হায়দরাবাদ, 25 ডিসেম্বর: হাতে গোনা ক'দিন ৷ পুরনোকে বিদায়, সঙ্গে নতুনকে স্বাগত জানানোর রাতে ধুন্ধুমার আয়োজন করেছে রামোজি ফিল্ম সিটি ৷ আগামী বুধবার, 31 ডিসেম্বর রাতে ভারতের অন্যতম খ্যাতনামা ডিজে চেতাসের লাইভ পারফরম্যান্স হবে হায়দরাবাদের আরএফসিতে ৷
নতুন বছরকে বরণ করে নেওয়ার রাত হয়ে উঠবে জমজমাট আনন্দে ভরপুর ৷ ডিজে চেতাস-এর হইচই তো রয়েছেই, সঙ্গে একের পর এক আকর্ষণ- ওয়েলকাম ডান্স, বলিউড ডান্স পারফরম্যান্সেস, মজার গেমস, স্ট্যান্ড-আপ কমেডি ৷ এছাড়া আন্তর্জাতিক মানের আগুনের কেরামতি থেকে শুরু করে অ্যাক্রোব্যাটিক্স স্টান্টস, ক্লাউন শো, লায়ন কিংয়ের পারফরম্যান্স স্কুইড গেম- হবে সবই ৷
Get ready for the Chetas countdown! 😉
— RAMOJI FILM CITY (@Ramoji_FilmCity) December 20, 2024
Bring in 2025 with India’s No.1 DJ – DJ Chetas at the BIGGEST NYE bash only at Ramoji Film City! 🪩 ✨
.
.
🗓️ 31/12/24
🕰️ Entry 7 PM
.
To have an unforgettable night, click https://t.co/TPYVsGAMts
Or
Call us at 76598-76598#ramojifilmcity pic.twitter.com/H3rN8LJv9n
আপনার পছন্দের প্যাকেজটি বেছে নিন
31 ডিসেম্বর রাত 8টা থেকে শুরু হবে আনন্দ উৎসব ৷ একের পর এক আকর্ষণীয় প্যাকেজ থেকে একটা কোনও প্যাকেজ বেছে নিতে পারেন দর্শকরা ৷ এই প্যাকেজগুলিতে প্রিমিয়াম টেবলস, যুগলদের জন্য এক্সক্লিউসিভ সিট, ভিআইপি প্যাকেজ থাকছে ৷ অন্যদিকে থাকছে বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে পিট প্যাকেজ ৷ 2 হাজার টাকা থেকে শুরু হচ্ছে প্যাকেজ ৷
আর্লি বার্ড অফার
যাঁরা আগেভাগে বুক করতে চান, তাঁদের জন্য রয়েছে 'আর্লি বার্ড অফার'৷ তাঁরা এখনই তাঁদের পছন্দের প্যাকেজটি বেছে নিতে পারেন ৷ নতুন বছরের আগের রাতের পার্টিতে তাঁদের পছন্দের জায়গাটি বুক করতে পারেন ৷
যাতায়াতের ব্যবস্থা
পার্টির শেষে বাড়ির ফেরার ব্যবস্থাও করেছে আরএফসি ৷ এলবিনগর মেট্রো স্টেশন পর্যন্ত অংশীদারিতে যাওয়ার সুবিধা থাকছে ৷ বুকিংয়ের জন্য www.ramojifilmcity.com অথবা ফোন করুন 76598 76598 নম্বরে ৷
রামোজি ফিল্ম সিটি
সিনেমা নির্মাতাদের জন্য একেবারে স্বপ্নের ডেস্টিনেশন রামোজি ফিল্ম সিটি ৷ আবার ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা পাহাড় ঘেরা এই আরএফসি ৷ 2 হাজার একরেরও বেশি আয়তনের এই আরএফসিতে পাহাড় আছে আবার ছোট নদীও আছে । এককথায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ৷ প্রতি বছর প্রায় 200 টি ফিল্ম ইউনিট আসে এখানে ৷ ভারতের বিভিন্ন ভাষায় 2 হাজার 500 টিরও বেশি সিনেমার শুটিং হয় রামোজি ফিল্ম সিটিতে ৷