ETV Bharat / state

দলটা আমি দেখে নেব, বিধায়কদের স্পষ্ট বার্তা মমতার - MAMATA BANERJEE

আপনারাই আমার পরিবার ৷ আপনারাই উত্তরাধিকারী ৷ বিধায়কদের বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এটাও বুঝিয়ে দিলেন যে, তিনিই আপাতত দলে শেষ কথা ৷

ETV BHARAT
বিধায়কদের সঙ্গে বৈঠক মমতার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2025, 4:14 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: দলে তিনিই শেষ কথা । তিনিই সর্বেসর্বা । দলের মধ্যে নব্য ও পুরাতনদের মতবিরোধ ঘোচাতে বিধায়কদের কাছে ফের একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, তাঁর পরিবার দলের সদস্যরাই, তাঁরাই উত্তরাধিকারী ৷ দলের সাম্প্রতিক দ্বন্দ্ব প্রসঙ্গে এভাবেই মমতা তাঁর অবস্থান স্পষ্ট করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন ছিল । সেই অধিবেশনের আগে বিধায়কদের সঙ্গে দলের পরিষদীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দলের অন্দরে কোনও রদবদল প্রয়োজন আছে কি না, অন্যদিকে আগামী বিধানসভা নির্বাচনের রণনীতি কী হতে পারে, সেই নিয়েই এই বৈঠকের আয়োজন । এই বৈঠকেই কড়া নির্দেশের পাশাপাশি নানা প্রসঙ্গ তুলে মমতা অনেককেই হুঁশিয়ারিও দিয়েছেন বলে জানা যাচ্ছে ।

সূত্রের তরফে জানা গিয়েছে, মদন মিত্র ও উদয়ন গুহকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "ক্ষমা অনেকেই চাইছেন । কিন্তু বারবার ক্ষমা করা যায় না । মদন ক্ষমা চেয়েছে, উদয়ন বারবার নানা কথা বলছে ।" যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই থেকেছেন তৃণমূল সুপ্রিমো । দলের পরিষদীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "অন্যায় ভাবে আটকানো হয়েছিল বালুকে । ওর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ নেই । এখনও পর্যন্ত কিছু প্রমাণ করতে পারেনি ।"

দিল্লি নির্বাচন নিয়েও এদিন পরিষদীয় বৈঠকে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্র তাঁকে উদ্ধৃত করে বলেছে, "কংগ্রেস সমর্থন করলে এই অবস্থা হত না । বাংলায় টু থার্ড মেজরিটি নিয়ে আমরাই ক্ষমতায় আসব । বাংলায় কাউকে দরকার নেই । দিল্লিতে কংগ্রেস আপকে জায়গা ছাড়েনি । আর হরিয়ানাতে আপ কংগ্রেসকে জায়গা ছাড়েনি । যদি উভয় ক্ষেত্রে বোঝাপড়া হত, তাহলে এই বিপর্যয় হত না ।"

মমতা এদিন বিধায়কদের উদ্দেশে বলেন, তাঁর নিজের কোনও পরিবার নেই । মমতার কথায়, "আপনারাই আমার পরিবার । দলে সকলকে একসঙ্গে চলতে হবে । প্রকাশ্যে মুখ খোলা যাবে না । একসঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ।" অন্যদিকে, বিধানসভা ভোটের রণনীতি তৈরি করতে গিয়ে বুথ ও ব্লক লেভেলে পরিবর্তন আনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "বিধায়কদের বুথ এবং ব্লক কমিটিতে তিনটে করে নাম দিতে হবে । 25 তারিখের মধ্যে নাম জমা দিতে হবে অরূপ বিশ্বাসের কাছে । দলটা আমি দেখে নেব ।"

বিধায়কদের কাছে বুথ ও ব্লক স্তরে পরামর্শ চেয়ে মুখ্যমন্ত্রী বলেন, "প্রত্যেকে একটা করে ফাইল জমা দিন । আমি দেখে নেব ।" তবে দলীয় নেতৃত্বদের ভুল নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিমো । তিনি বলেন, "বারবার ভুল করলে ছাড় নয় ।" এভাবেই তিনি স্পষ্ট বার্তা দেন মদন মিত্র, হুমায়ুন কবীর ও নারায়ণ গোস্বামীদের উদ্দেশে ৷ নারায়ণ গোস্বামী এদিন তাঁর সঙ্গে কথা বলতে গেলে তাঁকে অগ্রাহ্য করেন মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 10 ফেব্রুয়ারি: দলে তিনিই শেষ কথা । তিনিই সর্বেসর্বা । দলের মধ্যে নব্য ও পুরাতনদের মতবিরোধ ঘোচাতে বিধায়কদের কাছে ফের একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, তাঁর পরিবার দলের সদস্যরাই, তাঁরাই উত্তরাধিকারী ৷ দলের সাম্প্রতিক দ্বন্দ্ব প্রসঙ্গে এভাবেই মমতা তাঁর অবস্থান স্পষ্ট করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন ছিল । সেই অধিবেশনের আগে বিধায়কদের সঙ্গে দলের পরিষদীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দলের অন্দরে কোনও রদবদল প্রয়োজন আছে কি না, অন্যদিকে আগামী বিধানসভা নির্বাচনের রণনীতি কী হতে পারে, সেই নিয়েই এই বৈঠকের আয়োজন । এই বৈঠকেই কড়া নির্দেশের পাশাপাশি নানা প্রসঙ্গ তুলে মমতা অনেককেই হুঁশিয়ারিও দিয়েছেন বলে জানা যাচ্ছে ।

সূত্রের তরফে জানা গিয়েছে, মদন মিত্র ও উদয়ন গুহকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "ক্ষমা অনেকেই চাইছেন । কিন্তু বারবার ক্ষমা করা যায় না । মদন ক্ষমা চেয়েছে, উদয়ন বারবার নানা কথা বলছে ।" যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই থেকেছেন তৃণমূল সুপ্রিমো । দলের পরিষদীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "অন্যায় ভাবে আটকানো হয়েছিল বালুকে । ওর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ নেই । এখনও পর্যন্ত কিছু প্রমাণ করতে পারেনি ।"

দিল্লি নির্বাচন নিয়েও এদিন পরিষদীয় বৈঠকে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্র তাঁকে উদ্ধৃত করে বলেছে, "কংগ্রেস সমর্থন করলে এই অবস্থা হত না । বাংলায় টু থার্ড মেজরিটি নিয়ে আমরাই ক্ষমতায় আসব । বাংলায় কাউকে দরকার নেই । দিল্লিতে কংগ্রেস আপকে জায়গা ছাড়েনি । আর হরিয়ানাতে আপ কংগ্রেসকে জায়গা ছাড়েনি । যদি উভয় ক্ষেত্রে বোঝাপড়া হত, তাহলে এই বিপর্যয় হত না ।"

মমতা এদিন বিধায়কদের উদ্দেশে বলেন, তাঁর নিজের কোনও পরিবার নেই । মমতার কথায়, "আপনারাই আমার পরিবার । দলে সকলকে একসঙ্গে চলতে হবে । প্রকাশ্যে মুখ খোলা যাবে না । একসঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ।" অন্যদিকে, বিধানসভা ভোটের রণনীতি তৈরি করতে গিয়ে বুথ ও ব্লক লেভেলে পরিবর্তন আনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "বিধায়কদের বুথ এবং ব্লক কমিটিতে তিনটে করে নাম দিতে হবে । 25 তারিখের মধ্যে নাম জমা দিতে হবে অরূপ বিশ্বাসের কাছে । দলটা আমি দেখে নেব ।"

বিধায়কদের কাছে বুথ ও ব্লক স্তরে পরামর্শ চেয়ে মুখ্যমন্ত্রী বলেন, "প্রত্যেকে একটা করে ফাইল জমা দিন । আমি দেখে নেব ।" তবে দলীয় নেতৃত্বদের ভুল নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিমো । তিনি বলেন, "বারবার ভুল করলে ছাড় নয় ।" এভাবেই তিনি স্পষ্ট বার্তা দেন মদন মিত্র, হুমায়ুন কবীর ও নারায়ণ গোস্বামীদের উদ্দেশে ৷ নারায়ণ গোস্বামী এদিন তাঁর সঙ্গে কথা বলতে গেলে তাঁকে অগ্রাহ্য করেন মুখ্যমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.