কলকাতা, 5 জানুয়ারি: ক্যাঙারুর দেশে ভূপতিত টিম ইন্ডিয়া ৷ অ্যাডিলেড, মেলবোর্নের পর সিডনিতেও ধরাশায়ী হয়ে দশ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতীয় দলের ৷ অজিভূমে ভারতের হারের নানা কারণের মধ্যে সবচেয়ে বড় সামগ্রিকভাবে ব্য়াটিং ইউনিটের ব্য়র্থতা ৷ ব্র্য়াডম্য়ানের দেশে পরাজয়ের কারণ খুঁজতে বসে ব্য়াটিং ব্যর্থতাকেই সামনে রাখছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রবিবার মহারাজ জানালেন, অস্ট্রেলিয়ায় 170-180 রান করলে জয় পাওয়া সম্ভব নয় ৷
সৌরভ এদিন বলেন, "ভারত ভালো ব্য়াটিং করেনি ৷ জিততে গেলে ভালো ব্য়াট করতে হবে তো ৷ টেস্ট জিততে গেলে ভালো ব্যাটিং জরুরি ৷ 170-180 রান করলে টেস্ট ম্য়াচ জিতবে না ৷ অন্ততপক্ষে 350-400 রান করতে হবে ৷" মিডল-অর্ডারে ঋষভ পন্তকে কি আরও দায়িত্ববান হতে হবে? সৌরভ বলেন, "সবাইকেই দায়িত্ব নিতে হবে ৷ এটা একজনের ব্যাপার না ৷ সকলকেই রান করতে হবে ৷"
পারথে শতরান করলেও পরবর্তীতে অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির ব্য়াটিং নিয়ে যত কম বলা যায় ততই ভালো ৷ অফস্ট্য়াম্পের বাইরের বল খোঁচা দিয়ে বিরাটের স্লিপে বারংবার ধরা পড়া নিয়ে 'প্রিন্স অফ ক্য়ালকাটা' বলেন, "ঠিক বুঝতে পারছি না ৷ তবে আমি নিশ্চিত ও নিজেই সমস্য়ার সমাধান করে এই জায়গা থেকে বেরিয়ে আসবে ৷" পাশাপাশি রোহিত শর্মা যেমন ব্যক্তিগত সিদ্ধান্তে সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন, ভবিষ্যত নিয়েও তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন সৌরভ ৷
সিডনিতে রবিবার দ্বিতীয় ইনিংসে 157 রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল ৷ 162 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে চার উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অস্ট্রেলিয়া ৷ 3-1 ব্যবধানে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা পাকা করে নেয় অজিরা ৷