পশ্চিমবঙ্গ

west bengal

টোপর মাথায় শিবপ্রসাদ, 'শিমুল পলাশ'কে সাক্ষী রেখে শুরু নতুন জীবন - Bohurupi Songs

By ETV Bharat Entertainment Team

Published : Sep 13, 2024, 1:44 PM IST

Shimul Polash Song: 8 অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'বহুরূপী '৷ মুক্তি পেল ছবির প্রথম গান ৷ নেপথ্যের গল্প সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ ৷

Shimul Polash Song
'শিমুল পলাশ' গানের দৃশ্য (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 13 সেপ্টেম্বর: 'বেলাশুরু' সিনেমার সেই গানটা মনে আছে 'ইনি বিনি টাপা টিনি...' ৷ কলার টিউন থেকে লোকের মুখে মুখে ফিরতে থাকে সেই গান ৷ নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাঁদের আগামী ছবিতেও তুলে আনলেন গ্রাম বাংলার বিয়ের গান ৷ শুক্রবার সামনে এল 'বহুরূপী' সিনেমার প্রথম গান 'শিমুল পলাশ' ৷

'আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়া গো, শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া।...' গানটি মুক্তি পাওয়ার পর সোশাল মিডিয়ায় ভালোবাসা বাড়তে থাকে দর্শকদের ৷ গানে কণ্ঠ দিয়েছেন ননিচোরা দাস বাউল, শ্রেষ্ঠা দাস ও বনি চক্রবর্তী ৷ গানের কথা লিখেছেন ননিচোরা দাস বাউল নিজেই ৷ মজার বিষয় হল, গায়িকা শ্রেষ্ঠাকে আগে চিনতেন না পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ ৷ কীভাবে 'বহুরূপী' সিনেমায় প্লে-ব্যাক সিঙ্গার হিসাবে শ্রেষ্ঠা তিনটে গান গাওয়ার সুযোগ পেলেন, তা নিজেই জানিয়েছেন শিবপ্রসাদ ৷

এদিন তিনি শ্রেষ্ঠার ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ এরপর অভিনেতা লেখেন, "ইনি শ্রেষ্ঠা। আমাদের ‘বহুরূপী’ সিনেমায় এনার গান আপনারা শুনতে পাবেন। প্রথমবার ইনি সিনেমাতে প্লে-ব্যাক করছেন। বহুরূপী সিনেমায় এনার তিনটি গান আছে। প্রথম সিনেমাতেই তিনটি গান গাওয়ার সুযোগ খুব বিরল। ওনার সঙ্গে আমার পরিচয় সেভাবে হয়নি। বৃহস্পতিবার ওনাকে আমি চোখে দেখেছি। সংগীত পরিচালক বনি চক্রবর্তী শ্রেষ্ঠাকে দিয়ে গান গাইয়ে আমার কাছে পাঠিয়েছিলেন। আমাদের ওনার গলা ভালো লাগে। ওনার গলা দিয়েই আমি ওনাকে চিনেছিলাম। ঠিক যেমন ‘তুমি যাকে ভালবাসো’। ‘প্রাক্তন’ সিনেমায় অনুপম রায় আমাকে ভয়েস স্যাম্পেল পাঠিয়েছিলেন। পরে জেনেছিলাম উনি ইমন চক্রবর্তী। বাকিটা ইতিহাস। ঠিক তেমন ভাবেই শ্রেষ্ঠাকে আমরা চিনলাম।"

এরপর শিবপ্রসাদ লেখেন, "সচরাচর কোন্ গায়িকা গাইবেন সে বিষয়ে আমাদের খুব একটা সিদ্ধান্ত থাকে না। সংগীত পরিচালকের সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। শ্রেষ্ঠার গান আপনাদের ভালো লাগবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলা সংগীত জগত পাবে এক নতুন প্লে-ব্যাক সিঙ্গারকে।"

বলা বাহুল্য, গ্রাম-বাংলার বিয়ের গান 'শিমুল পলাশ'-এ শ্রেষ্ঠার গায়িকা ভঙ্গি অপূর্ব ৷ গানে তুলে ধরা হয়েছে শিবপ্রসাদ অর্থাৎ পর্দার বিক্রম ও কৌশানি মুখোপাধ্যায় অর্থাৎ ঝিমলি-র বিয়ের দৃশ্য ৷ ভালোবাসার দুটি মানুষের একান্ত যাপনের নানা মুহূর্ত সুন্দরভাবে ফ্রেমবন্দি করা হয়েছে গানে গানে ৷ উল্লেখ্য, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীকে ৷ উইন্ডোজ প্রোযোজিত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'বহুরূপী' মুক্তি পাবে 8 অক্টোবর ৷

ABOUT THE AUTHOR

...view details