কলকাতা, 22 জুন: ফাগুন মাস আসতে দেরি থাকলেও মিমির জীবনে ভ্রমর গুণগুণ শুরু করে দিয়েছে ৷ চোখে চোখে কথা হতেই তাঁর বুক এখন দুরুদুরু ৷ এইভাবেই জীবনে প্রেম-ভালোবাসার ইঙ্গিত দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ তবে এই প্রেম আপাতত ছবির পর্দাতেই সীমিত রেখেছেন মিমি ৷ তাঁর প্রেমের তুফান উঠেছে পর্দায় বাংলাদেশী অভিনেতা শাকিব খানের সঙ্গে ৷ গানে গানে দুষ্টু কোকিলের ডাক দিলেন লাস্যময়ী মিমি ৷
ঝলমলে, খোলামেলা ওয়াইন কালারের ড্রেসে এই মিমিকে চেনা দায়। 'দুষ্টু কোকিল' গানে তাঁর ডান্স নম্বর ইতিমধ্যেই দোলা দিয়েছে মানুষের মনে। সঙ্গে শাকিবের উপস্থিতি আলাদা মাত্রা এনেছে। মিমিকে এমন অবতারে দেখে ঘায়েল তাঁর অনুরাগীরা ৷ মোহময়ী মিমির ফাঁদে যেন ধরা দিতে প্রস্তুত যে কেউ ৷ তবে গানের মাঝেই হয়ে যায় একটা খুন। কিন্তু মিমিকে নাচ থামালে চলবে না, এমনই নির্দেশ শাকিবের। 'দুষ্টু কোকিল'-এর ডাকে মিমির সঙ্গে সাড়া দেন শাকিবও। পার্টি সং গেয়েছেন দিলশাদ নাহার কণা এবং আকাশ সেন। গানের কথা, সুর ও পরিচালনা আকাশেরই।