ETV Bharat / entertainment

'সংস্কৃতি মন্ত্রী ঘুমোচ্ছেন ?' মমতাকে তোপ রুদ্রনীলের - RUDRANIL GHOSH ON MAMATA BANERJEE

টলিউডে অচলাবস্থা ৷ সংস্কৃতি মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব রুদ্রনীল ঘোষ ৷ ক্ষোভপ্রকাশ সোশাল মিডিয়ায় ৷

Etv Bharat
মমতাকে তোপ রুদ্রনীলের (ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 5, 2025, 4:39 PM IST

Updated : Feb 5, 2025, 4:55 PM IST

হায়দরাবাদ, 5 ফেব্রুয়ারি: বেশিদিন স্থায়ী হল না টলিউডের শান্তি ৷ ফের একবার ফেডারেশন-পরিচালক সম্মুখ সমরে ৷ টলিউড কে তুলে দিতে চান ? সোশাল মিডিয়ায় সরব অভিনেতা রুদ্রনীল ঘোষ ৷ সংস্কৃতি মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব রুদ্রনীল ৷ খোঁচা কি ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবকেও ?

গত কয়েকদিন ধরেই ফের অচল টলিপাড়া ৷ বন্ধ বেশ কিছু সিনেমা-সিরিয়ালের শুটিং ৷ মিটিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার পথে ডিরেক্টরর্স গিল্ডের সদস্যরা ৷ এর মধ্যে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ৷ এদিন তিনি দেবের গত বছরের 30 জুলাইয়ের একটি পোস্ট শেয়ার করেন ৷ যেখানে পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের সমস্যার সমাধানে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷

সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও ৷ আর ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়ায় অরূপের ভাই স্বরূপ বিশ্বাসের দিকেই একাধিক অভিযোগ উঠেছে ৷ স্বৈরাচারিতা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ সেই ছবি শেয়ার করে রুদ্রনীল লেখেন, "মুখ্যমন্ত্রী/সংস্কৃতিমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুমোচ্ছেন ? টলিউডকে তুলে দিতে চান ? একের পর শুটিং বন্ধ হচ্ছে । কারণ নাকি অজানা । ফেডারেশন চুপ। স্বৈরাচার আর অন্যায়ের প্রতিবাদ করলেই, সঠিক কথা বললেই কি কাজ কেড়ে নেওয়া হবে সর্বত্র ? নিরীহ টেকনিশিয়ান ভাইদের ঘুঁটি বানিয়ে তাদের কাঁধে ইগোর বন্দুক রেখে চালিয়ে যাবে আপনার ন্যাতারা ? বাঁচতে পারবেন তো সবার চোখের জলের অভিশাপ থেকে ?"

অভিনেতা আরও লেখেন, "আপনি নাকি আবার শিল্পী ? কবিতা লেখেন ছবি আঁকেন গান করেন !! পরিচালক অভিনেতা -অভিনেত্রীদের পাশে দাঁড় করিয়ে হাসিমুখে ছবি তুলে পোস্ট করেন নিজেকে সংস্কৃতি-প্রেমীর বিজ্ঞাপন দিতে ! সেগুলো আপনার অভিনয় তো ? নাগাড়ে বারবার এত কিছু ঘটার পরেও আপনি চুপ ? জুলাই ২৪ শে, "আর কোনমতেই শুটিং বন্ধ না হবে না" - বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন । নাকি ওটা ভাঁওতা ছিল ম্যাডাম?

অভিনেতা এরপর লেখেন, "মনে রাখবেন, আপনার রাজনীতি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির বা শিল্পের জন্ম দেয়নি।। যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজনীতির জন্য ব্যবহার করে ভোট কুড়োচ্ছেন, সেই ইন্ডাস্ট্রির পেটে লাথি মারলে বা অসম্মান করলে এর পর কেউ থাকবে আপনার পাশে? ভেবে দেখবেন। দয়া করে দ্রুত মেটান এসব। নয় সংস্কৃতি মন্ত্রীর চেয়ার থেকে পদত্যাগ করুন।"

পাশাপাশি, এদিন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়েরও একটি পোস্টও শেয়ার করেন রুদ্রনীল ৷ যেখানে শুটিং বন্ধ ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন পরিচালক জয়দীপ ৷

হায়দরাবাদ, 5 ফেব্রুয়ারি: বেশিদিন স্থায়ী হল না টলিউডের শান্তি ৷ ফের একবার ফেডারেশন-পরিচালক সম্মুখ সমরে ৷ টলিউড কে তুলে দিতে চান ? সোশাল মিডিয়ায় সরব অভিনেতা রুদ্রনীল ঘোষ ৷ সংস্কৃতি মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব রুদ্রনীল ৷ খোঁচা কি ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবকেও ?

গত কয়েকদিন ধরেই ফের অচল টলিপাড়া ৷ বন্ধ বেশ কিছু সিনেমা-সিরিয়ালের শুটিং ৷ মিটিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার পথে ডিরেক্টরর্স গিল্ডের সদস্যরা ৷ এর মধ্যে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ৷ এদিন তিনি দেবের গত বছরের 30 জুলাইয়ের একটি পোস্ট শেয়ার করেন ৷ যেখানে পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের সমস্যার সমাধানে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷

সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও ৷ আর ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়ায় অরূপের ভাই স্বরূপ বিশ্বাসের দিকেই একাধিক অভিযোগ উঠেছে ৷ স্বৈরাচারিতা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ সেই ছবি শেয়ার করে রুদ্রনীল লেখেন, "মুখ্যমন্ত্রী/সংস্কৃতিমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুমোচ্ছেন ? টলিউডকে তুলে দিতে চান ? একের পর শুটিং বন্ধ হচ্ছে । কারণ নাকি অজানা । ফেডারেশন চুপ। স্বৈরাচার আর অন্যায়ের প্রতিবাদ করলেই, সঠিক কথা বললেই কি কাজ কেড়ে নেওয়া হবে সর্বত্র ? নিরীহ টেকনিশিয়ান ভাইদের ঘুঁটি বানিয়ে তাদের কাঁধে ইগোর বন্দুক রেখে চালিয়ে যাবে আপনার ন্যাতারা ? বাঁচতে পারবেন তো সবার চোখের জলের অভিশাপ থেকে ?"

অভিনেতা আরও লেখেন, "আপনি নাকি আবার শিল্পী ? কবিতা লেখেন ছবি আঁকেন গান করেন !! পরিচালক অভিনেতা -অভিনেত্রীদের পাশে দাঁড় করিয়ে হাসিমুখে ছবি তুলে পোস্ট করেন নিজেকে সংস্কৃতি-প্রেমীর বিজ্ঞাপন দিতে ! সেগুলো আপনার অভিনয় তো ? নাগাড়ে বারবার এত কিছু ঘটার পরেও আপনি চুপ ? জুলাই ২৪ শে, "আর কোনমতেই শুটিং বন্ধ না হবে না" - বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন । নাকি ওটা ভাঁওতা ছিল ম্যাডাম?

অভিনেতা এরপর লেখেন, "মনে রাখবেন, আপনার রাজনীতি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির বা শিল্পের জন্ম দেয়নি।। যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজনীতির জন্য ব্যবহার করে ভোট কুড়োচ্ছেন, সেই ইন্ডাস্ট্রির পেটে লাথি মারলে বা অসম্মান করলে এর পর কেউ থাকবে আপনার পাশে? ভেবে দেখবেন। দয়া করে দ্রুত মেটান এসব। নয় সংস্কৃতি মন্ত্রীর চেয়ার থেকে পদত্যাগ করুন।"

পাশাপাশি, এদিন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়েরও একটি পোস্টও শেয়ার করেন রুদ্রনীল ৷ যেখানে শুটিং বন্ধ ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন পরিচালক জয়দীপ ৷

Last Updated : Feb 5, 2025, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.