বগি ও তারপরে মহিলা কামরার মাঝখানে এই আগুন দেখা যায় ৷ যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ ট্রেনটি সণ্ডালিয়া স্টেশনে পৌঁছতেই হুড়মুড়িয়ে লোকজন ট্রেন থেকে নেমে যান ৷ মহিলা কামরায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ তবে, কেউ আহত হননি বলেই জানা গিয়েছে ৷

শিয়ালদা-হাসনাবাদ শাখায় লোকাল ট্রেনে আগুনের আতঙ্ক ৷ (ইটিভি ভারত)

এই ঘটনার জেরে আধঘণ্টারও বেশি সময় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল ৷ রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে কী সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখেন ৷ তারপর ট্রেনটি আবারও গন্তব্যের দিকে রওনা দেয় ৷ হাসনাবাদ-মাঝেরহাট লোকালের চালকের বক্তব্য, প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনও যান্ত্রিক গোলযোগের কারণেই দু’টি বগির মাঝে আগুনের ফুলকি দেখা যায় ৷ তার জেরেই ধোঁয়া বের হয়েছে ৷ তবে, অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা ৷

মহিলা কামরায় সফরকারী আরিফা বিবি বলেন, "হঠাৎ করে দেখি চারদিকে ধোঁয়া ভরে গিয়েছে ৷ দরজা দিয়ে উঁকি দিতে দেখি দু’টো বগির মাঝখান থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে ৷ সবাই ভয়ে পেয়ে গিয়েছিলাম ৷ তারপর স্টেশনে ট্রেন থামতেই সাবই তাড়াতাড়ি করে নেমে পড়ি ৷ আমরা আর ওই ট্রেনে যাইনি ৷ আধঘণ্টারও বেশি সময় ট্রেন দাঁড়িয়ে ছিল ৷"

আরেক যাত্রী অমল দাস বলেন, "ট্রেনে আগুন লেগেছে শুনে নেমে পড়ি ৷ লেডিজ বগিতে আমার পরিবার ছিল ৷ তাঁদের খুঁজে পাচ্ছিলাম না ৷ তারপর খুঁজে পেয়েছি ৷ অনেকেই ওই ট্রেনে ওঠেনি ৷ পরের ট্রেনের জন্য অপেক্ষা করছি ৷" তবে, ঠিক কী কারণে ট্রেনে দুই বগির মাঝে আগুনের ফুলকি বেরোচ্ছিল, তা নির্দিষ্টভাবে রেলের তরফে কিছু বলা হয়নি ৷ তবে পূর্ব রেলের তরফে আধিকারিকরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Jan 27, 2025, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.