পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

নতুন পেশা বেছে নিলেন বনি? হাল ধরতে সঙ্গী প্রিয়াঙ্কা - Bonny Sengupta New Movie

Bonny Sengupta New Movie: হরনাথ চক্রবর্তীর 'ডাল বাটি চুরমা'-র পর নতুন ছবি নিয়ে আসছেন বনি সেনগুপ্ত ৷ অনেকদিন পর কৌশানি মুখোপাধ্যায় নয়, বনি জুটি বাঁধলেন নতুন নায়িকার সঙ্গে ৷

Etv Bharat
বনি-প্রিয়াঙ্কার নতুন ছবি

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 2:41 PM IST

Updated : Feb 18, 2024, 2:49 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: পেশা বদলাচ্ছেন অভিনেতা বনি সেনগুপ্ত? কারণ আচমকাই তিনি খুলে ফেলেছেন 'রবিন'স কিচেন' ৷ মনে খটকা লাগছে তো? তাহলে বিষয়টা পরিষ্কার করেই বলা যাক ৷ নতুন একটি গল্প নিয়ে ছবির পর্দায় আসছেন বনি সেনগুপ্ত ৷ সঙ্গী প্রিয়াঙ্কা সরকার ৷ ছবির নাম 'রবিন'স কিচেন'। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং ৷ পরিচালনার দায়িত্বে বাপ্পা।

ছবিতে রবিনের চরিত্রে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। অন্যদিকে বনি সেনগুপ্তর বিপরীতে নীহারিকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। ছবিতে আরও দুটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন শান্তনু নাথ ও সাশ্রীক গঙ্গোপাধ্যায়। চিত্রনাট্য কিছুটা এইরকম ৷ হিরো রবিন, একটা ক্যাফে খুলেছে, যার নাম - 'রবিনস কিচেন'। তাঁর সবসময়ই শখ ছিল ছোটবেলায় মায়ের হাতে খাওয়া একটা স্পেশাল চিকেন ডিশ তৈরি করে লোককে খাওয়ানো, তা হল 'চিজি তন্দুরী চিকেন'।

সেইমতো ক্যাফেতে সেই স্পেশাল ডিশটি তৈরি করে সে জনপ্রিয়ও হয়ে ওঠে। কিন্তু পাড়ার লোকাল নেতা অরিত্রর চোখ পড়ে যায় তাঁর এই সাফল্য ৷ সে ক্রমশ রবিনকে চাপ দিতে থাকে বিভিন্নভাবে। এরই মধ্যে ব্যবসার কাজে রবিনকে চলে যেতে হয় বেঙ্গুলুরুতে। এই সুযোগে অরিত্র ক্যাফেটা হাতিয়ে নেওয়ার প্ল্যান করে এবং রবিনের প্রেমিকা নীহারিকাকে অপহরণ করে নিয়ে যায়। এইবার রবিন কীভাবে এর বদলা নেবে সেই নিয়েই সিনেমার গল্প। গল্পের শেষে দর্শক একটা অভাবনীয় টুইস্টের মুখোমুখি হবে যা সিনেমাটিকে একটি অন্য মাত্রায় নিয়ে যাবে বলে জানিয়েছেন পরিচালক।

চলতি বছরে 'পাণ্ডে মোশন পিকচার্স"- এর ব্যানারে মুকেশ পাণ্ডের প্রযোজনায় বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। ছবিতে বেশ কয়েকটি দারুণ গান রয়েছে রয়েছে বলে জানিয়েছেন পরিচালক। এর বেশি কিছু এই মুহূর্তে বলতে নারাজ ছবির টিম ৷ সব মিলিয়ে টলিউডে নতুন এই জুটিকে দেখতে অপেক্ষায় রইল অনুরাগীরা ৷

Last Updated : Feb 18, 2024, 2:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details