কলকাতা, 4 সেপ্টেম্বর:আসছে নতুন বাংলা ছবি 'দানব'। পরিচালক আতিউল ইসলামের নতুন এই ছবিতে উঠে আসবে বাস্তবেরই এক কাহিনিচিত্র । এই থ্রিলারে জুটি বাঁধছেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় এবং পিয়ার খান ৷ ছবিতে একজন সাধারণ নার্সের চরিত্রে দেখা যাবে রূপসা মুখোপাধ্যায়কে ৷ অন্যদিকে নবাগত পিয়ার খানকে দেখা যাবে একজন মর্গের সৎকার কর্মীর চরিত্রে । ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা সোম, হিয়া রায়, শ্রেয়া হালদারের মতো অভিনেতারা ।
ছবিতে হঠাৎই একদিন মর্গে নিজের ভালোবাসার মানুষ উমার দেহ দেখতে পান শিবা । দেহটি এসেছে ময়নাতদন্তের জন্য । কান্নায় ভেঙে পড়েন শিবা । বিনিদ্র রাত আগলে রাখে প্রেমিকার দেহ । পরের দিন সকালে সংবাদমাধ্যমে উঠে আসে একটি দেহের নৃশংসভাবে ধর্ষণ হওয়ার খবর । এরপর ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় শিবাকে । এরপর গল্প কোন দিকে এগোবে তা জানা যাবে 'দানব' পর্দায় এলে ।