কচ্ছ, 26 জানুয়ারি: কচ্ছ সীমান্ত থেকে পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফ। পরে স্থানীয় থানা তাকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে অবশ্য তার কাছ থেকে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলেই খবর ৷ তার সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে। ঠিক কেন সে ভারতে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছিল সেই খোঁজ শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত রবিবার ভোরে। গুজরাতের কচ্ছ সীমান্তের কাঁটাতারের কাছে সন্দেহজনক কার্যকলাপ টের পেয়ে বিএসএফের জওয়ানরা আশেপাশের এলাকায় তল্লাশি চালান ৷ সেই তল্লাশিতেই পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাদিন জেলার বাসিন্দা এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে এও বলা হয়েছে, "সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে বিশেষ অভিযানও শুরু করেছে ৷" তার জেরেই এই ব্যক্তি ধরা পড়েছে।
মাছ ধরার আড়ালে কচ্ছের সমুদ্র সীমান্ত থেকে মাদক পাচার-সহ অন্য বেআইনি কার্যকলাপ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এরপর ওই পাকিস্তানি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও বিএসএফ-এর তরফে জানানো হয়েছে। বিএসএফের পাশাপাশি ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলিও এই ধরনের ঘৃণ্য কার্যকলাপ প্রতিহত করার জন্য ক্রমাগত তৎপর হয়েছে বিগত কয়েকদিনে। এর ফলে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে। বিএসএফের তরফে এই এলাকায় নিবিড় টহল চলছে। পাল্লা দিয়ে বেড়েছে নজরদারি।
এই প্রথম নয়, এর আগেও সাম্প্রতিক অতীতে কচ্ছের আন্তর্জাতিক সীমান্ত ব্য়বহার করে অনুপ্রবেশের ঘটনা ঘটে। সপ্তাহ দুয়েক আগেও সীমান্ত দিয়ে এভাবেই ভারতে প্রবেশের চেষ্টার সময় বিএসএফের হাতে গ্রেফতার হয় এক পাকিস্তানি নাগরিক। ফের একইভাবে গ্রেফতার হল আরও এক পাকিস্তানি নাগরিক। পরপর এই ঘটনা যে ভারতের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাতে কোনও সন্দেহ নেই।