ETV Bharat / entertainment

'তু হ্য়ায় মেরা ঘর'... ! চুপিসারে বিয়ে সারলেন আরমান-আশনা - ARMAAN MALIK WEDS AASHNA SHROFF

বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন গায়ক আরমান মালিক ৷ দীর্ঘদিনের প্রেমিকা আশনার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। সোশাল মিডিয়ায় ছবি শেয়ার নবদম্পতির। শুভেচ্ছা অনুরাগীদের ৷

Etv Bharat
চুপিসারে বিয়ে সারলেন আরমান-আশনা (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 2, 2025, 4:18 PM IST

হায়দরাবাদ, 2 জানুয়ারি: মনের মানুষের সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন সঙ্গীত শিল্পী আরমান মালিক ৷ দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে বেছে নিলেন জীবনসঙ্গী হিসাবে ৷ বাঁধা পড়লেন বিয়ের বন্ধনে ৷ পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে আরমান-আশনার ৷

বিয়ের পরেই সোশাল মিডিয়ায় জীবনের বিশেষ মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি ৷ বৃহস্পতিবার, আরমান মালিক এবং আশনা শ্রফ ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করেছেন ৷ যেখানে তাঁরা বিয়ের কিছু অদেখা মুহূর্তের সিরিজ সামনে এনেছেন ৷ আরমান ক্যাপশনে লিখেছেন, 'তুমি আমার বাড়ি' (তু হ্যায় মেরা ঘর)।

পাশাপাশি ইন্সটাগ্রাম স্টোরিতেও বিয়ের দুটো ছবি শেয়ার করেছেন আরমান ৷ লিখেছেন, "মজা বন্ধ করা উচিত নয় ৷" ছবি দেখেই বোঝা যাচ্ছে বিয়ের উত্তেজনা ধরে রাখতে পারছেন না সঙ্গীত শিল্পী ৷ মালা বদলের সময় আরমানের মুখের অভিব্যক্তি বেশ মজাদার ৷ বিয়ের ছবি সামনে আসতেই অনুরাগীদের পাশাপাশি নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও ৷

বরুণ ধাওয়ান, এশা গুপ্তা, দিয়া মির্জা, টাইগার শ্রফ, দিব্যাঙ্কা ত্রিপাঠি, কৃতি খারবান্দা, রিয়া চক্রবর্তী, মৃণাল ঠাকুর, কুশা কপিলা-সহ অনেক তারকাই সদ্য বিবাহিত জুটিকে বিয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৷ দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী এষা গুপ্তাও। আরমান মালিক ও আশনা শ্রফ গত বছরের নভেম্বরে বাগদান সারেন ৷ দম্পতির বাগদানের ছবি শেয়ার করার সময়, তাঁরা মনের অভিব্যক্তিও তুলে ধরেছিলেন ৷

জানা যায়, 2023 সালে আশনাকে বিয়ের প্রস্তাব দেন আরমান ৷ এরপর তিনি তাঁর প্রেমিকার জন্য 'কসম সে – দ্য প্রপোজাল' নামে একটি মিউজিক ভিডিয়ো প্রকাশ করেন। প্রায় দুই মাস পর আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন এই জুটি ৷ আরমান মালিকের স্ত্রী আশনা শ্রফ একজন ব্লগার-ইউটিউবার ৷ তিনি ফ্যাশন এবং সৌন্দর্য নিয়ে ভিডিয়ো করে জনপ্রিয় হয়েছেন ৷ নিজের কাজের জন্য আশনা শ্রফ কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার 2023 হিসাবেও নির্বাচিত হন।

হায়দরাবাদ, 2 জানুয়ারি: মনের মানুষের সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন সঙ্গীত শিল্পী আরমান মালিক ৷ দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে বেছে নিলেন জীবনসঙ্গী হিসাবে ৷ বাঁধা পড়লেন বিয়ের বন্ধনে ৷ পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে আরমান-আশনার ৷

বিয়ের পরেই সোশাল মিডিয়ায় জীবনের বিশেষ মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি ৷ বৃহস্পতিবার, আরমান মালিক এবং আশনা শ্রফ ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করেছেন ৷ যেখানে তাঁরা বিয়ের কিছু অদেখা মুহূর্তের সিরিজ সামনে এনেছেন ৷ আরমান ক্যাপশনে লিখেছেন, 'তুমি আমার বাড়ি' (তু হ্যায় মেরা ঘর)।

পাশাপাশি ইন্সটাগ্রাম স্টোরিতেও বিয়ের দুটো ছবি শেয়ার করেছেন আরমান ৷ লিখেছেন, "মজা বন্ধ করা উচিত নয় ৷" ছবি দেখেই বোঝা যাচ্ছে বিয়ের উত্তেজনা ধরে রাখতে পারছেন না সঙ্গীত শিল্পী ৷ মালা বদলের সময় আরমানের মুখের অভিব্যক্তি বেশ মজাদার ৷ বিয়ের ছবি সামনে আসতেই অনুরাগীদের পাশাপাশি নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও ৷

বরুণ ধাওয়ান, এশা গুপ্তা, দিয়া মির্জা, টাইগার শ্রফ, দিব্যাঙ্কা ত্রিপাঠি, কৃতি খারবান্দা, রিয়া চক্রবর্তী, মৃণাল ঠাকুর, কুশা কপিলা-সহ অনেক তারকাই সদ্য বিবাহিত জুটিকে বিয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৷ দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী এষা গুপ্তাও। আরমান মালিক ও আশনা শ্রফ গত বছরের নভেম্বরে বাগদান সারেন ৷ দম্পতির বাগদানের ছবি শেয়ার করার সময়, তাঁরা মনের অভিব্যক্তিও তুলে ধরেছিলেন ৷

জানা যায়, 2023 সালে আশনাকে বিয়ের প্রস্তাব দেন আরমান ৷ এরপর তিনি তাঁর প্রেমিকার জন্য 'কসম সে – দ্য প্রপোজাল' নামে একটি মিউজিক ভিডিয়ো প্রকাশ করেন। প্রায় দুই মাস পর আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন এই জুটি ৷ আরমান মালিকের স্ত্রী আশনা শ্রফ একজন ব্লগার-ইউটিউবার ৷ তিনি ফ্যাশন এবং সৌন্দর্য নিয়ে ভিডিয়ো করে জনপ্রিয় হয়েছেন ৷ নিজের কাজের জন্য আশনা শ্রফ কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার 2023 হিসাবেও নির্বাচিত হন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.