মেলবোর্ন, 26 জানুয়ারি: বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে পুরলেন জ্যানিক সিনার ৷ 23 বছরের ইতালীয় তরুণের এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় ৷ রড লেভার এরিনায় প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেভকে দাঁত ফোটানোর সুযোগই দিলেন না সিনার ৷ এদিন সমস্ত ফর্ম্যাটেই প্রতিপক্ষকে পিছনে ফেলেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ৷ জার্মান তারকা ফাইনালে হারলেন 6-3, 7-6, 6-3 ব্যবধানে ৷
সেমি-ফাইনালে নোভাক জকোভিচ ওয়াক ওভার দেওয়ায় ফাইনালে পৌঁছন জেরেভ ৷ অন্যদিকে বেন শেলটনকে স্ট্রেট সেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন সিনার ৷ ফাইনালে দুরন্ত লড়াই দেখার অপেক্ষায় ছিলেন টেনিসপ্রেমীরা ৷ রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে সেটাই নেই ৷
রড লেভার এরিনায় নিজেকে ছাপিয়ে গেলেন সিনার ৷ দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছিলেন জেরেভ ৷ যদিও দুরন্ত ফোরহ্যান্ডে ম্যাচ শেষ করে দেন সিনার ৷
Back to back like he’s Jordan '96, '97 🎶#AO2025 pic.twitter.com/A0IZrys8Am
— #AusOpen (@AustralianOpen) January 26, 2025
|
In legendary company ⭐️
— #AusOpen (@AustralianOpen) January 26, 2025
Jannik Sinner 🤝 Rafael Nadal#AO2025 pic.twitter.com/o48bMcFXcY
একাদশতম খেতাবজয়ের লক্ষ্যে সেমিফাইনালে নেমেও নাম তুলে নেন জকোভিচ ৷ পেশি ছিঁড়ে যাওয়ার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷ লড়াই অসম্পূর্ণ রেখেই কোর্ট ছাড়েন সার্বিয়ান মায়েস্ত্রো ৷ ফলত প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন জেরেভ ৷ যদিও ফাইনালে লড়াই দিতে ব্যর্থ জার্মান তরুণ ৷ এই নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠেও ট্রফি খোয়ালেন তিনি ৷