মুম্বই, 24 ডিসেম্বর: বিদায় শ্যাম বেনেগাল ! সোমবার সন্ধ্যা 6.38 মিনিটে তারাদের দেশে পা-রাখেন প্রবাদপ্রতিম পরিচালক ৷ মঙ্গলবার দুপুরে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরতরে বিদায় জানানো হল ৷ মুম্বইয়ের শিবাজি পার্ক ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামে চলচ্চিত্র নির্মাতার শেষকৃত্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, 90 বছর বয়সি গুলজার-সহ বোমান ইরানিরা ৷
ছিলেন শ্যাম বেনেগালের স্ত্রী নীরা এবং কন্যা পিয়া বেনেগাল ৷ শিল্পীকে শেষবারের মতো বিদায় জানাতে শ্মশানে জড়ো হন তাঁর অনুরাগীরাও। আসেন বলিউড ইন্ডাস্ট্রির কাছের মানুষরাও। পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে শ্যাম বেনেগালের বিদায়পর্ব হল এদিন ৷ দুপুরে চলচ্চিত্র নির্মাতার মৃতদেহ শিবাজি পার্কে নিয়ে আসেন পরিবারের সদস্যরা ৷ অভিনেতা নাসিরুদ্দিন শাহকে আবেগঘন হতে দেখা যায় ৷ পদ্মশ্রী, পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগালের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের একটা যুগের অবসান হল। পরিচালক বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ৷ এছাড়াও ছিল কিডনি সংক্রান্ত সমস্যা।
VIDEO | Mumbai: Mortal remains of celebrated filmmaker Shyam Benegal brought to Dadar 'Smashan Bhoomi' for last rites.#ShyamBenegal #MumbaiNews
— Press Trust of India (@PTI_News) December 24, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/aGpRK3dRxY
তবে, গত 14 ডিসেম্বর 90 তম জন্মদিনও ধুমধাম করে পালন করেছিলেন তিনি। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন শাহ, অভিনেতা কুলভূষণ খরবন্দা, দিব্যা দত্ত, শাবানা আজমি, শশী কাপুরের ছেলে কুণাল কাপুর, অতুল তিওয়ারি ও রজিত কপূর। দীর্ঘ কয়েক দশকের পরিচালকের কেরিয়ারে শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিল, কুলভূষণ খারবান্দা, গিরিশ কারনাদ, অমরিশ পুরী-র মতো বলিউড স্টারদের সঙ্গে কাজ করেছেন। শিল্পীরা সকলেই পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ ৷
VIDEO | Mumbai: Mortal remains of celebrated filmmaker Shyam Benegal brought to Dadar 'Smashan Bhoomi' for last rites.#ShyamBenegal #MumbaiNews
— Press Trust of India (@PTI_News) December 24, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/aGpRK3dRxY
শ্যাম বেনেগাল ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে নক্ষত্র সমান। ভারতীয় ছবির ইতিহাসে তাঁর সৃষ্টি বারবার চমকে দিয়েছে দর্শকদের। 1970 থেকে 1980 সয়কালে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সিনেমা। 'মন্থন', 'অংকুর', 'ভূমিকা', 'জুনুন', 'মান্ডি', 'নিশান্ত'-সহ বহু ছবি পরিচালনা করেছেন তিনি।