ETV Bharat / bharat

ট্রাম্পের প্রথম মেয়াদে দ্বি-পাক্ষিক সম্পর্কের সাফল্যের উপর ভিত্তি করে মার্কিন সফর: মোদি - PM NARENDRA MODI

পাঁচ দিনের বিদেশ সফরে সোমবার দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনদিনের ফ্রান্স সফর শেষে দু'দিনের মার্কিন সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি ৷

PM NARENDRA MODI
ফ্রান্স ও মার্কিন সফরে যাওয়ার আগে মোদি (পিটিআই)
author img

By PTI

Published : Feb 10, 2025, 4:14 PM IST

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: সোমবার পাঁচ দিনের বিদেশ সফরে রওনা দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ তিন দিনের ফ্রান্স সফর শেষ করে দু'দিনের মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী ৷ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমায় আসার পর তাঁর সঙ্গে প্রথম বৈঠক করবেন মোদি ৷

দেশ ছাড়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে ভারত-মার্কিন দ্বি-পাক্ষিক সম্পর্কের সাফল্যের কথা বলেন প্রধানমন্ত্রী ৷ এই সাফল্য দু'দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী মোদি ৷

ফ্রান্স ও আমেরিকা সফরের জন্য দেশ ছাড়ার আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এটি প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং সরবরাহ চেনের স্থিতিস্থাপকতা-সহ আমেরিকার সঙ্গে ভারতের অংশীদারিত্বকে আরও উন্নত এবং গভীর করতে সহায়তা করবে।

ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি তাঁদের প্রথম বৈঠক হবে উল্লেখ করে মোদি বলেন, "আমরা দু'দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য একসঙ্গে কাজ করব ৷ যা বিশ্বকে উন্নত ভবিষ্যতের দিশা দেখাবে।"

মোদি আরও বলেন বলেন, "আমার বন্ধু, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারত ও আমেরিকার মধ্যে এই আলোচনা বিশ্বমঞ্চে কৌশলী অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ট্রাম্পের প্রথম মেয়াদে একসঙ্গে কাজ করার স্মৃতি আমার স্মরণ রয়েছে।"

10 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি ফ্রান্স সফর করবেন মোদি ৷ সেখান থেকে দু'দিনের সফরে আমেরিকা যাবেন প্রধানমন্ত্রী। মোদি জানান, তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ফ্রান্স সফর করছেন। তিনি বিশ্বনেতা এবং বিশ্বে বড় প্রযুক্তি কোম্পানিগুলির সিইও'র সমাবেশ এবং এআই অ্যাকশন সামিটের সহ-সভাপতিত্ব করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৷ মোদি বলেন, "আমার সফরের দ্বি-পাক্ষিক বিষয়টি আমার বন্ধু প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ভারত-ফ্রান্স কৌশলী অংশীদারিত্বের জন্য 2047 হরাইজন রোডম্যাপের অগ্রগতি পর্যালোচনা করার সুযোগ করে দেবে।"

এছাড়াও ম্যাক্রোঁ ও মোদি ফ্রান্সে প্রথম ভারতীয় কনস্যুলেট উদ্বোধন করতে ঐতিহাসিক ফরাসি শহর মার্সেইতেও ভ্রমণ করবেন ৷ পাশাপাশি আন্তর্জাতিক তাপ-নিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রি-অ্যাক্টর প্রকল্পও পরিদর্শন করবেন ৷ মোদি আরও বলেন, "মাজাগিউজেস যুদ্ধ সমাধিক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের প্রতিও শ্রদ্ধা জানাব।"

গত মাসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের বিষয়টি নিশ্চিত করেছিলেন। প্রধানমন্ত্রী মোদির ফ্রান্স সফর সম্পর্কে বলতে গিয়ে ম্যাক্রোঁ জানিয়েছিলেন, ফ্রান্স সফরে এসেই প্রধানমন্ত্রী মোদি এআই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষ বৈঠকটি হয়েছিল গত বছর 18 নভেম্বর, ব্রাজিলের রিও ডি জেনেইরোর G-20 শীর্ষ সম্মেলন।

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: সোমবার পাঁচ দিনের বিদেশ সফরে রওনা দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ তিন দিনের ফ্রান্স সফর শেষ করে দু'দিনের মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী ৷ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমায় আসার পর তাঁর সঙ্গে প্রথম বৈঠক করবেন মোদি ৷

দেশ ছাড়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে ভারত-মার্কিন দ্বি-পাক্ষিক সম্পর্কের সাফল্যের কথা বলেন প্রধানমন্ত্রী ৷ এই সাফল্য দু'দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী মোদি ৷

ফ্রান্স ও আমেরিকা সফরের জন্য দেশ ছাড়ার আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এটি প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং সরবরাহ চেনের স্থিতিস্থাপকতা-সহ আমেরিকার সঙ্গে ভারতের অংশীদারিত্বকে আরও উন্নত এবং গভীর করতে সহায়তা করবে।

ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি তাঁদের প্রথম বৈঠক হবে উল্লেখ করে মোদি বলেন, "আমরা দু'দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য একসঙ্গে কাজ করব ৷ যা বিশ্বকে উন্নত ভবিষ্যতের দিশা দেখাবে।"

মোদি আরও বলেন বলেন, "আমার বন্ধু, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারত ও আমেরিকার মধ্যে এই আলোচনা বিশ্বমঞ্চে কৌশলী অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ট্রাম্পের প্রথম মেয়াদে একসঙ্গে কাজ করার স্মৃতি আমার স্মরণ রয়েছে।"

10 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি ফ্রান্স সফর করবেন মোদি ৷ সেখান থেকে দু'দিনের সফরে আমেরিকা যাবেন প্রধানমন্ত্রী। মোদি জানান, তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ফ্রান্স সফর করছেন। তিনি বিশ্বনেতা এবং বিশ্বে বড় প্রযুক্তি কোম্পানিগুলির সিইও'র সমাবেশ এবং এআই অ্যাকশন সামিটের সহ-সভাপতিত্ব করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৷ মোদি বলেন, "আমার সফরের দ্বি-পাক্ষিক বিষয়টি আমার বন্ধু প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ভারত-ফ্রান্স কৌশলী অংশীদারিত্বের জন্য 2047 হরাইজন রোডম্যাপের অগ্রগতি পর্যালোচনা করার সুযোগ করে দেবে।"

এছাড়াও ম্যাক্রোঁ ও মোদি ফ্রান্সে প্রথম ভারতীয় কনস্যুলেট উদ্বোধন করতে ঐতিহাসিক ফরাসি শহর মার্সেইতেও ভ্রমণ করবেন ৷ পাশাপাশি আন্তর্জাতিক তাপ-নিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রি-অ্যাক্টর প্রকল্পও পরিদর্শন করবেন ৷ মোদি আরও বলেন, "মাজাগিউজেস যুদ্ধ সমাধিক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের প্রতিও শ্রদ্ধা জানাব।"

গত মাসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের বিষয়টি নিশ্চিত করেছিলেন। প্রধানমন্ত্রী মোদির ফ্রান্স সফর সম্পর্কে বলতে গিয়ে ম্যাক্রোঁ জানিয়েছিলেন, ফ্রান্স সফরে এসেই প্রধানমন্ত্রী মোদি এআই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষ বৈঠকটি হয়েছিল গত বছর 18 নভেম্বর, ব্রাজিলের রিও ডি জেনেইরোর G-20 শীর্ষ সম্মেলন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.