হায়দরাবাদ, 25 জানুয়ারি: 'আরআরআর' ছবির 'সুপার সাকসেস'-এর পর পরিচালকের আসনে ফের একবার এসএস রাজামৌলি ৷ অনুরাগীদের মধ্যে কৌতুহলের পারদ চড়েছে পরিচালকের নতুন ভিডিয়ো পোস্ট দেখে ৷ নতুন ছবির প্রোজেক্টের নাম রাখা হয়েছে 'এসএসএমবি 29' (SSMB29) ৷
গুঞ্জন প্রভাস, রামচরণ, জুনিয়র এনটিআরের পর এবার পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা মহেশ বাবু ৷ আর তাঁর বিপরীতে দেখা যেতে পারে 'দেশী গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে ৷ গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা কিছুদিন আগেই ঘুরে গিয়েছেন হায়দরাবাদ ৷ মনে করা হচ্ছে, ছবির কথা ফাইনাল করতেই নাকি নিজামের শহরে পা রাখেন অভিনেত্রী ৷ তারমধ্যেই রাজামৌলির ইন্সটাগ্রাম পোস্ট সেই কৌতুহলের আগুনে ঘি ঢেলেছে ৷
- হায়দরাবাদে দেশী গার্ল
গত সপ্তাহে হায়দরাবাদে আসেন নিকপত্নী ৷ তারপর থেকেই গুঞ্জন ওঠে হলিউডের পর ফের একবার ভারতীয় সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে ৷ তারমধ্যে রাজামৌলির ছবি রয়েছে কি না, সেই ঘোষণা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি ৷ তবে রাজামৌলির পোস্টে প্রিয়াঙ্কার মন্তব্য দেখে অনুরাগী ও নেটিজেনরা নিশ্চিত, অস্কারজয়ী পরিচালকের সঙ্গে একই নৌকায় সফর করতে চলেছেন প্রিয়াঙ্কা ৷ গুঞ্জন যদি সত্যি হয় তাহলে দু'দশক পর তেলুগু ছবিতে দেখা যাবে পিগি চপসকে ৷ 2005 সালে পরিচালক সাই রবির হাত ধরে তেলুগু ছবির দুনিয়ায় পা রেখেছিলেন প্রিয়াঙ্কা ৷
- ইন্টারনেটে রাজামৌলি ঝড়
শনিবার রাজামৌলি সোশাল মিডিয়ায় একটি ক্রিপ্টিক পোস্ট করেন ৷ ছোট্ট একটা ভিডিয়োতে দেখা যায় ভারতীয় পাসপোর্ট হাতে একটি খাঁচার সামনে পরিচালক ৷ ভিতরে একটা সিংহ ৷ ক্যাপশনে লেখেন, "ক্যাপচার্ড..." ৷ সেই ভিডিয়ো সামনে আসার পর নেটিজেনরা উত্তেজিত হয়ে পড়েন ৷ জাগে আগ্রহ ৷ তার মধ্যে মহেশ বাবু ও প্রিয়াঙ্কার মন্তব্য জল্পনা আরও উসকে দেয় ৷
- মহেশ বাবু-প্রিয়াঙ্কার মন্তব্য
পরিচালক রাজামৌলির ইন্সটাগ্রাম পোস্ট আসার পর কমেন্ট সেকশনে মহেশ বাবু লেখার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "আমি যদি একবার কথা দিয়ে দিই তাহলে সেখান থেকে মুখ ফেরাই না ৷" এরপর চোখ মারার ইমোজি ব্যবহার করেন অভিনেতা ৷ অন্যদিকে প্রিয়াঙ্কা লেখেন, "অবশেষে..." ৷ অভিনেত্রীর মন্তব্যে আবার মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরোকদার হাততালির ইমোজি ব্যবহার করেন ৷
- চিলকুর দর্শনে প্রিয়াঙ্কা চোপড়া
হায়দরাবাদে এসে তেলেঙ্গনার বিখ্যাত মন্দির চিলকুর বালাজি মন্দিরে যান প্রিয়াঙ্কা ৷ সেই ছবি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ারও করেন অভিনেত্রী ৷ ক্যাপশনে লেখেন, "শ্রী বালাজির আশীর্বাদ নিয়ে নতুন অধ্যায় শুরু ৷ আমরা সকলে যেন মনের মধ্যে ও আশেপাশে শান্তি খুঁজে পাই ৷ ভগবান সকলের মঙ্গল করুন ৷"
- রাজামৌলির 'এসএসএমবি 29'
সূত্রের খবর, রাজামৌলির অ্যাডভেঞ্চার শুরু হবে এবার জঙ্গলে ৷ এর আগে লোকেশন রেকির জন্য নাকি আফ্রিকার জঙ্গলে গিয়েছিলেন পরিচালক ৷ মহেশ বাবুকে যে চরিত্রে দেখা যাবে তার সঙ্গে ভগবান হনুমানের মিল থাকবে বলে শোনা যাচ্ছে ৷ ইতিমধ্যেই চরিত্রের জন্য নাকি দাড়ি বাড়িয়েছেন অভিনেতা ৷ পাশাপাশি শরীরচর্চাও করছেন পেশিবহুল চরিত্রের জন্য ৷ কয়েকদিন আগে সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ সূত্রের খবর, রাজামৌলির নতুন এই ছবি বড়পর্দায় আসতে পারে 2027 সালে ৷