ETV Bharat / sports

‘‘আমাদের রক্ষণ সবচেয়ে শক্তিশালী !’’ ভুল শুধরে জয়ের খোঁজে মোহনবাগান - MOHUN BAGAN IN ISL

গত দু’ম্যাচের ধাক্কা ভুলে বেঙ্গালুরু ম্যাচই যে পাখির চোখ, তা সবুজ-মেরুন শিবিরে চোখ রাখলেই বোঝা যাচ্ছে ।

mohun-bagan-super-giant
ভুল শুধরে জয়ের খোঁজে মোহনবাগান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 26, 2025, 8:26 PM IST

কলকাতা, 26 জানুয়ারি: পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফের শক্তপোক্ত করতে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ম্যাচকে পাখির চোখ করছে মোহনবাগান সুপার জায়ান্ট । সুনীল ছেত্রীদের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে পারলে এক ঢিলে দু’টো পাখি মারতে পারবেন হোসে মোলিনা । প্রথম সাক্ষাতে বেঙ্গালুরের বিরুদ্ধে পর্যুদস্তু হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড । এবার ফিরতি সাক্ষাতে বদলা নেওয়ার সুযোগ । যা বাস্তবায়ন করতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান যেমন মজবুত হবে, তেমনি প্রতিশোধটাও নেওয়া যাবে।

আইএসএলের মঞ্চে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ মানে বাড়তি অ্যাড্রেনালিন ক্ষরণ । হোসে মোলিনার ছেলেরা গত দু’টো ম্যাচে জয়ের মুখ দেখেনি । পক্ষান্তরে বেঙ্গালুরু শেষ পাঁচটি ম্যাচে তিনটি হার, একটি ড্র এবং একটি জয় পেয়েছে । সবুজ-মেরুন ব্রিগেডের চেয়ে নয় পয়েন্ট পিছিয়ে । ফলে প্রথম স্থানাধিকারী এবং তৃতীয় স্থানাধিকারীর লড়াই ঘিরে দুই কোচের ফুটবল বুদ্ধির লড়াইয়ে যুবভারতী জমজমাট হবে ।

হোসে মোলিনার বক্তব্য (ইটিভি ভারত)

হোসে মোলিনা বলছেন, তাঁর দলে কার্ড সমস্যায় আশিস রাই নেই । বদলে দীপেন্দু বিশ্বাসের খেলার কথা । যেহেতু ডাগ-আউটে একাধিক যোগ্য বিকল্প, তাই কার্ড বা চোট সমস্যা নিয়ে চিন্তিত নন মোলিনা । অনিরুদ্ধ থাপা প্র্যাকটিস করলেও সোমবারের ম্যাচে তাঁর নামার সম্ভাবনা কম । তবে বিশাল কাইথকে যেকোনও মূল্যে নামাতে চাইছে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক । শনিবার মাঠের ধারে ফিজিও কাছে থাকলেও ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পুরোদমে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে বাগানের শেষ প্রহরীকে । মোলিনাও তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ।

শেষ দু’টো ম্যাচে মোহনবাগান রক্ষণকে কিছুটা হলেও নড়বড়ে দেখিয়েছে । এই অবস্থায় সুনীল ছেত্রী সমৃদ্ধ বেঙ্গালুরু আক্রমণভাগ চিন্তার কারণ হতে পারে । মোলিনা বলছেন, তারা প্রতিপক্ষ শিবিরের পুরো দলকে নিয়েই চিন্তা করছেন । কোনও একজন বা কয়েকজনকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন না । দল হিসেবে বেঙ্গালুরু শক্তিশালী । তাই ওদের সমীহ করতেই হবে ।

শেষ দু’টো ম্যাচে পুরো পয়েন্ট না-পাওয়ার ধাক্কায় সবুজ-মেরুন কি শিক্ষা নিল ? মোলিনা বলছেন, তাঁর দল অনেক গোলের সুযোগ তৈরি করেও ফায়দা তুলতে পারেনি । যে দল ফায়দা তুলতে পারবে তারাই জিতবে । এই ম্যাচে দলের প্রতিটি বিভাগকে ভালো খেলতে হবে । তাহলে সাফল্য আসবে ।

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মনবীর সিং, লিস্টন কোলাসোকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন মোলিনা । পেত্রাতোস, স্টুয়ার্টকে রেখেছিলেন প্রথম একাদশে । পরে বদল করে লিস্টন, মনবীর, কামিংস, ম্যাকলারেনকে নামালেও জয়ের কড়ি তুলতে ব্যর্থ হয়েছিল মোহনবাগান । মোলিনা অবশ্য বলছেন, তিনি সেরা দলই নামিয়েছিলেন ।

আরও পড়ুন

কলকাতা, 26 জানুয়ারি: পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফের শক্তপোক্ত করতে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ম্যাচকে পাখির চোখ করছে মোহনবাগান সুপার জায়ান্ট । সুনীল ছেত্রীদের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে পারলে এক ঢিলে দু’টো পাখি মারতে পারবেন হোসে মোলিনা । প্রথম সাক্ষাতে বেঙ্গালুরের বিরুদ্ধে পর্যুদস্তু হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড । এবার ফিরতি সাক্ষাতে বদলা নেওয়ার সুযোগ । যা বাস্তবায়ন করতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান যেমন মজবুত হবে, তেমনি প্রতিশোধটাও নেওয়া যাবে।

আইএসএলের মঞ্চে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ মানে বাড়তি অ্যাড্রেনালিন ক্ষরণ । হোসে মোলিনার ছেলেরা গত দু’টো ম্যাচে জয়ের মুখ দেখেনি । পক্ষান্তরে বেঙ্গালুরু শেষ পাঁচটি ম্যাচে তিনটি হার, একটি ড্র এবং একটি জয় পেয়েছে । সবুজ-মেরুন ব্রিগেডের চেয়ে নয় পয়েন্ট পিছিয়ে । ফলে প্রথম স্থানাধিকারী এবং তৃতীয় স্থানাধিকারীর লড়াই ঘিরে দুই কোচের ফুটবল বুদ্ধির লড়াইয়ে যুবভারতী জমজমাট হবে ।

হোসে মোলিনার বক্তব্য (ইটিভি ভারত)

হোসে মোলিনা বলছেন, তাঁর দলে কার্ড সমস্যায় আশিস রাই নেই । বদলে দীপেন্দু বিশ্বাসের খেলার কথা । যেহেতু ডাগ-আউটে একাধিক যোগ্য বিকল্প, তাই কার্ড বা চোট সমস্যা নিয়ে চিন্তিত নন মোলিনা । অনিরুদ্ধ থাপা প্র্যাকটিস করলেও সোমবারের ম্যাচে তাঁর নামার সম্ভাবনা কম । তবে বিশাল কাইথকে যেকোনও মূল্যে নামাতে চাইছে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক । শনিবার মাঠের ধারে ফিজিও কাছে থাকলেও ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পুরোদমে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে বাগানের শেষ প্রহরীকে । মোলিনাও তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ।

শেষ দু’টো ম্যাচে মোহনবাগান রক্ষণকে কিছুটা হলেও নড়বড়ে দেখিয়েছে । এই অবস্থায় সুনীল ছেত্রী সমৃদ্ধ বেঙ্গালুরু আক্রমণভাগ চিন্তার কারণ হতে পারে । মোলিনা বলছেন, তারা প্রতিপক্ষ শিবিরের পুরো দলকে নিয়েই চিন্তা করছেন । কোনও একজন বা কয়েকজনকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন না । দল হিসেবে বেঙ্গালুরু শক্তিশালী । তাই ওদের সমীহ করতেই হবে ।

শেষ দু’টো ম্যাচে পুরো পয়েন্ট না-পাওয়ার ধাক্কায় সবুজ-মেরুন কি শিক্ষা নিল ? মোলিনা বলছেন, তাঁর দল অনেক গোলের সুযোগ তৈরি করেও ফায়দা তুলতে পারেনি । যে দল ফায়দা তুলতে পারবে তারাই জিতবে । এই ম্যাচে দলের প্রতিটি বিভাগকে ভালো খেলতে হবে । তাহলে সাফল্য আসবে ।

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মনবীর সিং, লিস্টন কোলাসোকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন মোলিনা । পেত্রাতোস, স্টুয়ার্টকে রেখেছিলেন প্রথম একাদশে । পরে বদল করে লিস্টন, মনবীর, কামিংস, ম্যাকলারেনকে নামালেও জয়ের কড়ি তুলতে ব্যর্থ হয়েছিল মোহনবাগান । মোলিনা অবশ্য বলছেন, তিনি সেরা দলই নামিয়েছিলেন ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.