বহরমপুর, 5 জানুয়ারি: জাল পাসপোর্ট-কাণ্ড ও জঙ্গি যোগের জের ৷ রাজ্যে আরও কড়াকড়ি পাসপোর্ট যাচাইয়ের নিয়ম ৷ মুর্শিদাবাদে পাসপোর্ট আবেদনকারীদের দাবি, এতে হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের ৷
পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে নেমে ইতিমধ্যে রাজ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পাশাাপাশি গত এক মাসে বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছে অনেকে । মুর্শিদাবাদে হদিশ মিলেছে একাধিক জঙ্গি সংগঠনের স্লিপার সেলের । এবার তার প্রভাব পড়েছে নতুন পাসপোর্ট তৈরি ও পাসপোর্ট নবীকরণেও ।
আবেদনকারীদের দাবি, আগে পাসপোর্ট নবীকরণ করতে শুধুমাত্র পুরাতন পাসপোর্টের সঙ্গে আধার ও এপিক কার্ড লাগত । এখন নবীকরণ করতে প্রমাণপত্র হিসেবে বহু নথি লাগছে । আর যার ফলে পাসপোর্ট নবীকরণের জন্য একাধিক নথি জোগাড় করতে গিয়ে জেরবার হতে হচ্ছে আবেদনকারীদের ।
আর তাতে মহিলারাই বেশি সমস্যায় পড়ছেন । কারণ মুর্শিদাবাদের বহু বাসিন্দা এই মূহূর্তে রয়েছেন আরব দুনিয়ায় । যাঁদের পাসপোর্ট নবীকরণের সময় হয়েছে, তাঁদের যাবতীয় নথি নিয়ে স্ত্রীরা পাসপোর্ট নবীকরণে পাসপোর্ট অফিস ও পুলিশ ভেরিফিকেশনের জন্য ডিআইবি (ডিস্ট্রিক্ট ইনটেলিজেন্স ব্যুরো) অফিসে চক্কর কাটছেন ।
পাসপোর্ট জালিয়াতি চক্র রাজ্যজুড়ে রমরমিয়ে চলছে । ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ সেই তালিকার শীর্ষে রয়েছে । খাগড়াগড়-কাণ্ডে মুর্শিদাবাদে জঙ্গি ডেরার হদিশ মিলেছে । মুর্শিদাবাদের স্লিপার সেল থেকেই তৈরি হতো হামলার ব্লু প্রিন্ট । গত একমাসে আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) সঙ্গে যুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে । তাদের নাম শাব শেখ, আব্বাস আলি, মিনরুল শেখ, সাজিবুল ইসলাম ও মুস্তাকিম মণ্ডল ।
আর এরপরেই এবার পাসপোর্ট পেতে আঁটোসাটো নিয়ম বেঁধে দেওয়া হয়েছে । পাসপোর্ট অফিসের এক আধিকারিকের কথায়, "আমাদের একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে ৷ সেই অনুযায়ী আমরা পাসপোর্টের জন্য আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে দেখছি ৷ তারপর পাসপোর্ট নবীকরণ বা নতুন দেওয়া হচ্ছে ৷"
আবেদনকারী নাজির হোসেন ও আম্বিয়া শেখের বক্তব্য, "আগে পাসপোর্ট নবীকরণ করতে কেবলমাত্র পুরাতন পাসপোর্টের সঙ্গে এপিক ও আধার কার্ডের প্রমাণ লাগত । এখন তার সঙ্গে বাবা মায়ের সমস্ত প্রমাণ লাগছে ৷ বাবা মা বেঁচে না থাকলে মৃত্যুর শংসাপত্র, জমির দলিল, বয়স ও রেসিডেন্সিয়াল প্রমাণ, বাবা মা-সহ আবেদনকারীর রেশন কার্ড লাগছে । প্রথমে এই নথির ফটোকপি জমা দিতে হচ্ছে পাসপোর্ট অফিসে । পরে পুলিশ ভেরিফিকেশনে দেখাতে হচ্ছে অরিজনাল ডকুমেন্ট ।"
কান্দি থানার মহালন্দির সাকিলা বিবির স্বামী জালালুদ্দিন শেখ এক বছর ধরে সৌদি আরবে রয়েছেন । সাকিলা বিবি বলেন, "আগে পাসপোর্ট নবীকরণে এতো হ্যাপা ছিল না । এখন প্রমাণ জোগাড় করতে গিয়ে প্রচুর হয়রানি হচ্ছে । বহু প্রশ্নের জবাব দিতে হচ্ছে । অনেকে সন্দেহের চোখে দেখছেন । এমনটা হওয়া উচিত নয় ।"