ETV Bharat / entertainment

'গোল্ডেন গ্লোব' পাখির চোখ পায়েলের, কবে-কোথায় দেখবেন অ্যাওয়ার্ড শো ? - 82ND GOLDEN GLOBES

আন্তর্জাতিক মঞ্চে মিলবে তারকাদের স্বীকৃতি ৷ কবে-কোথায় বসছে 82 গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আসর ? ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া কি পারবেন পুরস্কার জিততে ?

Etv Bharat
'গোল্ডেন গ্লোব' পাখির চোখ পায়েলের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 3, 2025, 4:21 PM IST

হায়দরাবাদ, 3 জানুয়ারি: কান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাওয়ার পর 82 গোল্ডেন গ্লোব পুরস্কার হাতে উঠবে কি ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়ার ? উত্তর জানার সময় এসে গিয়েছে ৷ গোল্ডেন গ্লোবে পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট আন্তর্জাতিক মঞ্চে সেরার শিরোপা পাওয়ার দৌড়ে রয়েছে ৷

সেরা পরিচালক ও সেরা মোশন পিকচার্স (নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ) বিভাগে মনোনীত হয়েছে পায়েলের ছবি ৷ ফলে ভারতীয় সিনেমা হিসাবে পায়েলের স্বীকৃতি পাওয়ার আশা করেছেন সকলেই ৷ চলতি বছর 82 গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠান কবে-কখন দেখা যাবে, প্রকাশ্যে এল দিন-সময় ৷

গোল্ডেন গ্লোব 2025: ভারতীয় সিনেমার জন্য বড় মাইলস্টোন

আন্তর্জাতিক মঞ্চে পায়েল কাপাডিয়ার ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইট প্রশংসিত হয়েছে ৷ কান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ প্রিমিয়ার হয়েছে এই ছবির ৷ জিতেছে পুরস্কার ৷ বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম হিসাবে জিতেছে শিকাগো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ৷ বেস্ট ইন্টান্যাশনাল ফিল্মের পুরস্কার জিতেছে ফ্লোরিডা ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওডার্স অনুষ্ঠানে ৷ এমনকী, ঘরে এনেছে গোথাম পুরস্কারও ৷

সিনেপ্রেমীদের আশা, এবার গোল্ডেন গ্লোব হাতে আসুক পরিচালক পায়েল কাপাডিয়ার ৷ বিশ্বমঞ্চে উজ্জ্বল হোক ভারতীয় সিনেমার নাম ৷

কবে-কোথায় দেখবেন 82 গোল্ডেন গ্লোব অনুষ্ঠান

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 5 জানুয়ারি অর্থাৎ রবিবার ৷ লস অ্যাঞ্জলসের বেভারলি হিলটন হোটেলে বসবে তারকাদের আসর ৷ আমেরিকাবাসী লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন 5 PM PT/8 PM ET সিবিএস চ্যানেলে অথবা প্য়ারামাউন্ট প্লাসে সাবস্ক্রিপশন থাকলে ৷

ভারতীয় দর্শকরা লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন সোমবার অর্থাৎ 6 জানুয়ারি সকাল 6.30 মিনিটে ৷ লায়নস্টেজ প্লে প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ভারতীয়রা ৷

নমিনেশনের দৌড়ে এগিয়ে যারা

এমিলিয়া পেরেজ 10টা নমিনেশন পেয়ে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে রয়েছেন ৷ ব্রুটালিস্ট পেয়েছে 7টা নমিনেশন ৷ সাসপেন্স ড্রামা কনক্লেভ পেয়েছে 6টি নমিনেশন ৷ দ্য বিয়ার সিরিজ পেয়েছে 5টা নমিনেশন ৷

তারকাদের মেলা

এইদিন অনুষ্ঠান আরও বেশি ঝলমলে হতে চলেছে একাধিক তারকার উপস্থিতিতে ৷ অ্যাওয়ার্ড সেরেমনিতে উপস্থিত থাকবেন অ্যান্ড্রু গারফিল্ড, আনিয়া টেলর-জয়, সালমা হায়েক পিনল্ট, সেথ রোজেন, ভিন ডিজেল, মাইকেল কিটন, গ্যাল গ্যাডট, কোলম্যান ডোমিঙ্গো, কেট হাডসন, মিন্ডি কালিং এবং আরিয়ানা ডিবোস।

অনুষ্ঠানের সঞ্চালক

এই বছর অনুষ্ঠান সঞ্চালনা করবেন কমেডিয়ান নিক্কি গ্লেসার ৷ তাঁর অসাধারণ বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব উপস্থিত দর্শকদের এন্টারটেইন করতে পারবেন, এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷

হায়দরাবাদ, 3 জানুয়ারি: কান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাওয়ার পর 82 গোল্ডেন গ্লোব পুরস্কার হাতে উঠবে কি ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়ার ? উত্তর জানার সময় এসে গিয়েছে ৷ গোল্ডেন গ্লোবে পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট আন্তর্জাতিক মঞ্চে সেরার শিরোপা পাওয়ার দৌড়ে রয়েছে ৷

সেরা পরিচালক ও সেরা মোশন পিকচার্স (নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ) বিভাগে মনোনীত হয়েছে পায়েলের ছবি ৷ ফলে ভারতীয় সিনেমা হিসাবে পায়েলের স্বীকৃতি পাওয়ার আশা করেছেন সকলেই ৷ চলতি বছর 82 গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠান কবে-কখন দেখা যাবে, প্রকাশ্যে এল দিন-সময় ৷

গোল্ডেন গ্লোব 2025: ভারতীয় সিনেমার জন্য বড় মাইলস্টোন

আন্তর্জাতিক মঞ্চে পায়েল কাপাডিয়ার ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইট প্রশংসিত হয়েছে ৷ কান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ প্রিমিয়ার হয়েছে এই ছবির ৷ জিতেছে পুরস্কার ৷ বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম হিসাবে জিতেছে শিকাগো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ৷ বেস্ট ইন্টান্যাশনাল ফিল্মের পুরস্কার জিতেছে ফ্লোরিডা ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওডার্স অনুষ্ঠানে ৷ এমনকী, ঘরে এনেছে গোথাম পুরস্কারও ৷

সিনেপ্রেমীদের আশা, এবার গোল্ডেন গ্লোব হাতে আসুক পরিচালক পায়েল কাপাডিয়ার ৷ বিশ্বমঞ্চে উজ্জ্বল হোক ভারতীয় সিনেমার নাম ৷

কবে-কোথায় দেখবেন 82 গোল্ডেন গ্লোব অনুষ্ঠান

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 5 জানুয়ারি অর্থাৎ রবিবার ৷ লস অ্যাঞ্জলসের বেভারলি হিলটন হোটেলে বসবে তারকাদের আসর ৷ আমেরিকাবাসী লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন 5 PM PT/8 PM ET সিবিএস চ্যানেলে অথবা প্য়ারামাউন্ট প্লাসে সাবস্ক্রিপশন থাকলে ৷

ভারতীয় দর্শকরা লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন সোমবার অর্থাৎ 6 জানুয়ারি সকাল 6.30 মিনিটে ৷ লায়নস্টেজ প্লে প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ভারতীয়রা ৷

নমিনেশনের দৌড়ে এগিয়ে যারা

এমিলিয়া পেরেজ 10টা নমিনেশন পেয়ে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে রয়েছেন ৷ ব্রুটালিস্ট পেয়েছে 7টা নমিনেশন ৷ সাসপেন্স ড্রামা কনক্লেভ পেয়েছে 6টি নমিনেশন ৷ দ্য বিয়ার সিরিজ পেয়েছে 5টা নমিনেশন ৷

তারকাদের মেলা

এইদিন অনুষ্ঠান আরও বেশি ঝলমলে হতে চলেছে একাধিক তারকার উপস্থিতিতে ৷ অ্যাওয়ার্ড সেরেমনিতে উপস্থিত থাকবেন অ্যান্ড্রু গারফিল্ড, আনিয়া টেলর-জয়, সালমা হায়েক পিনল্ট, সেথ রোজেন, ভিন ডিজেল, মাইকেল কিটন, গ্যাল গ্যাডট, কোলম্যান ডোমিঙ্গো, কেট হাডসন, মিন্ডি কালিং এবং আরিয়ানা ডিবোস।

অনুষ্ঠানের সঞ্চালক

এই বছর অনুষ্ঠান সঞ্চালনা করবেন কমেডিয়ান নিক্কি গ্লেসার ৷ তাঁর অসাধারণ বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব উপস্থিত দর্শকদের এন্টারটেইন করতে পারবেন, এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.