ETV Bharat / entertainment

Exclusive: সিনেমা হলের জন্য লড়ব, কাঁদব না- ইন্দিরা ধর মুখোপাধ্যায় - INDIRA DHAR MUKHERJEE

27 ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'পুতুল'। ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় পরিচালক ৷

Indira Dhar Mukherjee
ইন্দিরা ধর মুখোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 14 hours ago

Updated : 12 hours ago

কলকাতা, 24 ডিসেম্বর: আর তিন দিন পরেই অর্থাৎ 27 ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'পুতুল'। পরিচালক হিসেবে ইন্দিরার এটি প্রথম ছবি। এই ছবি পথ শিশুদের কথা বলে। রাস্তাই যাদের ঘর, রাস্তাই যাদের খেলার মাঠ। 'পুতুল' কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত। পাশাপাশি অ্যাকাডেমি পুরস্কারে বিশ্বের সেরা 89 গানের মধ্যে ঠাঁই পায় এই ছবির গান ‘ইতি মা’। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। সুর সায়ন গঙ্গোপাধ্যায়।

এই প্রথম কোনও বাংলা গান অস্কারের (Oscars 2025) তালিকায় জায়গা করে নিয়েছিল। তবে, শেষ অবধি প্রতিযোগিতায় নেই সেই গান। অস্কারে আরও 2টো ক্যাটাগরিতে মনোনয়ন পায় 'পুতুল, অরিজিনাল ট্র্যাক এবং সেরা আবহসঙ্গীতে। ছবিটি বানাতে বহুদিনের রিসার্চ ছিল ইন্দিরার। পাঁচটি বছর লেগেছে ছবিটি বানাতে। অবশেষে এবার আমজনতার দরবারে আসতে চলেছে 'পুতুল'। সব নিয়েই ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় পরিচালক ইন্দিরা ৷

ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় ইন্দিরা (ইটিভি ভারত)

ইন্দিরা বলেন, "সিনেমা হল পাওয়ার জন্য লড়াই করব। কাঁদব না। মানুষ 'পুতুল'-এর জন্য অস্কার, কান নিয়ে এই সময়ে দাঁড়িয়ে কথা বলছে এটাই আমার প্রাপ্তি। আমিও সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের লিগে শামিল হতে পেরেছি, এটাও একটা ভালো লাগার মতো বিষয়।" ছবিতে অভিনয় করেছেন মুমতাজ সরকার, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও তনুশ্রী শঙ্কর ৷

ইন্দিরা এই মুহূর্তে ব্যস্ত তাঁর হিন্দি ছবি নিয়ে। যেখানে গল্পের কেন্দ্রে রয়েছেন বাঙালি সেনা আধিকারিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের জীবন। 2002 সালে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন তিনি। তাঁর বীরত্বের কাহিনির পাশাপাশি তাঁর বাবা-মায়ের জীবনের উপরেও ইন্দিরার এই ছবি আলোকপাত করবে।

কলকাতা, 24 ডিসেম্বর: আর তিন দিন পরেই অর্থাৎ 27 ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'পুতুল'। পরিচালক হিসেবে ইন্দিরার এটি প্রথম ছবি। এই ছবি পথ শিশুদের কথা বলে। রাস্তাই যাদের ঘর, রাস্তাই যাদের খেলার মাঠ। 'পুতুল' কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত। পাশাপাশি অ্যাকাডেমি পুরস্কারে বিশ্বের সেরা 89 গানের মধ্যে ঠাঁই পায় এই ছবির গান ‘ইতি মা’। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। সুর সায়ন গঙ্গোপাধ্যায়।

এই প্রথম কোনও বাংলা গান অস্কারের (Oscars 2025) তালিকায় জায়গা করে নিয়েছিল। তবে, শেষ অবধি প্রতিযোগিতায় নেই সেই গান। অস্কারে আরও 2টো ক্যাটাগরিতে মনোনয়ন পায় 'পুতুল, অরিজিনাল ট্র্যাক এবং সেরা আবহসঙ্গীতে। ছবিটি বানাতে বহুদিনের রিসার্চ ছিল ইন্দিরার। পাঁচটি বছর লেগেছে ছবিটি বানাতে। অবশেষে এবার আমজনতার দরবারে আসতে চলেছে 'পুতুল'। সব নিয়েই ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় পরিচালক ইন্দিরা ৷

ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় ইন্দিরা (ইটিভি ভারত)

ইন্দিরা বলেন, "সিনেমা হল পাওয়ার জন্য লড়াই করব। কাঁদব না। মানুষ 'পুতুল'-এর জন্য অস্কার, কান নিয়ে এই সময়ে দাঁড়িয়ে কথা বলছে এটাই আমার প্রাপ্তি। আমিও সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের লিগে শামিল হতে পেরেছি, এটাও একটা ভালো লাগার মতো বিষয়।" ছবিতে অভিনয় করেছেন মুমতাজ সরকার, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও তনুশ্রী শঙ্কর ৷

ইন্দিরা এই মুহূর্তে ব্যস্ত তাঁর হিন্দি ছবি নিয়ে। যেখানে গল্পের কেন্দ্রে রয়েছেন বাঙালি সেনা আধিকারিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের জীবন। 2002 সালে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন তিনি। তাঁর বীরত্বের কাহিনির পাশাপাশি তাঁর বাবা-মায়ের জীবনের উপরেও ইন্দিরার এই ছবি আলোকপাত করবে।

Last Updated : 12 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.