কলকাতা, 25 ডিসেম্বর: 1 মে দর্শকের দরবারে আসছে 'দেবী চৌধুরানী' - ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল । 25 ডিসেম্বর, বড়দিনে হাজির হল ছবির প্রি-টিজার । আর সেই প্রি-টিজারে ভবানী পাঠকের লুকে ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবী চৌধুরানীর বেশে দেখা মিলল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের । দু'জনকেই দেখা গিয়েছে যোদ্ধার অবতারে । বলতে দ্বিধা নেই, শরীরে শিহরণ জাগানোর মতো প্রি-টিজার উপহার দিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ।
শুভ্রজিতের দীর্ঘ অধ্যবসায়ের ফসল হতে চলেছে 'দেবী চৌধুরানী' - ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল । প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবি নিয়ে ইটিভি ভারতকে জানান, "খুব মন দিয়ে কাজটা করেছি ।" পরিচালক শুভ্রজিৎ মিত্র আগেই জানিয়েছিলেন, প্রফুল্ল বা ভবানী পাঠক কেউই কাল্পনিক চরিত্র নন । তাঁদের অস্তিত্ব আছে ইতিহাসে । শুভ্রজিতের ফিল্মে তাঁদেরই উপাখ্যান রয়েছে ।
ভবানী পাঠক এবং প্রফুল্লর জীবন জেনে নিতে দীর্ঘদিন পরিশ্রম করেছেন শুভ্রজিৎ । বাংলা-সহ আরও 6টি ভারতীয় ভাষায় তৈরি হয়েছে এই ছবি । রয়েছে দুরন্ত অ্যাকশন । এই ছবির জন্য অভিনেতাদের দীর্ঘ প্রশিক্ষণ চলেছে ৷ তাঁরা শিখেছেন হর্স রাইডিং, মার্শাল আর্টের পাশাপাশি, তলোয়ার চালনা, ধনুর্বিদ্যা ।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ প্রসঙ্গত, ভারত, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়ী প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি । এই প্রথম কোনও বাংলা ছবি তৈরির ক্ষেত্রে তিনটি দেশ যুক্ত হয়েছে ৷ তিন দেশের সমন্বয়ে ছবিটি তৈরি হচ্ছে বলে 'বিএফটিএ' ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেও এই ছবি যেতে পারে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা ।