ETV Bharat / state

নৈহাটির তৃণমূল কর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও দুই - NAIHATI MURDER CASE

ক্রমশ জোরালো হচ্ছে ভিনরাজ‍্যের যোগ ৷ এখনও অধরা মূল অভিযুক্ত ৷

NAIHATI MURDER CASE
নৈহাটির তৃণমূল কর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও দুই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 6:34 PM IST

নৈহাটি (উত্তর 24 পরগনা), 7 ফেব্রুয়ারি: ভিনরাজ‍্যের যোগ ক্রমশ জোরালো হচ্ছে নৈহাটির তৃণমূল কর্মী খুনে ! ঘটনায় আবারও যোগীর রাজ‍্য উত্তরপ্রদেশ থেকে দু'জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের নাম উপেন তাঁতি ও আকাশ সাউ । সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ-এর ছেলে আকাশ ।

এর আগে উত্তরপ্রদেশ থেকে রঞ্জিত সাউ ও নৈহাটি থানা এলাকা থেকে পলাতক রাজেশের শ‍্যালক অক্ষয় গন্ডকে পাকড়াও করেছিল ব‍্যারাকপুর কমিশনারেট । এখনও অবধি এই খুনের ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । তবে, এফআইআর-এ নাম থাকা মূল অভিযুক্ত রাজেশ সাউ-সহ আরও চারজন এখনও অধরা । ধৃতদের জেরা করে তাদের খোঁজ পেতে মরিয়া পুলিশ ।

Naihati Murder Case
নৈহাটির তৃণমূল কর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও দুই (নিজস্ব ছবি)

ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর বলেন, "উত্তরপ্রদেশের বালিয়া জেলার সিকান্দারপুর থানা এলাকা থেকে ওই দু'জনকে গ্রেফতার করা হয়েছে । সেখান থেকে তাদের ট্রানজিট রিমান্ডে এরাজ্যে নিয়ে আসা হয়েছে । শুক্রবার পুলিশি হেফাজতে চেয়ে ধৃত দু'জনকে তোলা হবে ব‍্যারাকপুর মহকুমা আদালতে । বাকিদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে । তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা সম্ভব নয় ।"

প্রসঙ্গত, গত 31 জানুয়ারি নৈহাটির গৌরীপুর এলাকায় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে টোটো থেকে নামিয়ে ইঁট দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয় । সেই খুনের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে । সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, দু’টি বাইকে মোট ছ'জন একটি টোটোর পিছনে ধাওয়া করছেন । এর ঠিক পরেই গোয়ালাপাড়া রোডে টোটোটি থামিয়ে সন্তোষকে টেনে হিঁচড়ে নামানোর পর ইঁট দিয়ে অনবরত আঘাত করছেন তাঁরা ।

এক মহিলা বাঁচাতে এগিয়ে এলে তাঁকে দুষ্কৃতীদের একজন হুমকি দিচ্ছেন । সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই পুলিশ ঘটনার তদন্তে নামে । পুলিশ কমিশনার বদল হওয়ার 24 ঘণ্টার মধ্যেই ব‍্যারাকপুর কমিশনারেট গ্রেফতার করে মূল অভিযুক্ত রাজেশ সাউ-এর শ‍্যালক অক্ষয় গন্ডকে ।

Naihati Murder Case
নিহত তৃণমূল কর্মী সন্তোষ যাদব (নিজস্ব ছবি)

তারপর থেকে আর কোনও দুষ্কৃতীর হদিস মিলছিল না সেভাবে । খুনের ঘটনার ছ'দিনের মাথায় উত্তরপ্রদেশ থেকে দ্বিতীয় অভিযুক্ত রঞ্জিত সাউকে গ্রেফতার করে নৈহাটিতে নিয়ে আসে ব‍্যারাকপুর কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল । এরপর সেই উত্তরপ্রদেশ থেকেই গ্রেফতার করা হল বাকি ওই দু'জনকে ।

দলীয় কর্মী খুনের ঘটনার পরপরই নৈহাটির বিধায়ক সনৎ দে অভিযোগ করেছিলেন, ‘‘সন্তোষ যাদব খুনে বিহার কিংবা উত্তরপ্রদেশের যোগ থাকতে পারে । কারণ, অর্জুন সিং মানেই বিহার অথবা উত্তরপ্রদেশ ।’’ ঘটনায় চার দুষ্কৃতীর বহিরাগত যোগ ছিল বলেও দাবি করেছিলেন শাসকদলের এই বিধায়ক ।

যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা শাসকদলের ঘাড়েই খুনের দায় চাপিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং । তারই মধ্যে নৈহাটি খুনে পুলিশ আরও দুই অভিযুক্ত উপেন তাঁতি এবং আকাশ সাউকে পাকড়াও করল উত্তরপ্রদেশ থেকে । বিধায়কের দাবিকেই কার্যত সিলমোহর দিল ব‍্যারাকপুর কমিশনারেট ।

এদিকে, খুনের ঘটনার সাতদিন পরেও মাস্টারমাইন্ড রাজেশ সাউ-এর কোনও হদিস না মেলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু রয়েই গেল !

নৈহাটি (উত্তর 24 পরগনা), 7 ফেব্রুয়ারি: ভিনরাজ‍্যের যোগ ক্রমশ জোরালো হচ্ছে নৈহাটির তৃণমূল কর্মী খুনে ! ঘটনায় আবারও যোগীর রাজ‍্য উত্তরপ্রদেশ থেকে দু'জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের নাম উপেন তাঁতি ও আকাশ সাউ । সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ-এর ছেলে আকাশ ।

এর আগে উত্তরপ্রদেশ থেকে রঞ্জিত সাউ ও নৈহাটি থানা এলাকা থেকে পলাতক রাজেশের শ‍্যালক অক্ষয় গন্ডকে পাকড়াও করেছিল ব‍্যারাকপুর কমিশনারেট । এখনও অবধি এই খুনের ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । তবে, এফআইআর-এ নাম থাকা মূল অভিযুক্ত রাজেশ সাউ-সহ আরও চারজন এখনও অধরা । ধৃতদের জেরা করে তাদের খোঁজ পেতে মরিয়া পুলিশ ।

Naihati Murder Case
নৈহাটির তৃণমূল কর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও দুই (নিজস্ব ছবি)

ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর বলেন, "উত্তরপ্রদেশের বালিয়া জেলার সিকান্দারপুর থানা এলাকা থেকে ওই দু'জনকে গ্রেফতার করা হয়েছে । সেখান থেকে তাদের ট্রানজিট রিমান্ডে এরাজ্যে নিয়ে আসা হয়েছে । শুক্রবার পুলিশি হেফাজতে চেয়ে ধৃত দু'জনকে তোলা হবে ব‍্যারাকপুর মহকুমা আদালতে । বাকিদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে । তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা সম্ভব নয় ।"

প্রসঙ্গত, গত 31 জানুয়ারি নৈহাটির গৌরীপুর এলাকায় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে টোটো থেকে নামিয়ে ইঁট দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয় । সেই খুনের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে । সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, দু’টি বাইকে মোট ছ'জন একটি টোটোর পিছনে ধাওয়া করছেন । এর ঠিক পরেই গোয়ালাপাড়া রোডে টোটোটি থামিয়ে সন্তোষকে টেনে হিঁচড়ে নামানোর পর ইঁট দিয়ে অনবরত আঘাত করছেন তাঁরা ।

এক মহিলা বাঁচাতে এগিয়ে এলে তাঁকে দুষ্কৃতীদের একজন হুমকি দিচ্ছেন । সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই পুলিশ ঘটনার তদন্তে নামে । পুলিশ কমিশনার বদল হওয়ার 24 ঘণ্টার মধ্যেই ব‍্যারাকপুর কমিশনারেট গ্রেফতার করে মূল অভিযুক্ত রাজেশ সাউ-এর শ‍্যালক অক্ষয় গন্ডকে ।

Naihati Murder Case
নিহত তৃণমূল কর্মী সন্তোষ যাদব (নিজস্ব ছবি)

তারপর থেকে আর কোনও দুষ্কৃতীর হদিস মিলছিল না সেভাবে । খুনের ঘটনার ছ'দিনের মাথায় উত্তরপ্রদেশ থেকে দ্বিতীয় অভিযুক্ত রঞ্জিত সাউকে গ্রেফতার করে নৈহাটিতে নিয়ে আসে ব‍্যারাকপুর কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল । এরপর সেই উত্তরপ্রদেশ থেকেই গ্রেফতার করা হল বাকি ওই দু'জনকে ।

দলীয় কর্মী খুনের ঘটনার পরপরই নৈহাটির বিধায়ক সনৎ দে অভিযোগ করেছিলেন, ‘‘সন্তোষ যাদব খুনে বিহার কিংবা উত্তরপ্রদেশের যোগ থাকতে পারে । কারণ, অর্জুন সিং মানেই বিহার অথবা উত্তরপ্রদেশ ।’’ ঘটনায় চার দুষ্কৃতীর বহিরাগত যোগ ছিল বলেও দাবি করেছিলেন শাসকদলের এই বিধায়ক ।

যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা শাসকদলের ঘাড়েই খুনের দায় চাপিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং । তারই মধ্যে নৈহাটি খুনে পুলিশ আরও দুই অভিযুক্ত উপেন তাঁতি এবং আকাশ সাউকে পাকড়াও করল উত্তরপ্রদেশ থেকে । বিধায়কের দাবিকেই কার্যত সিলমোহর দিল ব‍্যারাকপুর কমিশনারেট ।

এদিকে, খুনের ঘটনার সাতদিন পরেও মাস্টারমাইন্ড রাজেশ সাউ-এর কোনও হদিস না মেলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু রয়েই গেল !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.