পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব, আজ দেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে - partha sarathi deb death - PARTHA SARATHI DEB DEATH

Tollywood Veteran Actor Died: প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব। শুক্রবার রাত 11টা 50 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা বিনোদন দুনিয়ার স্বনামধন্য এই অভিনেতা। আজ দুপুর 12টায় তাঁর দেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে ৷

Death Partha Sarathi Deb
প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 9:55 AM IST

কলকাতা, 23 মার্চ: থেমে গেল লড়াই, না-ফেরার দেশে চলে গেলেন স্বনামধন্য অভিনেতা পার্থ সারথি দেব ৷ শুক্রবার রাত 11.50 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা ৷ আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে আজ বেলা 12টায় তাঁর দেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে। সেখানেই তাঁকে শেষবারের মতো দেখতে যেতে পারবেন তাঁর সহকর্মীরা।

দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন পার্থসারথি। বুকে সংক্রমণ ও নিউমোনিয়াও ধরা পড়ে ছিল ৷ গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে দক্ষিণ কলকাতার এমআর বাঙুর হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ ভেন্টিলেশনে ছিলেন তিনি। প্রথম দিকে চিকিৎসায় সাড়া দিলেও, দিনকয়েক আগে শারীরিক অবস্থার অবনতি ঘটে ৷ অভিনেতা বাপি দাস অসুস্থ পার্থসারথি দেবে'র দেখাশোনা করছিলেন।

অভিনেতা বাপি দাস জানান, পার্থসারথি দেব দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া ধরা পড়েছিল। তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ যদিও বর্তমানে তিনি আর্টিস্ট ফোরাম ছাড়া পার্থসারথি দেবের পাশে কেউ ছিল না বলেই জানিয়েছেন তিনি ৷ আর্থিক সাহায্য করেছে আর্টিস্ট ফোরাম। অসুস্থ অভিনেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, দূরদর্শনের মেকআপ আর্টিস্ট বিনীতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অভিনেতা। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। দীর্ঘদিন ধরেই সম্পর্কে তিক্ততা চলছিল তাঁদের। এখন আইনিবিচ্ছেদ হয়ে গিয়েছে দু’জনের। অভিনেতার পরিবার বলতে ছিল তাঁর ভাইপো এবং ভাইঝি ৷ অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, "চলে গেলেন একজন অসাধারণ অভিনেতা পার্থ সারথি দেব। থাক আজ আর আমাদের সেসব দিনের কথা বলবোনা কমরেড ৷"

200 বেশি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা পার্থসারথি দেব । চার দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করে চলেছেন । একইসঙ্গে মঞ্চ অভিনেতা ছিলেন । ‘চুনী-পান্না’, ‘জয়ী’, ‘মিঠাই’-এর মতো জনপ্রিয় বাংলা ধারাবাহিকেও অভিনয় করেছেন। 'রক্তবীজ' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। মঞ্চ, সিরিয়াল এবং সিনেমা তিনটি জায়গাতেই ছিল তাঁর অবাধ বিচরণ। 2021 সালে করোনায় আক্রান্ত হন অভিনেতা। সেই সময় করোনাকে জয় করে পুরোদমে কাজে ফিরেছিলেন ৷

আরও পড়ুন:

  1. হৃদরোগের সমস্যায় হাসপাতালে সব্যসাচী চক্রবর্তী, বসবে পেসমেকার
  2. ভেন্টিলেশনে পার্থসারথি দেব, কেমন আছেন প্রবীণ অভিনেতা?
  3. স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে সারা, অভিনেত্রীকে কত মার্কস দিলেন অনুরাগীরা - Ae Watan Mere Watan Review

ABOUT THE AUTHOR

...view details