হায়দরাবাদ, 25 জানুয়ারি:76তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীর নজরে থাকে নয়াদিল্লির ইন্ডিয়া গেট ৷ কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেশের শক্তি-বিকাশ, সমৃদ্ধি ও ঐতিহ্যকে তুলে ধরে ৷ 1951-সালে 26 জানুয়ারি প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয় ৷ অন্যদিকে, ভারতের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছে চলচ্চিত্র জগতও ৷ স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের প্রতি জনগণের স্বপ্ন, আকাঙ্খার প্রতিধ্বনি উঠে এসেছে সিনেমার ভাষায় ৷ একনজরে দেখে নেওয়া যাক ভারতের 76 তম প্রজাতন্ত্র দিবসের সঙ্গে চলতি বছর রূপোলি জগতে কোন কোন চলচ্চিত্র 75 বছর পূর্ণ করেছে ৷ অর্থাৎ 1950 সালে কোন কোন সিনেমা মুক্তি পেয়েছে রূপোলি পর্দায় ৷
1) শান- 1950 সালে জয়ন্ত দেশাই পরিচালিত এই ছবি 75 বছর পূর্ণ করছে ৷ জয়ন্ত দেশাই পরিচালকের পাশাপাশি প্রযোজকও ছিলেন ৷ বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি 1929 সালে রণজিৎ স্টুডিয়োতে যোগ দেন ৷ তিনি একাধিক সিনেমা উপহার দিয়েছেন ৷ যার মধ্যে রয়েছে 'তুফানি টোল', 'তানসেন', 'হর হর মহাদেব' ৷
2) আধিরাত- এসকে ওঝা পরিচালিত এই ছবি 1950 সালে মুক্তি পায় ৷ মুখ্যচরিত্রে দেখা যায় অশোক কুমার, নার্গিস, জীবন, কুক্কুকে ৷ ছবিতে সঙ্গীত পরিচালনা করেন হনশল ভগতরাম ৷ কণ্ঠ দেন গীতা দত্ত, লতা মঙ্গেশকর, মীনা কাপুর ৷
3) ছিন্নমূল- পরিচালক ঋত্বিক ঘটকও যে সিনেমায় অভিনয় করেছেন তা ক'জন জানেন ? নিমাই ঘোষ পরিচালিত 117 মিনিটের 'ছিন্নমূল' প্রযোজনা করেন বিমল দে ৷ মুখ্যচরিত্রে দেখা যায় গঙ্গাপদ বসু, বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক ও শোভা সেনকে ৷ ছবির গল্পে উঠে আসে একদল কৃষকের বেঁচে থাকার লড়াই ৷ রাশিয়ার পরিচালক ভেসেভোলোদ পুডোভকিন সেই সময় কলকাতায় ছিলেন ৷ তিনি এই ছবি দেখে অনুপ্রাণিত হন ৷ এরপর ছবির প্রিন্ট তিনি নিয়ে যায় রাশিয়ায় ৷ সে দেশের 188টি প্রেক্ষাগৃহে চলেছিল নিমাই ঘোষ পরিচালিত ও ঋত্বিক ঘটক অভিনীত ছিন্নমূল ৷
4) বৈকুণ্ঠের উইল- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অলম্বনে পর্দায় আসে 'বৈকুণ্ঠের উইল' ৷ মনু সেন পরিচালিত ছবিতে মুখ্যচরিত্রে দেখা যায় মলিনা দেবী, জহর গঙ্গোপাধ্যায়, বিকাশ রায়, রেনুকা রায়, কানু বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেককে ৷
5) বিদ্যাসাগর- 1950 সালে মুক্তি পায় গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ছবি বিশ্বাস, তারককুমার ভাদুড়ী অভিনীত 'বিদ্যাসাগর' ৷ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জীবনী ধরা পড়ে ছবির পর্দায় ৷ যুবসমাজকে উদ্বুদ্ধ করতে এই ছবি পরিচালনা করেন কালিপ্রসাদ ঘোষ ৷ এছাড়াও 75 বছর পূর্তির তালিকায় রয়েছে 'মর্যাদা, 'কঙ্কাল'-এর মতো ছবিও ৷