পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মৃণালদা কোনও সংলাপ দিতেন না, শুধু অভিব্যক্তি বুঝিয়ে দিতেন: রঞ্জিত মল্লিক - Mrinal Sen Birth Anniversary - MRINAL SEN BIRTH ANNIVERSARY

Ranjit Mallick about Mrinal Sen: কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের 101-তম জন্মবার্ষিকী আজ ৷ তাঁর সিনেমায় অভিনয়ের সময়কার বেশ কিছু স্মৃতি ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক ৷

Ranjit Mallick
মৃণাল সেনের স্মৃতিচারণায় অভিনেতা রঞ্জিত মল্লিক (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 10:09 PM IST

কলকাতা, 14 মে: মৃণাল সেনের 101-তম জন্মবার্ষিকীতে তাঁকে ঘিরে স্মৃতির সরণীতে হাঁটলেন প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক । কিংবদন্তি পরিচালকের 'ইন্টারভিউ' ছবির মাধ্যমে তাঁর সিনেমা-জগতে অভিষেক ঘটেছিল । 1971 সালে মুক্তি পেয়েছিল কালজয়ী সেই ছবি ।

ইটিভি ভারতের তরফে রঞ্জিত মল্লিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, "আমি কৃতজ্ঞ মৃণাল দা'র কাছে । 'ইন্টারভিউ'-এর মাধ্যমেই আমার সিনেমায় আসা । এরপর আজ পর্যন্ত অনেক কাজ করেছি । কম বেশি নাম-ডাকও হয়েছে । এর কিছুই হতো না 'ইন্টারভিউ' ছবিটা না হলে । আমি খুব বেশি কাজ তো ওঁর সঙ্গে করিনি । কিন্তু অটুট সম্পর্কটা ছিল 40 বছরের । মৃণাল দা'র 'কলকাতা 71' ছবিতেও আমি একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলাম । তবে 'ইন্টারভিউ'-এর জন্য আমি প্রথম আন্তর্জাতিক পুরস্কার পাই । চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমি সেরা অভিনেতার পুরস্কার পাই । দিনটা ছিল 2 অগস্ট । তাই প্রতি বছর ওই দিনে আমি সকাল সকাল মৃণাল দা আর বৌদির সঙ্গে দেখা করতে ওঁর বাড়িতে যেতাম । মৃণাল দা কাজেই ব্যস্ত থাকতেন । বৌদি কথা বলতেন । বৌদির আন্তরিকতা জীবনে ভুলব না । একদম যেন নিজের বৌদিই ছিলেন ।"

'ইন্টারভিউ'-তে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে অভিনেতা বলেন, "আমি ডায়লগ জানতে চাইলে বলেছিলেন, ডায়লগ আবার কী ? যা প্রশ্ন আসবে তার উত্তর দেবে । আরেকদিন শুটিংয়ে গিয়ে স্ক্রিপ্ট চাইলে বললেন, যা খুশি বলে দাও । উনি শুধু অভিব্যক্তি বুঝিয়ে দিতেন ৷ সংলাপ দিতেন না । সংলাপ হেসে নাকি রেগে নাকি অবাক হয়ে বলব, শুধু সেটুকু বলে দিতেন । বাকিটা অভিনেতাকে করার স্বাধীনতা দিতেন । সেদিন আমি ভেবেছিলাম রসিকতা । কিন্তু না, উনি কথাটা সিরিয়াসলি বলেছিলেন । এভাবে আজ পর্যন্ত কোনও কাজ আমি করিনি । ওঁর কাছে কোনও পাকাপাকি স্ক্রিপ্ট থাকত না । ফ্লোরে গিয়ে নিজের মতো করে স্ক্রিপ্ট সাজাতেন এবং বদলাতেন । সত্যজিৎ রায়ের কাছে যেমন সবটা গোছানো থাকত, মৃণাল সেনের কাছে সেটা থাকত না ।"

তিনি আরও বলেন, "মৃণাল সেন, সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক আন্তর্জাতিক মানের পরিচালক ছিলেন । এ কথা তো অস্বীকার করার উপায় নেই । তবে, আরও একটা নাম আমি বলব, তপন সিনহা । এঁরা প্রত্যেকেই আন্তর্জাতিক মানের ছবি বানাতেন । কোনও এক সংবাদপত্রে একবার লেখা হয়েছিল, সেই তারিখ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত দশটি বাংলা সিনেমার মধ্যে তিনটিই তিনজন বাঙালি পরিচালকের । তাঁরা সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক ।"

এই প্রসঙ্গে মৃণাল সেনের ছবির আরও একটি বৈচিত্র্যের কথা বলেন রঞ্জিত মল্লিক । পরিচালক রিল আর রিয়েল লাইফ একত্র করে কাজ করতেন । অভিনেতার কথায়, "ইন্টারভিউ ছবিতে ট্রামের মধ্যে আমার একটা দৃশ্য ছিল । সেখানে আমি নিজের সম্বন্ধে কথা বলছি, আমার নাম, পদবী, বাড়ি ভবানীপুর, মৃণালবাবু একই রেখেছিলেন । খুব মজা পেয়েছিলাম । তবে, আমার মায়ের চরিত্রে যিনি অভিনয় করেন তিনি আদতে আমার মা নন । অথচ আমার মা যা যা করেন সেগুলোই ওঁকে দিয়ে করিয়েছিলেন । ছবি বানানোর এরকম কায়দা আমি আজ পর্যন্ত কারও মধ্যে দেখিনি । আজ ওঁর জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণাম । আমি আমার আজ পর্যন্ত সবকিছুর জন্য মৃণাল দা'র কাছে কৃতজ্ঞ ।"

আরও পড়ুন :

  1. প্রথম ছবিতেই অভিনয়ে স্বাধীনতা দিয়েছিলেন মৃণালদা: অনসূয়া মজুমদার
  2. 'অনেক বকা খেয়েছি', মৃণাল সেনের 101তম জন্মদিনে গুরুর স্মৃতিতে ডুব শিষ্য অঞ্জনের
  3. মৃণাল সেনের স্ত্রীর চরিত্রটা পেয়ে একবারও পারিশ্রমিকের কথা ভাবিনি: বিদীপ্তা

ABOUT THE AUTHOR

...view details