প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), 25 জানুয়ারি: স্টারডম ছেড়ে সাধনার পথে অভিনেত্রী মমতা কুলকার্নি ৷ মহাকুম্ভের মেলায় সঙ্গম তথা পুণ্যি পুকুরে ডুব দিয়ে হয়ে গিয়েছেন সাধ্বী ৷ সত্যিই কী সনাতন ধর্মের প্রচারে ব্রতী হলেন 'প্রাক্তন' অভিনেত্রী নাকি পুরোটাই 'পাবলিসিটি স্ট্যান্ট' ? প্রশ্ন তুললেন ট্রান্সজেন্ডার কথাবচক জগৎগুরু হিমাঙ্গি সখী মা ৷
শুক্রবার মহাকুম্ভ প্রাঙ্গনে জীবনের নতুন সূচণা করলেন মমতা ৷ 25 বছর তিনি ছিলেন নিরুদ্দেশ ৷ কয়েকমাস আগেই ভারতে ফেরেন তিনি ৷ চলে আসেন খবরের শিরোনামে ৷ এরপর আচমকাই সন্ন্যাসের পথ গ্রহণ করেন অভিনেত্রী ৷ কিন্নর আখাড়ার মহামণ্ডলেশ্বর হিসাবে নিযুক্ত হন মমতা কুলকার্নি ৷ এরপরেই এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মমতার অতীত তুলে ধরে বিস্ফোরক মন্তব্য করেন জগৎগুরু হিমাঙ্গি সখী ৷
#WATCH | #MahaKumbhMela2025 | Kinnar Mahamandaleshwar Hemangi Sakhi Maa says, " first of all, who was kinnar akhada formed for? for the kinnar community. but now, a woman has been inducted into the kinnar akhada. if it is kinnar akhada and you have started giving positions to… pic.twitter.com/qsZl09xSZG
— ANI (@ANI) January 25, 2025
তিনি বলেন, "কিন্নর আখাড়াতে মমতা কুলকার্নির মহামণ্ডলেশ্বর হওয়া আসলে একটা প্রচারমূলক বিষয় ৷ সমাজ মমতার অতীত জানে ৷ মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে তিনি জেলেও গেছেন ৷ আচমকাই তিনি ভারতে আসেন ৷ মহাকুম্ভে অংশগ্রহণ করেন ও মহামণ্ডলেশ্বরের পদ পেয়ে যান ৷ পুরো বিষয়টার তদন্ত হওয়া উচিত ৷" |
এরপরেই তিনি বলেন, "এই ধরনের মানুষকে মহামণ্ডলেশ্বরের পদ দেওয়া হয়েছে ৷ তিনি কেমন গুরু যে সনাতন ধর্মের প্রচার করবেন ? এটা নৈতিকতার প্রশ্ন ৷ যে ব্যক্তি গুরু বলার যোগ্য নয়, তাঁকে গুরু বানানো হচ্ছে।" শুক্রবার মমতা প্রয়াগরাজের সঙ্গম ঘাটে নিজের ও পরিবারের সদস্যদের পিণ্ডদান করেন ৷ এরপর সাধ্বীর পথ গ্রহণ করেন ৷
#WATCH | #MahaKumbh2025 | Pattabhisheka of former actress Mamta Kulkarni performed at Sangam Ghat in Prayagraj, Uttar Pradesh.
— ANI (@ANI) January 24, 2025
Acharya Mahamandleshwar of Kinnar Akhada, Laxmi Narayan said that Kinnar akhada is going to make her a Mahamandleshwar. She has been named as Shri Yamai… pic.twitter.com/5hFfFTMe1s
এএনআইকে প্রাক্তন অভিনেত্রী বলেন, "মহাদেব ও মহাকালীর নির্দেশে আমি এই পথ গ্রহণ করেছেন ৷ আমার গুরু নির্দেশ দিয়েছেন ৷ তাঁরাই এই দিনটা ঠিক করেছেন ৷ আমি কিছু করিনি ৷" কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর, লক্ষ্মী নারায়ণ ঘোষণা করেন যে মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বর হিসেবে আধ্যাত্মিক ভূমিকায় নতুন অধ্যায়ের সূচণা করছেন ৷
লক্ষ্মী নারায়ণ বলেন, "কিন্নর আখাড়া মমতা কুলকার্নি (প্রাক্তন বলিউড অভিনেত্রী)কে একজন মহামণ্ডলেশ্বর হিসাবে ঘোষণা করা হচ্ছে ৷ এখন থেকে তাঁর নাম শ্রী মাই মমতা নন্দগিরি ৷ সবরকম নিয়ম মানা হয়ে গিয়েছে ৷ প্রায় দেড়বছর ধরে সে কিন্নর আখাড়া ও আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ৷ তিনি চাইলে যেকোনো ভক্তিমূলক ব্যক্তির চরিত্রে অভিনয় করতে পারবেন ৷ কারণ আমরা কাউকে তাঁদের শিল্পকর্ম প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করি না।"
1990 সালের ব্যস্ত ও সফল অভিনেত্রী মমতা কুলকার্নি ৷ 'বাজি', 'করণ অর্জুন', 'আশিক আওয়ারা'-র মতো হিট ছবিতে কাজ করেছেন তিনি ৷ এরপর 2000 সাল থেকে তিনি লাইমলাইটের বাইরে চলে যান ৷ কারণ তিনি ভারত ছেড়ে বিদেশে পাড়ি দেন ৷