নয়াদিল্লি, 26 জানুয়ারি: শনিবার কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের ঘোষণা অনুযায়ী সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 2025 সালে পদ্মভূষণ সম্মান পাচ্ছেন মোট 19 জন ব্যক্তিত্ব ৷ তাঁদের মধ্যে সিনে-দুনিয়া থেকে রয়েছেন বলিউড পরিচালক শেখর কাপুর, সঙ্গীত শিল্পী আদনান সামি এবং দক্ষিণী সিনেমার অভিনেতা অজিত কুমার ৷
পদ্মভূষণ সম্মানের জন্য তাঁদের নাম ঘোষণা করায় সোশাল মিডিয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন ৷ অভিনেতা অজিত কুমার তাঁর সোশাল মিডিয়া পেজে লিখেছেন, "গর্বের পদ্ম সম্মান পেয়ে আমি আন্তরিকভাবে খুশি এবং সম্মানিত ৷" এর পাশাপাশি প্রয়াত বাবার কথা উল্লেখ করে অজিত লেখেন, "আমার বাবা যদি এই মুহূর্তটা দেখতে পেতেন ! আমি এই সম্মান আমার পরিবারকে উৎসর্গ করছি ৷"
What an honour! Am humbled that the Government of India has considered me to be deserving of a #Padmanbhushan.
— Shekhar Kapur (@shekharkapur) January 25, 2025
Hopefully this award will make me strive harder to serve the Industry that I am part of, and the beautiful Nation that I am so fortunate to belong to.
Thank you also…
শুধু তিনিই নন ৷ চিত্র পরিচালক শেখর কাপুর চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ৷ বান্ডিট ক্যুইন, এলিজাবেথ, মিস্টার ইন্ডিয়ার মতো সিনেমার শ্রষ্ঠা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ভারত সরকার আমাকে এই সম্মানের যোগ্য বলে মনে করেছে বলে আমি নিজেকে ধন্য বলে মনে করছি ৷ আমি আশা করি এই সম্মান আরও ভালো সিনেমা বানাতে এবং এই সুন্দর দেশের সেবা করতে আমাকে আরও বেশি করে অনুপ্রেরণা দেবে ৷"
উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক হিসেবে দেশ তথা বিদেশেও সুখ্যাতি অর্জন করেছেন শেখর কাপুর ৷ তাঁর নির্দেশনায় তৈরি চলচ্চিত্র, ভারতীয় সিনেমার ধরনকে বিদেশেও বিখ্যাত করেছে ৷ শেখর কাপুরের নাম পদ্মভূষণ সম্মানের জন্য ঘোষণা হওয়ার পর, চলচ্চিত্র জগতের তরফে বহু তারকা তাঁকে অভিনন্দন বার্তাও পাঠিয়েছেন ৷
I am profoundly grateful to the Honourable Prime Minister Modi ji for nominating me to the prestigious Padma Awards Committee. It has been an immense privilege to serve alongside distinguished members and be inspired by the remarkable stories of awardees from diverse walks of… pic.twitter.com/JaPXEJl1cd
— Adnan Sami (@AdnanSamiLive) January 26, 2025
এ বছর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ভারতীয় সঙ্গীত শিল্পী আদনান সামি ৷ 2016 সালে ভারতের নাগরিকত্ব পাওয়ার পর পদ্মশ্রী সম্মানও পেয়েছেন ৷ এবার আদনান সামিকে পদ্মভূষণ সম্মানের জন্য বেছে নিল ভারত সরকার ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন শিল্পী ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি-কে অনেক ধন্যবাদ আমাকে পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করায় ৷" এর পাশাপাশি পদ্মসম্মান প্রাপক অন্যান্য ক্ষেত্রে ব্যক্তিত্বদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি ৷