হায়দরাবাদ, 27 জানুয়ারি: শেষ বছরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ তার আগের বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে ৷ অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার (AMFI) দেওয়া তথ্য থেকে এমনটাই জানা গিয়েছে ৷ 2024 সালে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে প্রায় 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। এই বিনিয়োগের পরিমাণ 2023 সালের 1.61 লক্ষ কোটি টাকার বিনিয়োগের তুলনায় দ্বিগুণেরও বেশি ৷ এই তথ্য অনুযায়ী, ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের আস্থা ক্রমশ দৃঢ় হচ্ছে।
অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার (AMFI) দেওয়া এই তথ্যই প্রমাণ, বিনিয়োগকারীরা এখন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের (SIP) মাধ্যমে দীর্ঘমেয়াদী বিনিয়োগকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কিন্তু, তা সত্ত্বেও, 2025 সালে অত্যন্ত সতর্ক ভাবে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। এর কারণ গত কয়েক মাস ধরে ভারতীয় শেয়ারবাজারে লাগাতার পতন বা অস্থিরতা।
জার্মিনেট ইনভেস্টর সার্ভিসেস-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও সন্তোষ জোসেফ বলেছেন, "মিউচুয়াল ফান্ড ক্ষেত্র 2024 সালের ডিসেম্বরের শুরু থেকে ইক্যুইটি ফান্ড প্রবাহে মন্দা দেখতে শুরু করেছে। শেয়ারবাজারে ক্রমবর্ধমান অস্থিরতার কারণে এমনটি হচ্ছে। এই পরিস্থিতিতে, 2025 সালে নতুন তহবিল সরবরাহ (ফান্ড ফ্লো) এবং ইক্যুইটি তহবিল সংগ্রহে গতি মন্থর হতে পারে। কিন্তু, এই পরিস্থিতিতেও বিনিয়োগ ধরে রাখতে হবে বা চালিয়ে যেতে হবে যাতে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে এলে ইক্যুইটি বাজারের সম্পদ সৃষ্টির সম্ভাবনা থেকে বিনিয়োগকারীরা উপকৃত হবেন ৷"
AMFI-এর তথ্য অনুসারে, 2024 সালে ইক্যুইটি এবং সম্পর্কিত তহবিলের মোট প্রবাহ ছিল 3 লক্ষ 94 হাজার কোটি টাকা যা 2023 সালে ছিল 1 লক্ষ 61 হাজার কোটি টাকা। মিউচুয়াল ফান্ড ক্ষেত্রের সম্পদ 2023 সালের 21 লক্ষ 80 হাজার কোটি টাকা থেকে 40 শতাংশ বেড়ে 2024 সালের ডিসেম্বরে 30 লক্ষ 57 হাজার কোটি টাকা হয়েছে। তাই শেয়ারবাজারের অস্থিরতার মধ্যে বিনিয়োগ ধরে রেখে বাজারের স্থিতিশীলতা বাড়তি মুনাফা অর্জনের লক্ষ্যে ধৈর্য ধরাই বুদ্ধিমানের কাজ বলে মত মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বিশেষজ্ঞদের ৷