নয়াদিল্লি, 26 জানুয়ারি: দেশের 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে রবিবার কর্তব্যপথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো ৷ 75 বছর আগে দেশে সংবিধান কার্যকর হওয়ার প্রথম বর্ষপূর্তির সাক্ষী ছিলেন দক্ষিণ এশিয়ার এই দেশটির তৎকালীন প্রেসিডেন্ট সুকর্ণ ৷ ঘটনাচক্রে তিনিও ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ৷
রবিবার কর্তব্য পথে অনুষ্ঠিত কুচকাওয়াজের থিম ছিল, 'স্বর্ণিম ভারত: ঐতিহ্য আর বিকাশ' ৷ এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোকে কর্তব্য পথে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে ঐতিহাসিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, "ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের উদযাপনে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ৷ আজকের অনুষ্ঠানে ফের ইন্দোনেশিয়াকে পেয়ে আমরা গর্বিত ৷"
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi receives President Droupadi Murmu and President of Indonesia Prabowo Subianto at Kartavya Path for 76th #RepublicDay🇮🇳 celebrations
— ANI (@ANI) January 26, 2025
President Subianto is attending the function as the chief guest this year.
(Source: DD News) pic.twitter.com/PwAdJXRA9b
প্রধানমন্ত্রী ছাড়া এদিন কুচকাওয়াজে উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রদূত-সহ প্রশাসনের শীর্ষ স্থানীয় আধিকারিকরা ৷
গত 23 জানুয়ারি নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্তো ৷ তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ৷ শনিবার রাজধানীর হায়দরাবাদ হাউজে প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বৈঠকের পর তিনি 10 সদস্য বিশিষ্ট আসিয়ান (এএসইএএন) ব্লকের মধ্যে ইন্দোনেশিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ অংশীদারি দেশ হিসাবে উল্লেখ করেন ৷ ভারত ও ইন্দোনেশিয়া- দু'দেশই নিয়ম মেনে ইন্দো-প্যাসিফিক অঞ্চল শাসন করবে ৷
প্রধানমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক আইন মেনে নৌযাত্রার স্বাধীনতা সুনিশ্চিত করা উচিত ৷ আমরা নানাবিধ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ৷" তিনি আরও জানান, প্রতিরক্ষা খাতে উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়া একসঙ্গে কাজ করতে সম্মত ৷