ETV Bharat / bharat

আন্তরিকভাবে কৃতজ্ঞ, পদ্মভূষণ সম্মান প্রাপ্তিতে প্রতিক্রিয়া শেখর কাপুর-আদনান সামি-অজিত কুমারের - PADMA AWARDS 2025

139 জনকে পদ্মসম্মান দিচ্ছে ভারত সরকারের ৷ পদ্মবিভূষণ পাচ্ছেন 7 জন ৷ 19 জন পাচ্ছেন পদ্মভূষণ এবং 113 জনকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী ৷

PADMA AWARDS 2025
পদ্মভূষণ সম্মান প্রাপ্তিতে শেখর কপূর-আদনান সামি-অজিত কুমারের প্রতিক্রিয়া ৷ (ছবি-আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 26, 2025, 6:16 PM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি: শনিবার কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের ঘোষণা অনুযায়ী সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 2025 সালে পদ্মভূষণ সম্মান পাচ্ছেন মোট 19 জন ব্যক্তিত্ব ৷ তাঁদের মধ্যে সিনে-দুনিয়া থেকে রয়েছেন বলিউড পরিচালক শেখর কাপুর, সঙ্গীত শিল্পী আদনান সামি এবং দক্ষিণী সিনেমার অভিনেতা অজিত কুমার ৷

পদ্মভূষণ সম্মানের জন্য তাঁদের নাম ঘোষণা করায় সোশাল মিডিয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন ৷ অভিনেতা অজিত কুমার তাঁর সোশাল মিডিয়া পেজে লিখেছেন, "গর্বের পদ্ম সম্মান পেয়ে আমি আন্তরিকভাবে খুশি এবং সম্মানিত ৷" এর পাশাপাশি প্রয়াত বাবার কথা উল্লেখ করে অজিত লেখেন, "আমার বাবা যদি এই মুহূর্তটা দেখতে পেতেন ! আমি এই সম্মান আমার পরিবারকে উৎসর্গ করছি ৷"

শুধু তিনিই নন ৷ চিত্র পরিচালক শেখর কাপুর চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ৷ বান্ডিট ক্যুইন, এলিজাবেথ, মিস্টার ইন্ডিয়ার মতো সিনেমার শ্রষ্ঠা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ভারত সরকার আমাকে এই সম্মানের যোগ্য বলে মনে করেছে বলে আমি নিজেকে ধন্য বলে মনে করছি ৷ আমি আশা করি এই সম্মান আরও ভালো সিনেমা বানাতে এবং এই সুন্দর দেশের সেবা করতে আমাকে আরও বেশি করে অনুপ্রেরণা দেবে ৷"

উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক হিসেবে দেশ তথা বিদেশেও সুখ্যাতি অর্জন করেছেন শেখর কাপুর ৷ তাঁর নির্দেশনায় তৈরি চলচ্চিত্র, ভারতীয় সিনেমার ধরনকে বিদেশেও বিখ্যাত করেছে ৷ শেখর কাপুরের নাম পদ্মভূষণ সম্মানের জন্য ঘোষণা হওয়ার পর, চলচ্চিত্র জগতের তরফে বহু তারকা তাঁকে অভিনন্দন বার্তাও পাঠিয়েছেন ৷

এ বছর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ভারতীয় সঙ্গীত শিল্পী আদনান সামি ৷ 2016 সালে ভারতের নাগরিকত্ব পাওয়ার পর পদ্মশ্রী সম্মানও পেয়েছেন ৷ এবার আদনান সামিকে পদ্মভূষণ সম্মানের জন্য বেছে নিল ভারত সরকার ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন শিল্পী ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি-কে অনেক ধন্যবাদ আমাকে পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করায় ৷" এর পাশাপাশি পদ্মসম্মান প্রাপক অন্যান্য ক্ষেত্রে ব্যক্তিত্বদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি ৷

নয়াদিল্লি, 26 জানুয়ারি: শনিবার কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের ঘোষণা অনুযায়ী সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 2025 সালে পদ্মভূষণ সম্মান পাচ্ছেন মোট 19 জন ব্যক্তিত্ব ৷ তাঁদের মধ্যে সিনে-দুনিয়া থেকে রয়েছেন বলিউড পরিচালক শেখর কাপুর, সঙ্গীত শিল্পী আদনান সামি এবং দক্ষিণী সিনেমার অভিনেতা অজিত কুমার ৷

পদ্মভূষণ সম্মানের জন্য তাঁদের নাম ঘোষণা করায় সোশাল মিডিয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন ৷ অভিনেতা অজিত কুমার তাঁর সোশাল মিডিয়া পেজে লিখেছেন, "গর্বের পদ্ম সম্মান পেয়ে আমি আন্তরিকভাবে খুশি এবং সম্মানিত ৷" এর পাশাপাশি প্রয়াত বাবার কথা উল্লেখ করে অজিত লেখেন, "আমার বাবা যদি এই মুহূর্তটা দেখতে পেতেন ! আমি এই সম্মান আমার পরিবারকে উৎসর্গ করছি ৷"

শুধু তিনিই নন ৷ চিত্র পরিচালক শেখর কাপুর চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ৷ বান্ডিট ক্যুইন, এলিজাবেথ, মিস্টার ইন্ডিয়ার মতো সিনেমার শ্রষ্ঠা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ভারত সরকার আমাকে এই সম্মানের যোগ্য বলে মনে করেছে বলে আমি নিজেকে ধন্য বলে মনে করছি ৷ আমি আশা করি এই সম্মান আরও ভালো সিনেমা বানাতে এবং এই সুন্দর দেশের সেবা করতে আমাকে আরও বেশি করে অনুপ্রেরণা দেবে ৷"

উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক হিসেবে দেশ তথা বিদেশেও সুখ্যাতি অর্জন করেছেন শেখর কাপুর ৷ তাঁর নির্দেশনায় তৈরি চলচ্চিত্র, ভারতীয় সিনেমার ধরনকে বিদেশেও বিখ্যাত করেছে ৷ শেখর কাপুরের নাম পদ্মভূষণ সম্মানের জন্য ঘোষণা হওয়ার পর, চলচ্চিত্র জগতের তরফে বহু তারকা তাঁকে অভিনন্দন বার্তাও পাঠিয়েছেন ৷

এ বছর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ভারতীয় সঙ্গীত শিল্পী আদনান সামি ৷ 2016 সালে ভারতের নাগরিকত্ব পাওয়ার পর পদ্মশ্রী সম্মানও পেয়েছেন ৷ এবার আদনান সামিকে পদ্মভূষণ সম্মানের জন্য বেছে নিল ভারত সরকার ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন শিল্পী ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি-কে অনেক ধন্যবাদ আমাকে পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করায় ৷" এর পাশাপাশি পদ্মসম্মান প্রাপক অন্যান্য ক্ষেত্রে ব্যক্তিত্বদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.