মুম্বই, 3 জানুয়ারি: বিগবস প্রেমীদের জন্য সুখবর ৷ এবার সলমন খানের সঙ্গে বিগবসের ঘরে আসবে দক্ষিণী তারকা রামচরণ ৷ শুক্রবার রাতেই টেলিভিশনের সবচেয়ে বড় রিয়েলিটি শোয়ে দেখা যাবে অভিনেতাকে ৷ আসন্ন 'গেম চেঞ্জার' ছবির প্রোমোশনেই এই পদক্ষেপ নির্মাতাদের ৷ এইদিন শুধু সলমন খানের সঙ্গে দেখা নয়, প্রতিযোগীদের সঙ্গেও কথা বলবেন রাম চরণ ৷
শঙ্কর পরিচালিত ছবি তেলুগুর পাশাপাশি মালয়লম, কন্নড়, তামিল ও হিন্দিতেও মুক্তি পাচ্ছে ৷ যেভাবে 'পুষ্পা 2' হিন্দি দর্শকদের হলে টানতে পেরেছে তেমনই এই ছবিও দর্শকদের হলমুখী করবে প্রত্যাশা রয়েছে ৷ রামচরণের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদবানিকে ৷
আরআরআর ছবির তারকা রিয়েলিটি শোয়ের ঘরে
এই মুহূর্তে টেলিভিশনের টিআরপির দিক থেকে 'বিগবস' এক নম্বরে ৷ শোয়ের প্রতিটা সিজন দর্শকদের আকর্ষণের কেন্দ্রে থাকে ৷ ফলে এমন শোয়ে ছবি প্রোমোট করতে অনেক তারকাই উপস্থিত হন ৷ তালিকা থেকে বাদ গেলেন না রামচরণও ৷ তিনি 3 তারিখ অর্থাৎ শুক্রবার হায়দরাবাদ থেকে উড়ে যান মুম্বই ৷ সেখানে শোয়ের শুটিং করবেন তিনি ৷ এই নিয়ে দ্বিতীয়বার তিনি যাচ্ছেন বিগবসের ঘরে ৷ এর আগে 'আরআরআর' ছবির জন্য তিনি রিয়েলিটি শোয়ের মঞ্চে হাজির হয়েছিলেন ৷ তার সঙ্গে ছিলেন জুনিয়র এনটিআর ও আলিয়া ভাট ৷ 3 বছর পর 'গেমচেঞ্জার' ছবির জন্য আবারও তিনি সলমনের সামনে ৷ 'ফ্রাইডে কা বার'-এর বিশেষ পর্বে ভাইজানের সঙ্গে শো সঞ্চালনা করতে দেখা যাবে রামচরণকে ৷
গেমচেঞ্জার ট্রেলার
2 তারিখ সামনে এসেছে গেমচেঞ্জার ছবির ট্রেলার ৷ যা দর্শকদের মধ্যে সিনেমার দেখার উত্তেজনা বাড়িয়েছে ৷ অনুরাগীদের কাছ থেকেও মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়া ৷ দুর্নীতির বিরুদ্ধে রামচরণের লড়াই সিনেমা অভিজ্ঞতাকে নিয়ে যাবে অন্য পর্যায় ৷ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে অভিনেতাকে ৷ একদিকে তাঁকে দেখা যাবে আইএএস অফিসার রামনন্দনের চরিত্রে ৷ আবার বাবার চরিত্রেও দেখা যাবে তাঁকে ৷ 10 তারিখ মুক্তি পাবে এই ছবি ৷ 200 থেকে 400 কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে 'গেমচেঞ্জার' ৷