অমৃতসর, 22 ফেব্রুয়ারি: দফতরের কোনও অস্তিত্ব নেই ৷ এদিকে দেড় বছরেরও বেশি সময় ধরে সেই দফতরের কাজকর্ম সামলেছেন মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল ৷ এই সুযোগে পঞ্জাবের আপ সরকারকে আক্রমণ শানিয়েছে বিজেপি ৷
এই বিষয়ে পঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবত সিং মান বলেন, "আমরা এই দফতরের নাম বদলে একটি নতুন দফতর করেছি ৷ আগে এটা শুধু একটা নামে ছিল ৷ কোনও কর্মচারী বা কার্যালয় ছিল না ৷ এখন এই দফতরের কাজ সংস্কার- তা আমলাদের মধ্যে হতে পারে বা অন্য ক্ষেত্রেও ৷ আমরা আরও কয়েকটি দফতর একসঙ্গে জুড়ে একটি দফতরে পরিণত করব, যাদের কাজকর্ম মোটামুটি এক ধরনের ৷"
#WATCH | On Punjab Minister Kuldeep Singh Dhaliwal ran 'non-existent' department, Punjab CM Bhagwant Mann says, " ...we changed its name and created a new department. earlier it was just for the name, there was no staff or office. now, it has been created to bring reforms, whether… pic.twitter.com/Oij64qcJFe
— ANI (@ANI) February 22, 2025
বিষয়টি সামনে আসে পঞ্জাবের আপ সরকারের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ৷ 21 ফেব্রুয়ারি পঞ্জাবের ভগবত সিং মানের সরকার একটি গেজেট নোটিফিকেশনে নিশ্চিত করে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বা প্রশাসনিক সংস্কারের এই দফতরটির কোনও অস্তিত্ব নেই ৷ প্রশাসনিক সংস্কার দফতরটির দায়িত্ব কুলদীপ সিং ধালিওয়ালকে দেওয়া হয়েছিল ৷ কিন্তু আজকের তারিখে সেই দফতরটিই নেই ৷ তাই এবার মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়ালের কাছে রইল শুধুই এনআরআই বিষয়ক দফতর ৷
পঞ্জাবের আপ সরকারে প্রথম দিকে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল কুলদীপ সিং ধালিওয়ালকে ৷ পরে 2023 সালের মে মাসে পঞ্জাবের মন্ত্রিসভায় রদবদল হয় ৷ তখন এনআরআই বিষয়ক দফতরের সঙ্গে প্রশাসনিক সংস্কার দফতরটিও ধালিওয়ালকে দেওয়া হয় ৷ পরে দেখা যায় 'অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস' দফতরটি নেই ৷
Punjab minister Kuldeep Singh Dhaliwal to hold the portfolio of NRI Affairs only. Department of Administrative Reforms, which was earlier allocated to Dhaliwal, is no longer in existence, as per the Punjab government Gazette notification. pic.twitter.com/3oX8vMVJ20
— ANI (@ANI) February 21, 2025
সূত্রের খবর, সরকারের তরফে এই দফতরে মন্ত্রীকে সাহায্য করার কোনও কর্মচারী দেওয়া হয়নি ৷ এমনকী প্রশাসনিক সংস্কার বিষয়ে বিগত 20 মাসে কোনও বৈঠকও হয়নি ৷
বিজেপি নেতারা এই আবহে ভগবত সিং মানের প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ পঞ্জাবে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি কটাক্ষ করে বলেন, "আপ পঞ্জাব প্রশাসনকে নিয়ে মজা করছে ৷ আপ-এর একজন মন্ত্রী একটা দফতর চালাল 20 মাস ধরে ৷ এদিকে সেই দফতরটা কখনও ছিলই না !"
বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্য এনিয়ে আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে বলেন, "জনগণের জীবনে এরকম ভণ্ডের না থাকাই উচিত ৷ পঞ্জাব সরকারের দুর্দশা ভাবতে পারেন ! এক মন্ত্রীকে একটি দফতর দেওয়া হয়েছে, বাস্তবে যার অস্তিত্ব নেই ৷ আর এটা বুঝতে 20 মাস লেগে গেল !"