ETV Bharat / sports

লাল-হলুদে কোস্টারিকার জাতীয় দলের ফুটবলার? ঘোষণা ডার্বির আগেই - EAST BENGAL NEW FOREIGNER

মাদিহ তালালের বিকল্প কি চূড়ান্ত ইস্টবেঙ্গলে ৷ অফিসিয়ালি জানা না-গেলেও কোচ অস্কার ব্রুজোঁর ইঙ্গিত তেমনই ৷

EBFC vs MCFC
অনুশীলনে ইস্টবেঙ্গল (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 5, 2025, 4:42 PM IST

Updated : Jan 5, 2025, 6:54 PM IST

কলকাতা, 5 জানুয়ারি: খুলে গিয়েছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ৷ চোটে ফরাসি মিডফিল্ডার মাদিহ তালালের মরশুম শেষ হয়ে যাওয়ার পর তাঁর বিকল্প কে? জানতে উৎসাহী ইস্টবেঙ্গল জনতা ৷ ক্লাবের তরফে সরকারি কোনও ঘোষণা না-এলেও ট্রান্সফার মার্কেটের যা গুঞ্জন, তাতে কোস্টারিকার জাতীয় দলের হয়ে খেলা এক স্ট্রাইকার কার্যত নিশ্চিত লাল-হলুদে ৷

খুব বড় অঘটন না-ঘটলে কোস্টারিকার প্রিমিয়র ডিভিশনের ক্লাব মিউনিসিপ্য়াল লিবেরিয়ার হয়ে খেলা জুর্গেন্স মন্টেনেগ্রো আসছেন লাল-হলুদে ৷ চলতি মরশুমে কোস্টারিকার ক্লাবের হয়ে 15টি ম্য়াচে ছ'টি গোল হয়ে গিয়েছে পাঁচ ফুট 10 ইঞ্চির এই ফুটবলারের ৷ তালালের বিকল্প বাছতে প্রায় 20 জন বিদেশি প্রাথমিক তালিকায় ছিল ইস্টবেঙ্গল কোচের ৷ তাঁদের মধ্যে থেকে মন্টেনেগ্রোকেই সবচেয়ে মনে ধরেছে অস্কার ব্রুজোঁ ৷ গোলের পাশাপাশি 5টি অ্যাসিস্টও চলতি মরশুমে রয়েছে কোস্টারিকানের নামের পাশে। স্ট্রাইকারের পাশাপাশি তিনি স্বচ্ছন্দ লেফট উইঙ্গার হিসেবেও।

সাংবাদিকদের মুখোমুখি ইস্টবেঙ্গলের হেড স্যার (ইটিভি ভারত)

যদিও কোস্টারিকান ফুটবলারই যে আসছেন, এমনটা বলছেন না কোচ ৷ লাল-হলুদ কোচ বলছেন চূড়ান্ত নাম জানতে অপেক্ষা করতে হবে আরেকটু ৷ মুম্বই সিটি এফসি ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে নয়া বিদেশির ব্য়াপারে প্রশ্ন করা হয় লাল-হলুদ কোচকে ৷ ব্রুজোঁ বলেন, "সম্ভবত আগামী সপ্তাহেই ক্লাবের তরফে সরকারি ঘোষণাটা হয়ে যাবে ৷" এখন দেখার লাল-হলুদে তালালের বিকল্প মন্টেনেগ্রো নাকি অন্য কেউ ৷

এর আগে ইংলিশ স্ট্রাইকার অ্যাশলে কোফেরও আসার কথা শোনা গিয়েছিল ইস্টবেঙ্গলে ৷ কিন্তু তা হয়নি ৷ সাউল ক্রেসপোর এদেশে ফেরার ব্য়াপারেও এদিন গুরুত্বপূর্ণ আপডেট দেন ক্লেইটনদের কোচ ৷ তিনি জানান বড় ম্য়াচের আগেই শহরে আসবেন স্প্যানিয়ার্ড ৷ ব্রুজোঁ এদিন বলেন, "আমরা আশা করছি ভিসা সংক্রান্ত কিছু সমস্যা মিটিয়ে সাউল মুম্বই ম্যাচের পরই দলের সঙ্গে যোগ দেবে ৷"

আরও পড়ুন:

কলকাতা, 5 জানুয়ারি: খুলে গিয়েছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ৷ চোটে ফরাসি মিডফিল্ডার মাদিহ তালালের মরশুম শেষ হয়ে যাওয়ার পর তাঁর বিকল্প কে? জানতে উৎসাহী ইস্টবেঙ্গল জনতা ৷ ক্লাবের তরফে সরকারি কোনও ঘোষণা না-এলেও ট্রান্সফার মার্কেটের যা গুঞ্জন, তাতে কোস্টারিকার জাতীয় দলের হয়ে খেলা এক স্ট্রাইকার কার্যত নিশ্চিত লাল-হলুদে ৷

খুব বড় অঘটন না-ঘটলে কোস্টারিকার প্রিমিয়র ডিভিশনের ক্লাব মিউনিসিপ্য়াল লিবেরিয়ার হয়ে খেলা জুর্গেন্স মন্টেনেগ্রো আসছেন লাল-হলুদে ৷ চলতি মরশুমে কোস্টারিকার ক্লাবের হয়ে 15টি ম্য়াচে ছ'টি গোল হয়ে গিয়েছে পাঁচ ফুট 10 ইঞ্চির এই ফুটবলারের ৷ তালালের বিকল্প বাছতে প্রায় 20 জন বিদেশি প্রাথমিক তালিকায় ছিল ইস্টবেঙ্গল কোচের ৷ তাঁদের মধ্যে থেকে মন্টেনেগ্রোকেই সবচেয়ে মনে ধরেছে অস্কার ব্রুজোঁ ৷ গোলের পাশাপাশি 5টি অ্যাসিস্টও চলতি মরশুমে রয়েছে কোস্টারিকানের নামের পাশে। স্ট্রাইকারের পাশাপাশি তিনি স্বচ্ছন্দ লেফট উইঙ্গার হিসেবেও।

সাংবাদিকদের মুখোমুখি ইস্টবেঙ্গলের হেড স্যার (ইটিভি ভারত)

যদিও কোস্টারিকান ফুটবলারই যে আসছেন, এমনটা বলছেন না কোচ ৷ লাল-হলুদ কোচ বলছেন চূড়ান্ত নাম জানতে অপেক্ষা করতে হবে আরেকটু ৷ মুম্বই সিটি এফসি ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে নয়া বিদেশির ব্য়াপারে প্রশ্ন করা হয় লাল-হলুদ কোচকে ৷ ব্রুজোঁ বলেন, "সম্ভবত আগামী সপ্তাহেই ক্লাবের তরফে সরকারি ঘোষণাটা হয়ে যাবে ৷" এখন দেখার লাল-হলুদে তালালের বিকল্প মন্টেনেগ্রো নাকি অন্য কেউ ৷

এর আগে ইংলিশ স্ট্রাইকার অ্যাশলে কোফেরও আসার কথা শোনা গিয়েছিল ইস্টবেঙ্গলে ৷ কিন্তু তা হয়নি ৷ সাউল ক্রেসপোর এদেশে ফেরার ব্য়াপারেও এদিন গুরুত্বপূর্ণ আপডেট দেন ক্লেইটনদের কোচ ৷ তিনি জানান বড় ম্য়াচের আগেই শহরে আসবেন স্প্যানিয়ার্ড ৷ ব্রুজোঁ এদিন বলেন, "আমরা আশা করছি ভিসা সংক্রান্ত কিছু সমস্যা মিটিয়ে সাউল মুম্বই ম্যাচের পরই দলের সঙ্গে যোগ দেবে ৷"

আরও পড়ুন:

Last Updated : Jan 5, 2025, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.