ETV Bharat / bharat

দেশে প্রথম, উত্তরাখণ্ডে কার্যকর 'অভিন্ন দেওয়ানি বিধি' - UCC IN UTTARAKHAND

উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য রাজ্যবাসীর কাছে পরামর্শ নেওয়া হয় ৷ হোয়াটসঅ্যাপ, ইমেলের মাধ্যমে প্রায় 29 লক্ষ এসএমএস পেয়েছে ইউসিসি কমিটি ৷

UCC IN UTTARAKHAND
উত্তরাখণ্ডে কার্যকর হল 'অভিন্ন দেওয়ানি বিধি' (মুখ্য়মন্ত্রী ধামির এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2025, 1:43 PM IST

দেরাদুন, 27 জানুয়ারি: দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে কার্যকর হল 'অভিন্ন দেওয়ানি বিধি' (Uniform Civil Code) ৷ পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সোমবার দুপুরে ইউসিসি (ইউনিফর্ম সিভিল কোড) পোর্টালের উদ্বোধন করলেন সে রাজ্যের মুখ্য়মন্ত্রী পুস্কর সিং ধামি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগেই দেশের প্রথম রাজ্য হিসেবে 'অভিন্ন দেওয়ানি বিধি' চালু করার করার সিদ্ধান্ত নেয় উত্তরাখণ্ডের ধামি সরকার ৷ প্রায় দু'বছরের প্রচেষ্টার পর 27 জানুয়ারি কার্যকর হল অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ৷

রাজ্যে 'অভিন্ন দেওয়ানি বিধি' যে 2025 সালের শুরুতেই কার্ষকর হতে চলেছে, তা গত মাসেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ধামি ৷ চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হওয়ার পরই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত হল উত্তরাখণ্ডে। সব ধর্মের মানুষের জন্য জমি, সম্পত্তি, উত্তরাধিকার, বিয়ে এবং বিবাহবিচ্ছেদ সংক্রান্ত এক এবং অভিন্ন আইন প্রচলনের কথা বলা হয়েছে এই অভিন্ন দেওয়ানি বিধিতে (Uniform Civil Code)।

UCC IN UTTARAKHAND
'অভিন্ন দেওয়ানি বিধি' (ইটিভি ভারত)

এদিন, উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রীর বাসভবনে ইউসিসি পোর্টালের উদ্বোধনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে ইউসিসি পোর্টাল ও নিয়মাবলীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ধামি ৷ এই অনুষ্ঠানের পরই উত্তরাখণ্ডে কার্যকর হয়ে গেল ইউনিফর্ম সিভিল কোড ৷ সুতরাং, এবার থেকে সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত এক ও অভিন্ন আইন কার্যকর হল সে রাজ্যে ৷ পাশাপাশি, এবার থেকে কোনও যুগল 'লিভ-ইন' করতে চাইলে বাধ্যতামূলকভাবে পুলিশ বা জেলা আধিকারিকের অনুমতি নিতে হবে ৷

পোর্টাল উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ঘোষণা করেন, "27 জানুয়ারি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির দিন হিসেবে পালিত হবে ৷" অন্যদিকে, ইউসিসি কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মুখ্যসচিব শত্রুঘ্ন সিং বলেন, "বিধিটি কার্যকর করার জন্য বহু গবেষণা করা হয়েছে ৷ কমিটির 3 জন সদস্য রাজ্যের প্রতিটি জেলা ঘুরে দেখেন ৷ এরপর আইন কমিশনের রিপোর্ট-সহ বাকি রিপোর্ট পড়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে, চূড়ান্তে সিদ্ধান্তে পৌঁছনর আগে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরও মতামত নেওয়া হয়েছে ৷"

গত 2022 সালে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে জানান মুখ্য়মন্ত্রী পুস্কর সিং ধামি ৷ ভোটের জেতার পর প্রতিশ্রুতি মতো 27 মে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় । বিধি কার্যকরের জন্য আইনি প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি গঠন করা হয় ৷

প্রায় 2 বছর পর 2 ফেব্রুয়ারি, 2024 সালে সেই কমিটি সরকারের কাছে রিপোর্ট জমা দেয় । তার ভিত্তিতেই তৈরি হয় বিলের খসড়া ৷ এরপর 2024 সালের 8 মার্চ বিলটি বিধানসভায় পাস হয় ৷ তারপর এটি রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয় । রাষ্ট্রপতির অনুমোদনের পর গত 13 মার্চ বিজ্ঞপ্তিতে উত্তরাখণ্ডে জমি-সম্পত্তি উত্তরাধিকার, বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং লিভ-ইন সম্পর্কের আইনি বদল কার্যকর করার সিদ্ধান্ত ঘোষণা করে উত্তরাখণ্ড সরকার ৷

পড়ুন: লোকসভা ভোটের পরই অসমে অভিন্ন দেওয়ানি বিধি, ইঙ্গিত হিমন্ত বিশ্ব শর্মার

দেরাদুন, 27 জানুয়ারি: দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে কার্যকর হল 'অভিন্ন দেওয়ানি বিধি' (Uniform Civil Code) ৷ পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সোমবার দুপুরে ইউসিসি (ইউনিফর্ম সিভিল কোড) পোর্টালের উদ্বোধন করলেন সে রাজ্যের মুখ্য়মন্ত্রী পুস্কর সিং ধামি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগেই দেশের প্রথম রাজ্য হিসেবে 'অভিন্ন দেওয়ানি বিধি' চালু করার করার সিদ্ধান্ত নেয় উত্তরাখণ্ডের ধামি সরকার ৷ প্রায় দু'বছরের প্রচেষ্টার পর 27 জানুয়ারি কার্যকর হল অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ৷

রাজ্যে 'অভিন্ন দেওয়ানি বিধি' যে 2025 সালের শুরুতেই কার্ষকর হতে চলেছে, তা গত মাসেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ধামি ৷ চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হওয়ার পরই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত হল উত্তরাখণ্ডে। সব ধর্মের মানুষের জন্য জমি, সম্পত্তি, উত্তরাধিকার, বিয়ে এবং বিবাহবিচ্ছেদ সংক্রান্ত এক এবং অভিন্ন আইন প্রচলনের কথা বলা হয়েছে এই অভিন্ন দেওয়ানি বিধিতে (Uniform Civil Code)।

UCC IN UTTARAKHAND
'অভিন্ন দেওয়ানি বিধি' (ইটিভি ভারত)

এদিন, উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রীর বাসভবনে ইউসিসি পোর্টালের উদ্বোধনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে ইউসিসি পোর্টাল ও নিয়মাবলীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ধামি ৷ এই অনুষ্ঠানের পরই উত্তরাখণ্ডে কার্যকর হয়ে গেল ইউনিফর্ম সিভিল কোড ৷ সুতরাং, এবার থেকে সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত এক ও অভিন্ন আইন কার্যকর হল সে রাজ্যে ৷ পাশাপাশি, এবার থেকে কোনও যুগল 'লিভ-ইন' করতে চাইলে বাধ্যতামূলকভাবে পুলিশ বা জেলা আধিকারিকের অনুমতি নিতে হবে ৷

পোর্টাল উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ঘোষণা করেন, "27 জানুয়ারি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির দিন হিসেবে পালিত হবে ৷" অন্যদিকে, ইউসিসি কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মুখ্যসচিব শত্রুঘ্ন সিং বলেন, "বিধিটি কার্যকর করার জন্য বহু গবেষণা করা হয়েছে ৷ কমিটির 3 জন সদস্য রাজ্যের প্রতিটি জেলা ঘুরে দেখেন ৷ এরপর আইন কমিশনের রিপোর্ট-সহ বাকি রিপোর্ট পড়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে, চূড়ান্তে সিদ্ধান্তে পৌঁছনর আগে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরও মতামত নেওয়া হয়েছে ৷"

গত 2022 সালে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে জানান মুখ্য়মন্ত্রী পুস্কর সিং ধামি ৷ ভোটের জেতার পর প্রতিশ্রুতি মতো 27 মে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় । বিধি কার্যকরের জন্য আইনি প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি গঠন করা হয় ৷

প্রায় 2 বছর পর 2 ফেব্রুয়ারি, 2024 সালে সেই কমিটি সরকারের কাছে রিপোর্ট জমা দেয় । তার ভিত্তিতেই তৈরি হয় বিলের খসড়া ৷ এরপর 2024 সালের 8 মার্চ বিলটি বিধানসভায় পাস হয় ৷ তারপর এটি রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয় । রাষ্ট্রপতির অনুমোদনের পর গত 13 মার্চ বিজ্ঞপ্তিতে উত্তরাখণ্ডে জমি-সম্পত্তি উত্তরাধিকার, বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং লিভ-ইন সম্পর্কের আইনি বদল কার্যকর করার সিদ্ধান্ত ঘোষণা করে উত্তরাখণ্ড সরকার ৷

পড়ুন: লোকসভা ভোটের পরই অসমে অভিন্ন দেওয়ানি বিধি, ইঙ্গিত হিমন্ত বিশ্ব শর্মার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.