ETV Bharat / international

কাজাখস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত প্রায় 39, উদ্ধার 28 - PLANE CRASH IN KAZAKHSTAN

বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের ৷ বিমানে 67 জন ছিলেন ৷ 28 জনকে উদ্ধার করা হয়েছে ৷ আজারবাইজানের প্রেসিডেন্ট তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

Plane Crash in Kazakhstan
কাজাখস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা (এক্স)
author img

By AFP

Published : 12 hours ago

Updated : 9 hours ago

আস্তানা (কাজাখস্তান), ২৫ ডিসেম্বর: কাজাখস্তানে বিমান দুর্ঘটনা ৷ বুধবার পশ্চিম কাজাখস্তানে দুর্ঘটনাটি ঘটে ৷ ওই বিমানে 62 জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন ৷ এঁদের মধ্যে 28 জন বেঁচে গিয়েছেন ৷

কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে, কাস্পিয়ান সাগরের পূর্ব উপকূলে তেল ও গ্যাসের কেন্দ্র আকতাউ শহরের কাছে এমব্রেয়ার 190 ভেঙে পড়ে ৷ বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে কাস্পিয়ান সাগরের পশ্চিম তীরে দক্ষিণ রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরে যাচ্ছিল । যে বিমানটি ভেঙে পড়েছে, সেটি আজারবাইজান এয়ারলাইন্সের ৷

দুর্ঘটনার কয়েকটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে বিমানটিকে বেশ কিছুক্ষণ আকাশে উড়তে দেখা গিয়েছে ৷ তার পর বিমানে আগুন ধরে যায় ৷ কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে ৷

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় কাজাখস্তানের জরুরি পরিস্থিতি মন্ত্রকের কর্মীরা ৷ প্রায় দেড়শো জন কর্মী বিমানের আগুন নেভান ৷ শুরু করেন উদ্ধারকাজ ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমানের যাত্রীদের মধ্যে 37 জন আজারবাইজানের, ছয়জন কাজাখস্তানের, তিনজন কিরগিজস্তানের এবং 16 জন রাশিয়ার। এঁদের 28 জনকে উদ্ধার করা হয় ৷ তাঁদের মধ্যে দু’জন শিশুও রয়েছে ৷ প্রত্যেকেই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ায় একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ৷ দুর্ঘটনার পর তিনি দ্রুত ফিরে আসেন সফর কাটছাঁট করে ৷ আজারবাইজানের ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা, যিনি দেশের প্রথম ভাইস প্রেসিডেন্টও, তিনি এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ শোকপ্রকাশ করেছেন চেচেন নেতা রমজান কাদিরভও ৷

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ প্রেসিডেন্টের কার্যালয় থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে যে বিমানটি শুরুতেই স্বাভাবিক রুট থেকে সরে যায় ৷ কাস্পিয়ান সাগর অতিক্রমও করে বিমানটি ৷ তার পর আকতাউয়ের আকাশে বেশ কিছুক্ষণ বিমানটি চক্কর কাটে ৷ তার পরই ভেঙে পড়ে ৷

অতীতের ভয়াবহ কয়েকটি বিমান দুর্ঘটনার খবর...

আস্তানা (কাজাখস্তান), ২৫ ডিসেম্বর: কাজাখস্তানে বিমান দুর্ঘটনা ৷ বুধবার পশ্চিম কাজাখস্তানে দুর্ঘটনাটি ঘটে ৷ ওই বিমানে 62 জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন ৷ এঁদের মধ্যে 28 জন বেঁচে গিয়েছেন ৷

কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে, কাস্পিয়ান সাগরের পূর্ব উপকূলে তেল ও গ্যাসের কেন্দ্র আকতাউ শহরের কাছে এমব্রেয়ার 190 ভেঙে পড়ে ৷ বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে কাস্পিয়ান সাগরের পশ্চিম তীরে দক্ষিণ রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরে যাচ্ছিল । যে বিমানটি ভেঙে পড়েছে, সেটি আজারবাইজান এয়ারলাইন্সের ৷

দুর্ঘটনার কয়েকটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে বিমানটিকে বেশ কিছুক্ষণ আকাশে উড়তে দেখা গিয়েছে ৷ তার পর বিমানে আগুন ধরে যায় ৷ কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে ৷

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় কাজাখস্তানের জরুরি পরিস্থিতি মন্ত্রকের কর্মীরা ৷ প্রায় দেড়শো জন কর্মী বিমানের আগুন নেভান ৷ শুরু করেন উদ্ধারকাজ ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমানের যাত্রীদের মধ্যে 37 জন আজারবাইজানের, ছয়জন কাজাখস্তানের, তিনজন কিরগিজস্তানের এবং 16 জন রাশিয়ার। এঁদের 28 জনকে উদ্ধার করা হয় ৷ তাঁদের মধ্যে দু’জন শিশুও রয়েছে ৷ প্রত্যেকেই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ায় একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ৷ দুর্ঘটনার পর তিনি দ্রুত ফিরে আসেন সফর কাটছাঁট করে ৷ আজারবাইজানের ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা, যিনি দেশের প্রথম ভাইস প্রেসিডেন্টও, তিনি এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ শোকপ্রকাশ করেছেন চেচেন নেতা রমজান কাদিরভও ৷

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ প্রেসিডেন্টের কার্যালয় থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে যে বিমানটি শুরুতেই স্বাভাবিক রুট থেকে সরে যায় ৷ কাস্পিয়ান সাগর অতিক্রমও করে বিমানটি ৷ তার পর আকতাউয়ের আকাশে বেশ কিছুক্ষণ বিমানটি চক্কর কাটে ৷ তার পরই ভেঙে পড়ে ৷

অতীতের ভয়াবহ কয়েকটি বিমান দুর্ঘটনার খবর...

Last Updated : 9 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.