ওয়াশিংটন, 27 জানুয়ারি: সমস্ত বৈদেশিক সহায়তার উপর স্থগিতাদেশ দিল ট্রাম্প সরকার ৷ পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান ও ভারত-সহ অন্যান্য দেশগুলিকে আমেরিকার আর্থিক অনুদানের বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার হওয়ার পরই এই বিষয়ে একটি আদেশ পত্রে স্বাক্ষর করেন ৷ তারপরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে । স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস সানডে বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র আর চোখ বন্ধ করে কোনও আর্থিক অনুদান দেবে না ৷ বিশেষ করে যেখান থেকে আমেরিকার জনগণের জন্য কোনও কিছু ফেরত আসবে না । পরিশ্রমী করদাতাদের হয়ে বৈদেশিক সহায়তা পর্যালোচনা করা এবং পুনর্বিবেচনা করা কেবল সঠিক কাজ নয়, এটি একটি নৈতিক দায়িত্বও ।"
তাঁর কথায়, বিদেশ সচিব মার্কো রুবিও সমস্ত আর্থিক অনুদানে স্থগিতাদেশ দিয়েছেন এবং তা পর্যালোচনার জন্য বলেছেন । স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র আরও বলেন, "জনগণের দ্বারা বিপুল ভোটে আমাদের জয় এই নির্দেশ দেয় যে, আমরা অবশ্যই আমেরিকার জাতীয় স্বার্থের উপর পুনরায় নজর দেব । কারণ দেশের জনগণের দেওয়া কর গুরুত্ব সহকারে দেখছে ডিপার্টমেন্ট এবং ইউএসএআইডি৷ এ বিষয়ে ট্রাম্পের আদেশের বাস্তবায়ন এবং সচিবের নির্দেশ সেই মিশনকে আরও এগিয়ে নিয়ে যাবে ৷"
ট্যামি ব্রুস সানডে সাংবাদিকদের মনে করিয়ে দিয়েছিলেন যে রুবিও বলেছেন, "প্রতিটি ডলার আমরা ব্যয় করি, প্রতিটি প্রোগ্রাম আমরা অনুদান দিই এবং প্রতিটি নীতি অনুসরণ করি, তা তিনটি সহজ প্রশ্নের উত্তরের সঙ্গে ন্যায়সঙ্গত হতে হবে ৷ সেগুলি হল- এটি কি আমেরিকাকে নিরাপদ করে? এটি কি আমেরিকাকে শক্তিশালী করে? এটি কি আমেরিকাকে আরও সমৃদ্ধ করে তুলবে ?"
2023 সালে,ইউএসএআইডি 158টি দেশে প্রায় 45 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক অনুদান দিয়েছে । এর মধ্যে বাংলাদেশকে 400 মিলিয়ন, পাকিস্তানকে 231 মিলিয়ন, আফগানিস্তানকে 1 বিলিয়ন, ভারতকে 175 মিলিয়ন, 118 মিলিয়ন নেপাল এবং 123 মিলিয়ন শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্য করা হয়েছে ।