হায়দরাবাদ, 26 জানুয়ারি: দেশজুড়ে পালিত 76তম সাধারণতন্ত্র দিবস ৷ হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতেও উদযাপিত হল বিশেষ দিনটি ৷ রবিবার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আরএফসি-র ম্যানেজিং ডিরেক্টর বিজয়েশ্বরী ৷
এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএফসি-র ডিরেক্টর কীর্তি সোহানা, ইটিভির সিইও বাপিনীডু, ইউকেএমএল-এর ডিরেক্টর শিবা রামাকৃষ্ণা, ভাইস প্রেসিডেন্ট (পাবলিসিটি) এভি রাও এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট রবি চন্দ্রশেখর এবং সংস্থার অন্য কর্মীরা ৷ পতাকা উত্তোলনের পর একটি ফোটোশেসন হয় ৷ সেখানে এই অনুষ্ঠানে উপস্থিত সবাই জাতীয় পতাকার সঙ্গে নিজেদের ছবি তোলেন ৷ প্রতি বছর সাধারণতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস-এই দু'টি অনুষ্ঠানই রামোজি ফিল্ম সিটিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয় ৷
রামোজি ফিল্ম সিটি
- তেলেঙ্গানা থেকে দেশের দক্ষিণাঞ্চলের শুরু ৷ এই রাজ্যের রাজধানী হায়দরাবাদে একটি জনপ্রিয় পর্যটনস্থল হল রামোজি ফিল্ম সিটি ৷ সেখানে 2 হাজার একর জায়গাজুড়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম এই ফিল্ম সিটি ৷ প্রয়াত সাংবাদিক তথা চলচ্চিত্র প্রযোজক রামোজি রাও 1996 সালে এই বিশালাকার ফিল্ম সিটির প্রতিষ্ঠা করেন ৷
- রামোজি ফিল্ম সিটিতে দেশের বিভিন্ন ভাষাভাষী সিনেমার শ্যুটিং হয়ে থাকে ৷ একই সঙ্গে নানা ধরনের 50টি ফিল্মসেটে শ্যুটিং করা সম্ভব এখানে ৷ তাই রামোজি ফিল্ম সিটির নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ৷ বিমানবন্দর-হাসপাতাল-রেল স্টেশন-আইফেল টাওয়ার-রিও কার্নিভ্যাল এবং মুঘল গার্ডেন্সও আছে রামোজি ফিল্ম সিটিতে ৷
- শুধু যে ফিল্মের শ্যুটিংয়ে সীমাবদ্ধ নয় রামোজি ফিল্ম সিটি ৷ এটা ভারতের অন্যতম জনপ্রিয় বিনোদনের জায়গা ৷ পর্যটকরা এখানে এসে বিভিন্ন ধরনের রাইডে আনন্দ উপভোগ থেকে বাহুবলী সিনেমার সেটও দেখতে পান ৷ পাশাপাশি রয়েছে পাখিদের জন্য সংগ্রহালয়, যা দেখে খুদে হোক বা প্রবীণ, সবার মন ভরবেই ভরবে !
- সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার