কলকাতা, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের মঞ্চ থেকে দেশ পরিচালনায় সংবিধানের গুরুত্ব কতটা, সেই পাঠ দিলেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ উদাহরণ হিসেবে উল্লেখ করলেন মোবাইলের কথা। বললেন, ফোন ব্যবহার করতে যেমন ম্যানুয়াল আছে তেমনই দেশ পরিচালনার ম্যানুয়াল হল সংবিধান ৷
রবিবার কলকাতা পুরনিগমে 76তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার পর, ছোটরা দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশনও করে ৷ কেউ কেউ গানও গেয়েছে ৷ এই খুদেদের অধিকাংশই ছিল কলকাতা পুরনিগমের প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ৷
মেয়র পতাকা উত্তোলন করার পর ফিরহাদ বলেন, "যখন আমার পাঁচ বছর বয়স ছিল, তখন জানতাম না সংবিধান কী জিনিস, গণতন্ত্র কী, এখন সবাই জানে ৷ তোমরা নতুন প্রজন্ম । মোবাইল ব্যবহার কর ৷ সেই মোবাইল ব্যবহারের একটা ম্যানুয়াল আছে ৷ দেশের ম্যানুয়াল হল সংবিধান ৷ দেশ কীভাবে চলবে, কী করতে হবে, সব ওখানে লেখা আছে ৷ উন্নত দেশ তৈরি করতে গেলে কী করতে হবে, তা-ও লেখা আছে ৷ আমাদের কী কর্তব্য, সেটাও সংবিধানে উল্লেখ করা হয়েছে ৷"
কলকাতা পুরনিগমের এই অনুষ্ঠানে কলকাতা পুলিশে ব্যান্ডের অনুষ্ঠান হয় ৷ উদ্বোধনী সঙ্গীত হিসেবে 'বাংলার মাটি বাংলার জল' গানটি গাওয়া হয় ৷ এ দিন মেয়র কন্যা প্রিয়দর্শিনী হাকিমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ হাজির ছিলেন কলকাতা পুরনিগমের কমিশনার ধবল জৈন এবং বিভিন্ন বিভাগের পারিষদ ও আধিকারিকরা ৷
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঘা যতীনের হেলে পড়া বাড়ি প্রসঙ্গেও কথা বলেন ফিরহাদ ৷ তিনি ওই ঘটনায় পুরনিগমের ইঞ্জিনিয়ারদের ক্লিনচিট দিয়েছেন ৷ তাঁর কথায়, "রস্টার খতিয়ে দেখা হয়েছে ৷ কোনও পুর-ইঞ্জিনিয়ার গাফিলতি করেননি। কাজে ফাঁকি দেননি ৷ তাই তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না ৷" অন্যদিকে, আরজি করের ঘটনায় নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন । এই দাবি প্রসঙ্গে ফিরহাদ বলেন, "উনি মেয়েকে হারিয়েছেন ৷ আমি তাঁর জন্য সমব্যাথী ৷ ওঁর প্রতি একশো শতাংশ সহানুভূতি আছে ৷ কিন্তু, এক্তিয়ার বাইরে গিয়ে কথা বলা ঠিক নয় ৷"