কলকাতা, 25 ডিসেম্বর: হাজির হল সুমন ঘোষ পরিচালিত ঋতুপর্ণা সেনগুপ্ত, শর্মিলা ঠাকুর অভিনীত আসন্ন বাংলা ছবি 'পুরাতন'-এর পোস্টার । বড়দিনের মাঝরাতে এই পোস্টার নিয়ে হাজির হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ।
এক মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়েই পরিচালক সুমন ঘোষ বানিয়েছেন 'পুরাতন'। এখানে মায়ের ভূমিকায় শর্মিলা ঠাকুর এবং মেয়ের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তকে অভিনয় করতে দেখা যাবে । শর্মিলা ঠাকুরের জামাইয়ের ভূমিকায় থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত । শুধু অভিনয় নয়, এই সিনেমার প্রযোজনাতেও অংশীদার ঋতুপর্ণা । তাঁর 'ভাবনা আজ ও কাল'-এর ব্যানারেই তৈরি হয়েছে ছবিটি । হাজির হয়েছে পোস্টার । এবার পালা একে একে ট্রেলার, টিজার এবং সিনেমা মুক্তির । মুক্তির দিন পোস্টারে জানিয়ে দিয়েছেন ছবির প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত । সব দিক ঠিক থাকলে আগামী 11 এপ্রিল মুক্তি পাবে এই ছবি ।
ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির সম্মান পেয়েছে শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত এই ছবি । পাশাপাশি শর্মিলা ঠাকুর পেয়েছেন সেরা অভিনেত্রীর শিরোপা । শর্মিলা ঠাকুরের তরফে পুরস্কার নেন তাঁর কন্যা সাবা । একই মঞ্চে তাঁর সঙ্গে এই পুরস্কার গ্রহণ করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ।
উল্লেখ্য, 'পুরাতন' ছবির হাত ধরেই 14 বছর পরে বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর । এই ছবির শুটিং হয়েছে কলকাতাতেই । শর্মিলা ঠাকুরের শেষ বাংলা ছবি 'অন্তহীন'। মুক্তি পায় 2007 সালে । এর এত বছর পরে 'পুরাতন' ফিল্মের মাধ্যমে নিজের বাংলার দর্শকের জন্য হাজির হবেন তিনি ।
'পুরাতন' ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন দেবজ্যোতি মিশ্র ৷ গত বছর আট ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিনের শুভলগ্নেই 'পুরাতন' ছবির শুটিং শুরু করেন পরিচালক সুমন ঘোষ ৷ আর এ বছরের 11 এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।