ETV Bharat / sports

রাফা’কে ছুঁয়ে ইতিহাসে সিনার ! একপেশে ফাইনালে ‘বিধ্বস্ত’ জেরেভ - SINNER BAGS AUSTRALIAN OPEN

দুরন্ত ফোরহ্যান্ডে ম্যাচ শেষ করে দেন জ্যানিক সিনার ৷ রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম রিটেন করলেন ইতালির তারকা ৷

SINNER BAGS AUSTRALIAN OPEN
রাফা’কে ছুঁয়ে ইতিহাসে সিনার ! (Getty Images)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 26, 2025, 6:06 PM IST

মেলবোর্ন, 26 জানুয়ারি: বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে পুরলেন জ্যানিক সিনার ৷ 23 বছরের ইতালীয় তরুণের এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় ৷ রড লেভার এরিনায় প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেভকে দাঁত ফোটানোর সুযোগই দিলেন না সিনার ৷ এদিন সমস্ত ফর্ম্যাটেই প্রতিপক্ষকে পিছনে ফেলেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ৷ জার্মান তারকা ফাইনালে হারলেন 6-3, 7-6, 6-3 ব্যবধানে ৷

সেমি-ফাইনালে নোভাক জকোভিচ ওয়াক ওভার দেওয়ায় ফাইনালে পৌঁছন জেরেভ ৷ অন্যদিকে বেন শেলটনকে স্ট্রেট সেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন সিনার ৷ ফাইনালে দুরন্ত লড়াই দেখার অপেক্ষায় ছিলেন টেনিসপ্রেমীরা ৷ রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে সেটাই নেই ৷

SINNER BAGS AUSTRALIAN OPEN
দুরন্ত ফোরহ্যান্ডে ম্যাচ শেষ করে দেন জ্যানিক সিনার (Getty Images)

রড লেভার এরিনায় নিজেকে ছাপিয়ে গেলেন সিনার ৷ দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছিলেন জেরেভ ৷ যদিও দুরন্ত ফোরহ্যান্ডে ম্যাচ শেষ করে দেন সিনার ৷

2005 সালে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন রাফায়েল নাদাল ৷ পরের বছর লাল সুরকিতে ফের সম্রাটের আসনে বসেছিলেন রাফা ৷ কিংবদন্তির পর প্রথম টেনিস খেলোয়াড় জ্যানিক সিনার, যিনি জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম রিটেন করলেন ৷

একাদশতম খেতাবজয়ের লক্ষ্যে সেমিফাইনালে নেমেও নাম তুলে নেন জকোভিচ ৷ পেশি ছিঁড়ে যাওয়ার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷ লড়াই অসম্পূর্ণ রেখেই কোর্ট ছাড়েন সার্বিয়ান মায়েস্ত্রো ৷ ফলত প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন জেরেভ ৷ যদিও ফাইনালে লড়াই দিতে ব্যর্থ জার্মান তরুণ ৷ এই নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠেও ট্রফি খোয়ালেন তিনি ৷

আরও পড়ুন

মেলবোর্ন, 26 জানুয়ারি: বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে পুরলেন জ্যানিক সিনার ৷ 23 বছরের ইতালীয় তরুণের এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় ৷ রড লেভার এরিনায় প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেভকে দাঁত ফোটানোর সুযোগই দিলেন না সিনার ৷ এদিন সমস্ত ফর্ম্যাটেই প্রতিপক্ষকে পিছনে ফেলেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ৷ জার্মান তারকা ফাইনালে হারলেন 6-3, 7-6, 6-3 ব্যবধানে ৷

সেমি-ফাইনালে নোভাক জকোভিচ ওয়াক ওভার দেওয়ায় ফাইনালে পৌঁছন জেরেভ ৷ অন্যদিকে বেন শেলটনকে স্ট্রেট সেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন সিনার ৷ ফাইনালে দুরন্ত লড়াই দেখার অপেক্ষায় ছিলেন টেনিসপ্রেমীরা ৷ রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে সেটাই নেই ৷

SINNER BAGS AUSTRALIAN OPEN
দুরন্ত ফোরহ্যান্ডে ম্যাচ শেষ করে দেন জ্যানিক সিনার (Getty Images)

রড লেভার এরিনায় নিজেকে ছাপিয়ে গেলেন সিনার ৷ দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছিলেন জেরেভ ৷ যদিও দুরন্ত ফোরহ্যান্ডে ম্যাচ শেষ করে দেন সিনার ৷

2005 সালে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন রাফায়েল নাদাল ৷ পরের বছর লাল সুরকিতে ফের সম্রাটের আসনে বসেছিলেন রাফা ৷ কিংবদন্তির পর প্রথম টেনিস খেলোয়াড় জ্যানিক সিনার, যিনি জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম রিটেন করলেন ৷

একাদশতম খেতাবজয়ের লক্ষ্যে সেমিফাইনালে নেমেও নাম তুলে নেন জকোভিচ ৷ পেশি ছিঁড়ে যাওয়ার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷ লড়াই অসম্পূর্ণ রেখেই কোর্ট ছাড়েন সার্বিয়ান মায়েস্ত্রো ৷ ফলত প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন জেরেভ ৷ যদিও ফাইনালে লড়াই দিতে ব্যর্থ জার্মান তরুণ ৷ এই নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠেও ট্রফি খোয়ালেন তিনি ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.